কলকাতা, 17 সেপ্টেম্বর: দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে তখন তিল ধারণের জায়গা নেই । কেন? কারণ সেখানে কিছুক্ষণের মধ্যে হাজির হবেন বাঙালির ক্রাশ দেব এবং সারা ভারতের সঙ্গীতপ্রেমীদের ক্রাশ সোনু নিগম । দেব প্রযোজিত এবং অভিনীত ছবি 'কাছের মানুষ'-এর গানে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম (Sonu Nigam New Song in Kacher Manush)। সোনুরই এদিন জনগণের দরবারে আসার কথা দেবের সঙ্গে ।
খবরটা চাউর হতেই ভিড় জমে মঞ্চের সামনে । এরপর দীর্ঘ অপেক্ষা । কখন আসবেন তারকারা । এর মাঝেই চলতে থাকে আগতদের সঙ্গে সঞ্চালকের প্রশ্নোত্তর পর্ব । একটি ফ্যাশন শো-এরও আয়োজন ছিল এদিন। ছৌ-নৃত্যও পরিবেশন করেন ছৌ শিল্পীরা । ছবির গান "কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে" গানটি মঞ্চে গেয়ে সকলের মন জয় করে নেয় ছোট্ট প্রাঞ্জল । এরপর অপেক্ষার অবসান । মঞ্চে হাজির দেব এবং সোনু নিগম । সঙ্গে ছবির সঙ্গীত পরিচালক নীল, সঙ্গীত শিল্পী প্রাঞ্জল, ছবির পরিচালক পথিকৃৎ বসু এবং নায়িকা ঈশা সাহা ।
দেব এবং সোনুর প্রতি ভালোবাসা উজার করে দেন ভক্তরা । এদিন মুক্তি পেল সোনুর গাওয়া গান "যদি ভালোবাসো আমায় মুক্তি দাও"(Jodi Bhalobaso Amay Mukti Dao)। সোনুর কণ্ঠে সরাসরি এই গান শুনল শহরবাসী । জানা গেল এই গানটি গাওয়ার জন্য একটি টাকাও দেবের কাছ থেকে নেননি সোনু । সোনু বলেন, " গানটার কথাগুলো যখন আমি পড়ি তখন আমার চোখে জল চলে আসে । যদি ভালোবাসো আমায় মুক্তি দাও- এই কথাটা আমার অন্তরে গিয়ে বাঁধে । খুব ভালো কথা এবং সুর । ভালো লাগছে যে মানুষ গানটা আজ থেকেই ভালোবাসতে শুরু করেছে ।"
দেব বলেন, "আমরা পারিশ্রমিক পাঠালে সোনুজি পারিশ্রমিক ফেরত পাঠিয়ে দেন । এরকমটা ভাবা যায় না ।.... আমি সোনুজিকে কলকাতায় আসতে অনুরোধ করার এক সেকেন্ডের মধ্যে উনি জানিয়ে দেন আসবেন । এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে(Dev on Sonu Nigam New Song)?" এদিন কলকাতার জামাই তিলোত্তমার প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেন এবং বলেন, "আই লাভ ইউ"।
আরও পড়ুন: শরৎচন্দ্রের জন্মদিনে হাজির ঋতুপর্ণার 'দত্তা'র ফার্স্ট লুক
এদিন সকলের অনুরোধে সোনু গেয়ে শোনান তাঁর বিখ্যাত গান " দিওয়ানা, ম্যায় হুঁ দিওয়ানা তেরা..."। দেবও এদিন কথা দেন একে একে মুম্বইয়ের এহেন গুণী শিল্পীদের তিনি হাজির করবেন কলকাতাবাসীর সামনে । 30 সেপ্টেম্বর দর্শক মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঈশা সাহা অভিনীত 'কাছের মানুষ'।