ETV Bharat / entertainment

Jab We Met 2: 'জব উই মেট' ছবির সিক্যুয়াল নিয়ে আসছেন শাহিদ-করিনা! - বলিউডের ক্লাট ছবি

New Film Jab We Met 2: এবার 'জব উই মেট' ছবির সিক্যুয়াল নিয়ে শুরু হয়ে গেল জল্পনা ৷ নির্মাতারা সেভাবে মুখ না খুললেও এই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে চর্চা নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শাহিদ এবং করিনাই কি আবার জুটি বাঁধবেন তা অবশ্য জানা নেই ৷

New Film Jab We Met 2
জব উই মেট ছবির সিক্যুয়াল নিয়ে আলোচনা শুরু
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 3:00 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: বলিউডের কাল্ট ছবির কথা বলতে গেলে হয়তো অনেকেই 'জব উই মেট'কে তালিকায় রাখতে রাজি হবেন না ৷ পাশাপাশি একথাও অস্বীকার করা যায় না যে, এত সুন্দর একটি প্রেমের গল্প ইমতিয়াজ আলির খুব কম মানুষই বলতে পেরেছেন রূপোলি পর্দায় ৷ 2007 সালে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ অর্থাৎ কেটে গিয়েছে প্রায় দেড় দশক ৷ এবার কি আসতে চলেছে এই ছবির সিক্য়ুয়াল? বিভিন্ন রিপোর্ট কিন্তু তেমনটাই দাবি করছে ৷

যদিও নির্মাতারা এখনও এই বিষয়ে কোনও খবর স্পষ্ট করেননি ৷ তবে দাবি করা হচ্ছে, রাজ মেহতার ব্যানারেই মুক্তি পাবে এই ছবি ৷ ছবির দ্বিতীয় পর্বেরও পরিচালনা করতে পারেন ইমতিয়াজ আলিই ৷ তবে শাহিদ-করিনা জুটিকে আবার দেখা যাবে কি না, সেই খবরও জানা যায়নি সঠিকভাবে ৷ অন্যদিকে গীত-আদিত্যই থাকবেন নাকি অন্য় কোনও জুটিকে নিয়ে এগোবে এই কাহিনি তা নিয়েও মুখ খোলেননি নির্মাতারা ৷ তবে যেটুকু খবর তাতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ছবির কাজ ৷

2023 সালে নির্মাতারা আরও একবার রিলিজ করেছিলেন 'জব উই মেট' ছবিটি ৷ বলাই বাহুল্য় এই সহজ-সরল প্রেমের গল্প আজও অনুরাগীদের মন ছুঁয়ে যায় ৷ আর সবচেয়ে বড় বিষয়টি হল শাহিদের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিল এই ছবি ৷ ছবির কাহিনি লিখেছিলেন ইমতিয়াজ নিজেই ৷ এবারও কি তিনি তুলে ধরতে পারবেন প্রেমের এক অন্যরকম অধ্যায়কে? তার জন্য় অপেক্ষা ছাড়া গতি নেই ৷

আরও পড়ুন: 'হার কর জিতনেওয়ালে কো...?' লাগাতার পতনের পর ফের বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে 'জওয়ান'

শাহিদ কাপুরের কথা বলতে গেলে সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর 'ব্ল্যাডি ড্যাডি' ছবিটি ৷ আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে বেশ প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয় ৷ অন্য়দিকে করিনা কাপুরের 'লাল সিং চাড্ডা' ছবিটি একেবারেই সাফল্য পায়নি বক্স অফিসে ৷ তবে আগামীতে তাঁকে যাবে 'জানেজা' ছবিতে ৷ এই ছবির হাত ধরেই ওটিটিতে পা রাখবেন তিনি ৷

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: বলিউডের কাল্ট ছবির কথা বলতে গেলে হয়তো অনেকেই 'জব উই মেট'কে তালিকায় রাখতে রাজি হবেন না ৷ পাশাপাশি একথাও অস্বীকার করা যায় না যে, এত সুন্দর একটি প্রেমের গল্প ইমতিয়াজ আলির খুব কম মানুষই বলতে পেরেছেন রূপোলি পর্দায় ৷ 2007 সালে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ অর্থাৎ কেটে গিয়েছে প্রায় দেড় দশক ৷ এবার কি আসতে চলেছে এই ছবির সিক্য়ুয়াল? বিভিন্ন রিপোর্ট কিন্তু তেমনটাই দাবি করছে ৷

যদিও নির্মাতারা এখনও এই বিষয়ে কোনও খবর স্পষ্ট করেননি ৷ তবে দাবি করা হচ্ছে, রাজ মেহতার ব্যানারেই মুক্তি পাবে এই ছবি ৷ ছবির দ্বিতীয় পর্বেরও পরিচালনা করতে পারেন ইমতিয়াজ আলিই ৷ তবে শাহিদ-করিনা জুটিকে আবার দেখা যাবে কি না, সেই খবরও জানা যায়নি সঠিকভাবে ৷ অন্যদিকে গীত-আদিত্যই থাকবেন নাকি অন্য় কোনও জুটিকে নিয়ে এগোবে এই কাহিনি তা নিয়েও মুখ খোলেননি নির্মাতারা ৷ তবে যেটুকু খবর তাতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ছবির কাজ ৷

2023 সালে নির্মাতারা আরও একবার রিলিজ করেছিলেন 'জব উই মেট' ছবিটি ৷ বলাই বাহুল্য় এই সহজ-সরল প্রেমের গল্প আজও অনুরাগীদের মন ছুঁয়ে যায় ৷ আর সবচেয়ে বড় বিষয়টি হল শাহিদের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিল এই ছবি ৷ ছবির কাহিনি লিখেছিলেন ইমতিয়াজ নিজেই ৷ এবারও কি তিনি তুলে ধরতে পারবেন প্রেমের এক অন্যরকম অধ্যায়কে? তার জন্য় অপেক্ষা ছাড়া গতি নেই ৷

আরও পড়ুন: 'হার কর জিতনেওয়ালে কো...?' লাগাতার পতনের পর ফের বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে 'জওয়ান'

শাহিদ কাপুরের কথা বলতে গেলে সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর 'ব্ল্যাডি ড্যাডি' ছবিটি ৷ আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে বেশ প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয় ৷ অন্য়দিকে করিনা কাপুরের 'লাল সিং চাড্ডা' ছবিটি একেবারেই সাফল্য পায়নি বক্স অফিসে ৷ তবে আগামীতে তাঁকে যাবে 'জানেজা' ছবিতে ৷ এই ছবির হাত ধরেই ওটিটিতে পা রাখবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.