ETV Bharat / entertainment

Shehnaaz Gill Hospitalized: খাবার থেকে সংক্রমণ ! হাসপাতালে ভরতি শেহনাজ গিল

হাসপাতালে ভরতি রয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল ৷ জানা গিয়েছে, খাবার থেকে সংক্রমণের জেরে অসুস্থ হন তিনি ৷ তাঁকে দেখতে হাসপাতালে যান প্রযোজক রিয়া কাপুর ৷

Etv Bharat
হাসপাতালে ভরতি শেহনাজ গিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 11:07 AM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: হাসপাতালে ভরতি রয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল ৷ সোমবার রাতে খাবার খাওয়ার পরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ সেখানে তাঁকে দেখতে যান প্রযোজক রিয়া কাপুর ৷

সলমন খানের হাত বলিউডে পা রেখেছেন বিগ বসের ঘরের অন্যতম সদস্য শেহনাজ গিল ৷ 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির পর তাঁকে দেখা যায় করণ বুলানি পরিচালিত ছবি 'থ্যাংক ইউ ফর কামিং'-এ ৷ মুক্তির পরে অ্যাডাল্ট কমেডি এই ছবি বক্সঅফিসে এখনও লড়াই চালাচ্ছে ৷ ফলে ছবির প্রমোশন চালিয়ে যাচ্ছেন কলাকুশলীরা ৷ সেই সময় অভিনেত্রী অসুস্থ হয়ে যান বলে জানা গিয়েছে ৷ তারপরেই তাঁকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

6 অক্টেবর মুক্তি পেয়েছে 'থ্যাংক ইউ ফর কামিং' ৷ শেহনাজ ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন ভূমি পেড়নেকর, ডলি সিং, কুশা কাপিলা ও শিবানি বেদি ৷ প্রত্যেকেই ছবির প্রোমোশনের পর ব্যক্তিগত সময় কাটাতে বাইরে বেরিয়েছিলেন ৷ সূত্রের খবর, গার্ল গ্যাংয়ের সঙ্গে বেরিয়ে শেহনাজ কিছু একটা খেয়েছিলেন ৷ তারপরেই তিনি অসুস্থতা অনুভব করেন ৷ হাসপাতালে ভরতি হওয়ার পরে পরীক্ষা করে জানা যায়, শরীরে খাবার থেকে সংক্রমণ ছড়িয়েছে ৷

এই খবর সামনে আসার পরেই 'থ্যাংক ইউ ফর কামিং' ছবির প্রযোজক অভিনেত্রীকে দেখতে ছুটে যান হাসপাতালে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় ৷ অন্যদিকেস শেহনাজের অসুস্থার কথা শুনে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরাও ৷ সোশাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা ৷ এক অনুরাগী লিখেছেন, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার সোনা ৷" আবার কেউ লিখেছেন, " শেহনাজ দ্রুত সুস্থ হয়ে ওঠো ৷" কাজের দিকে নজর দিলে জানা যায়, সাজিদ খান পরিচালিত 'হানড্রেড পারসেন্ট' (100%) ছবিতে দেখা যাবে তাঁকে ৷ রীতেশ দেশমুখ, নোরা ফতেহি ও জন আব্রাহামের বিপরীতে তিনিও রয়েছেন ৷ ছবিটি চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে ৷

আরও পড়ুন: হামাসের হামলার ঠিক আগে ইজরায়েলে কী করছিলেন নুসরত ? ভাইরাল ভিডিয়ো

হায়দরাবাদ, 10 অক্টোবর: হাসপাতালে ভরতি রয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল ৷ সোমবার রাতে খাবার খাওয়ার পরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ সেখানে তাঁকে দেখতে যান প্রযোজক রিয়া কাপুর ৷

সলমন খানের হাত বলিউডে পা রেখেছেন বিগ বসের ঘরের অন্যতম সদস্য শেহনাজ গিল ৷ 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির পর তাঁকে দেখা যায় করণ বুলানি পরিচালিত ছবি 'থ্যাংক ইউ ফর কামিং'-এ ৷ মুক্তির পরে অ্যাডাল্ট কমেডি এই ছবি বক্সঅফিসে এখনও লড়াই চালাচ্ছে ৷ ফলে ছবির প্রমোশন চালিয়ে যাচ্ছেন কলাকুশলীরা ৷ সেই সময় অভিনেত্রী অসুস্থ হয়ে যান বলে জানা গিয়েছে ৷ তারপরেই তাঁকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

6 অক্টেবর মুক্তি পেয়েছে 'থ্যাংক ইউ ফর কামিং' ৷ শেহনাজ ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন ভূমি পেড়নেকর, ডলি সিং, কুশা কাপিলা ও শিবানি বেদি ৷ প্রত্যেকেই ছবির প্রোমোশনের পর ব্যক্তিগত সময় কাটাতে বাইরে বেরিয়েছিলেন ৷ সূত্রের খবর, গার্ল গ্যাংয়ের সঙ্গে বেরিয়ে শেহনাজ কিছু একটা খেয়েছিলেন ৷ তারপরেই তিনি অসুস্থতা অনুভব করেন ৷ হাসপাতালে ভরতি হওয়ার পরে পরীক্ষা করে জানা যায়, শরীরে খাবার থেকে সংক্রমণ ছড়িয়েছে ৷

এই খবর সামনে আসার পরেই 'থ্যাংক ইউ ফর কামিং' ছবির প্রযোজক অভিনেত্রীকে দেখতে ছুটে যান হাসপাতালে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় ৷ অন্যদিকেস শেহনাজের অসুস্থার কথা শুনে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরাও ৷ সোশাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা ৷ এক অনুরাগী লিখেছেন, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার সোনা ৷" আবার কেউ লিখেছেন, " শেহনাজ দ্রুত সুস্থ হয়ে ওঠো ৷" কাজের দিকে নজর দিলে জানা যায়, সাজিদ খান পরিচালিত 'হানড্রেড পারসেন্ট' (100%) ছবিতে দেখা যাবে তাঁকে ৷ রীতেশ দেশমুখ, নোরা ফতেহি ও জন আব্রাহামের বিপরীতে তিনিও রয়েছেন ৷ ছবিটি চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে ৷

আরও পড়ুন: হামাসের হামলার ঠিক আগে ইজরায়েলে কী করছিলেন নুসরত ? ভাইরাল ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.