ETV Bharat / entertainment

HBD Ayushmann Khurrana: 'আর্টিকেল 15' থেকে 'ভিকি ডোনার', ফিরে দেখা আয়ুষ্মানের সাহসী কিছু কাজ - অন্য ধরনের ছবির জন্যই বেশ পরিচিত আয়ুষ্মান খুরানা

বলিউডে অন্য ধরনের ছবির জন্যই বেশ পরিচিত আয়ুষ্মান খুরানা ৷ কেরিয়ারে হাতে গোনা বক্স অফিস হিট রয়েছে ঠিকই তবে সমালোচকদের নজর বারবার কেড়েছেন তিনি ৷ রাজকুমার রাও, নওয়াজউদ্দিন সিদ্দিকীদের মতোই তিনিও আজ অনুরাগীদের কাছে এক পরিচিত নাম ৷

HBD Ayushmann Khurrana
ফিরে দেখা আয়ুষ্মানের কিছু ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 5:39 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: 'ড্রিম গার্ল 2' ছবির বক্স অফিসের বিপুল সাফল্যের জেরে এখন রীতিমতো চর্চায় রয়েছেন আয়ুষ্মান খুরানা ৷ 'জওয়ান' সুনামির মাঝে পড়েও ভারতীয় বক্স অফিসের নিরিখে 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে তাঁর ছবি ৷ এরই মাঝে বৃহস্পতিবার আরও একটি বসন্ত পার করে ফেললেন পর্দার পূজা ৷ বক্স অফিসে হিট ছবি তিনি দিয়েছেন ঠিকই কিন্তু আয়ুষ্মান মূলত পরিচিত তাঁর বেশকিছু সাহসী ছবির জন্য ৷ আসুন দেখে নেওয়া যাক তাঁর কিছু এমন ছবি যা রীতিমতো আলোড়ন ফেলেছে সমালোচক মহলে ৷

আর্টিকেল 15: 'আর্টিকেল 15' অনুভব সিনহার পরিচালিত অন্যতম দাগ কাটা ছবি । একইসঙ্গে আয়ুষ্মান যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন পর্দায় তা সত্যিই দুরন্ত ৷ আয়ুষ্মানের চরিত্রটির নাম ছিল অয়ন রঞ্জন ৷ সে একজন পুলিশ আধিকারিকের ভূমিকায় ৷ তার হাত ধরে অনুভব তুলে ধরেছিলেন সমাজের দলিত সমাজ, নির্যাতন থেকে পুলিশ ব্যবস্থায় জাতপাতের রমরমা ।

অনেক: আয়ুষ্মান এবং অনুভব জুটির কথা বললে আরও একটি ছবির কথা বলতেই হয় তা হল 'অনেক' ৷ এই ছবির কাহিনি তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘটে চলা অশান্তির বাতাবরণকে কেন্দ্র করে ৷ সেখানেই বিভিন্ন সংগঠনগুলিকে শান্তি বৈঠকে রাজি করানোর দায়িত্ব পড়ে অফিসার জোসুয়ার উপর ৷ উত্তর পূর্বের মানুষদের অনেক সময়ই দূরে সরিয়ে দেওয়া হয় ৷ এই সমস্ত কাহিনিই উঠে এসেছে এই ছবিতে ৷

চণ্ডীগড় করে আশিকি: অভিষেক কাপুরের এই ছবির হাত ধরে আবার একটি সামাজিক বার্তা দিতে এগিয়ে এসেছেন আয়ুষ্মান ৷ একজন রূপান্তরকামীর সঙ্গে তাঁর ভালোবাসার কাহিনিকে ফুটিয়ে তোলে এই কাহিনি ৷ ছবিতে আয়ুষ্মানের বিপরীতে রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছেন বাণী কাপুর ৷

ডক্টর জি: এক অন্য ধরনের সামাজিক বার্তা উঠে এসেছে তাঁর এই ছবিতেও ৷ হাসি আর ব্যঙ্গাত্মকের কষাঘাতে তিনি সকলকে হাসিয়েছেন ৷ আবার একইসঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিয়েছেন সমস্য়াটা আসলে আমাদের ভাবনায় ৷ এই ছবি বলে একজন তরুণের গাইনোকোলজিস্ট হয়ে ওঠার কাহিনি ৷

