জম্মু, 12 ডিসেম্বর: তাঁর আসন্ন ছবি ডাঙ্কি মুক্তির আগে ভূস্বর্গে বৈষ্ণো দেবীর মন্দিরে প্রার্থনা সেরে নিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ৷ কালো হুডিতে প্রায় ছদ্মবেশে মঙ্গলবার বৈষ্ণো দেবী মন্দির সংলগ্ন কাটরা ভবনে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেখানে শাহরুখের মুখ প্রায় বোঝাই যাচ্ছে না ৷ মনে করা হচ্ছে, সাধারণের ভিড়ে নিজের পরিচয় গোপন রাখতেই হুডিতে মুখ ঢেকে সেখানে যান কিং খান ৷ যদিও তাঁর পাশেই ছিল নিরাপত্তার বেষ্টনী ও তাঁর ম্যানেজার পূজা দাদলানি ৷
এক বছরে এই নিয়ে তৃতীয়বার বৈষ্ণো দেবী মন্দির দর্শন করলেন কিং খান । 58 বছর বয়সি অভিনেতার দুটি ছবি 'জওয়ান' ও 'পাঠান' মুক্তি পায় চলতি বছরেই ৷ এই দুই ছবি মুক্তির আগে যথাক্রমে অগস্টে এবং 2022 সালের ডিসেম্বরে মন্দির পরিদর্শন করেন শাহরুখ ৷ কারও জানতে বাকি নেই যে, এই দুটি ছবিই বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছে ৷ পাঠান ও জওয়ানের দুরন্ত সাফল্যের পর এ বার বছরের শেষ মুক্তি পাওয়া ডাঙ্কি দিয়ে সাফল্যের হ্যাটট্রিক করতে বদ্ধপরিকর বলিউডের বাদশা ৷
জম্মুর রিয়াসি জেলার বৈষ্ণো দেবীর মন্দির ত্রিকূটা পাহাড়ের উপরে অবস্থিত একটি উল্লেখযোগ্য ধর্মীয় তীর্থস্থান ৷ প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত যান এই মন্দির দর্শনে ৷ 'পাঠান' এবং 'জওয়ান'-এর মতো ব্যাক-টু-ব্যাক অ্যাকশন ব্লকবাস্টারের পর 'ডাঙ্কি' 2023 সালে শাহরুখের তৃতীয় এবং শেষ রিলিজ ৷ আগের দুটি ছবির সাফল্যের পর এই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে এসআরকে-র অনুরাগীদের মধ্যে ৷
রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি 'ডাঙ্কি ফ্লাইট' নামে একটি অবৈধ অভিবাসন কৌশলের উপর ভিত্তি করে একটি কমেডি ড্রামা হিসেবে তুলে ধরা হয়েছে । 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ডাঙ্কি । (সংবাদসংস্থা পিটিআই)
আরও পড়ুন: