মুম্বই, 23 এপ্রিল : রোহিত শেট্টির কপ ইউনিভার্সে এবার অন্তর্ভুক্ত হতে চলেছে আরেকটি নতুন মুখ ৷ সাধারণত সৎ পুলিশ অফিসারদের গল্প পর্দায় নিয়ে আসার কথা বললে প্রথম যে মানুষটির নামটি মনে পড়ে তিনি যে রোহিত, এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ দৃষ্টান্ত হিসাবে তাঁর ক্যাবিনেটে একদিকে যেমন রয়েছে অজয় দেবগণের সিংহম, তেমনই আবার রয়েছে রণবীর সিংয়ের সিম্বা এবং অক্ষয় কুমারের সূর্যবংশীও ৷ এবার সেই তালিকায় বলিতারকা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে যোগ দিতে চলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টিও ৷
যদিও বড়পর্দায় নয়, এটি আসতে চলেছে অ্যামাজন প্রাইমের ডিজিটাল দুনিয়ায় ৷ প্রকল্পটি ঠিক কী তা এখনও নিশ্চিত করেননি কেউই ৷ তবে জানা গিয়েছে এটি আসতে চলেছে একটি সিরিজ হিসাবে ৷ রোহিত শেট্টির ছবি মানে অ্যাকশন যে ভরপুর থাকবে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ছবির যে পোস্টার শেয়ার করেছে অ্য়ামাজন প্রাইম তাতেও দেখা যাচ্ছে, ভয়ঙ্কর আগুন জ্বলছে পিছনে আর আগ্নেয়াস্ত্র হাতে তার মধ্যে থেকে বেরিয়ে আসছেন শিল্পা ৷
আরও পড়ুন : অস্কার মঞ্চে চড় কাণ্ডের পর এই প্রথম ভারতে উইল স্মিথ
আজ এই পোস্টারটি শেয়ার করে তারা লেখেন, "আমরা যখন বলি শিল্পা একটা শক্তি তখন আমরা সেটাই মনে করি ৷ ভারতীয় পুলিশ ফোর্সে শিল্পাকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত ৷ যাত্রা সবে শুরু হল ৷" ইনস্টায় একটি ছবি পোস্ট করেছেন শিল্পাও ৷ তিনি লেখেন, "প্রথমবার ওটিটি প্লাটফর্মে আগুন জ্বালিয়ে দিতে প্রস্তুত ৷ অ্যাকশন কিং রোহিতের কপ ইউনিভার্সে যোগদান করতে পেরে ভীষণ উত্তেজিত ৷"