আরও পড়ুন: 'পালান' ছবির ব্যবসা নিয়ে বিচলিত নন কৌশিক

ভিকি ডোনার: পরিচালক সুজিত সরকারের এই ছবিটি কথা বলে স্পার্ম ব্যাঙ্ক নিয়ে ৷ এখানে ভিকি আর আয়ুষ্মান অভিনয় করেন এক স্পার্ম ডোনারের চরিত্রে ৷ যে ধরনের চরিত্রে অভিনয় করার আগে সাধারণত দু'বার ভাববেন অন্য অভিনেতারা সেই ধরনের চরিত্রেই বারবার দেখা গিয়েছে আয়ুষ্মানকে ৷ আর প্রতিবারই তিনি অবাক করেছেন সমালোচকদের ৷

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: 'ড্রিম গার্ল 2' ছবির বক্স অফিসের বিপুল সাফল্যের জেরে এখন রীতিমতো চর্চায় রয়েছেন আয়ুষ্মান খুরানা ৷ 'জওয়ান' সুনামির মাঝে পড়েও ভারতীয় বক্স অফিসের নিরিখে 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে তাঁর ছবি ৷ এরই মাঝে বৃহস্পতিবার আরও একটি বসন্ত পার করে ফেললেন পর্দার পূজা ৷ বক্স অফিসে হিট ছবি তিনি দিয়েছেন ঠিকই কিন্তু আয়ুষ্মান মূলত পরিচিত তাঁর বেশকিছু সাহসী ছবির জন্য ৷ আসুন দেখে নেওয়া যাক তাঁর কিছু এমন ছবি যা রীতিমতো আলোড়ন ফেলেছে সমালোচক মহলে ৷

আর্টিকেল 15: 'আর্টিকেল 15' অনুভব সিনহার পরিচালিত অন্যতম দাগ কাটা ছবি । একইসঙ্গে আয়ুষ্মান যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন পর্দায় তা সত্যিই দুরন্ত ৷ আয়ুষ্মানের চরিত্রটির নাম ছিল অয়ন রঞ্জন ৷ সে একজন পুলিশ আধিকারিকের ভূমিকায় ৷ তার হাত ধরে অনুভব তুলে ধরেছিলেন সমাজের দলিত সমাজ, নির্যাতন থেকে পুলিশ ব্যবস্থায় জাতপাতের রমরমা ।

অনেক: আয়ুষ্মান এবং অনুভব জুটির কথা বললে আরও একটি ছবির কথা বলতেই হয় তা হল 'অনেক' ৷ এই ছবির কাহিনি তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘটে চলা অশান্তির বাতাবরণকে কেন্দ্র করে ৷ সেখানেই বিভিন্ন সংগঠনগুলিকে শান্তি বৈঠকে রাজি করানোর দায়িত্ব পড়ে অফিসার জোসুয়ার উপর ৷ উত্তর পূর্বের মানুষদের অনেক সময়ই দূরে সরিয়ে দেওয়া হয় ৷ এই সমস্ত কাহিনিই উঠে এসেছে এই ছবিতে ৷

চণ্ডীগড় করে আশিকি: অভিষেক কাপুরের এই ছবির হাত ধরে আবার একটি সামাজিক বার্তা দিতে এগিয়ে এসেছেন আয়ুষ্মান ৷ একজন রূপান্তরকামীর সঙ্গে তাঁর ভালোবাসার কাহিনিকে ফুটিয়ে তোলে এই কাহিনি ৷ ছবিতে আয়ুষ্মানের বিপরীতে রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছেন বাণী কাপুর ৷

ডক্টর জি: এক অন্য ধরনের সামাজিক বার্তা উঠে এসেছে তাঁর এই ছবিতেও ৷ হাসি আর ব্যঙ্গাত্মকের কষাঘাতে তিনি সকলকে হাসিয়েছেন ৷ আবার একইসঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিয়েছেন সমস্য়াটা আসলে আমাদের ভাবনায় ৷ এই ছবি বলে একজন তরুণের গাইনোকোলজিস্ট হয়ে ওঠার কাহিনি ৷

আরও পড়ুন: 'পালান' ছবির ব্যবসা নিয়ে বিচলিত নন কৌশিক

ভিকি ডোনার: পরিচালক সুজিত সরকারের এই ছবিটি কথা বলে স্পার্ম ব্যাঙ্ক নিয়ে ৷ এখানে ভিকি আর আয়ুষ্মান অভিনয় করেন এক স্পার্ম ডোনারের চরিত্রে ৷ যে ধরনের চরিত্রে অভিনয় করার আগে সাধারণত দু'বার ভাববেন অন্য অভিনেতারা সেই ধরনের চরিত্রেই বারবার দেখা গিয়েছে আয়ুষ্মানকে ৷ আর প্রতিবারই তিনি অবাক করেছেন সমালোচকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.