ETV Bharat / entertainment

পাঠান-জওয়ানে বিপুল সাফল্য, ডাঙ্কি মুক্তির আগেও বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ - শাহরুখ খান

Shah Rukh Khan visits Vaishno Devi shrine: পাঠান ও জওয়ানের মুক্তির আগেও বৈষ্ণোদেবীর মন্দিরে গিয়েছিলেন শাহরুখ খান ৷ এই দুই ছবিতেই মেলে বিপুল সাফল্য ৷ তাই এ বার তাঁর ছবি ডাঙ্কির মুক্তির আগেও বৈষ্ণোদেবীর শহরণে কিং খান ৷

Shah Rukh Khan visits Vaishno Devi shrine
বৈষ্ণো দেবীর মন্দিরে শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 5:34 PM IST

Updated : Dec 12, 2023, 6:19 PM IST

ডাঙ্কি মুক্তির আগে বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ

জম্মু, 12 ডিসেম্বর: তাঁর আসন্ন ছবি ডাঙ্কি মুক্তির আগে ভূস্বর্গে বৈষ্ণো দেবীর মন্দিরে প্রার্থনা সেরে নিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ৷ কালো হুডিতে প্রায় ছদ্মবেশে মঙ্গলবার বৈষ্ণো দেবী মন্দির সংলগ্ন কাটরা ভবনে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেখানে শাহরুখের মুখ প্রায় বোঝাই যাচ্ছে না ৷ মনে করা হচ্ছে, সাধারণের ভিড়ে নিজের পরিচয় গোপন রাখতেই হুডিতে মুখ ঢেকে সেখানে যান কিং খান ৷ যদিও তাঁর পাশেই ছিল নিরাপত্তার বেষ্টনী ও তাঁর ম্যানেজার পূজা দাদলানি ৷

এক বছরে এই নিয়ে তৃতীয়বার বৈষ্ণো দেবী মন্দির দর্শন করলেন কিং খান । 58 বছর বয়সি অভিনেতার দুটি ছবি 'জওয়ান' ও 'পাঠান' মুক্তি পায় চলতি বছরেই ৷ এই দুই ছবি মুক্তির আগে যথাক্রমে অগস্টে এবং 2022 সালের ডিসেম্বরে মন্দির পরিদর্শন করেন শাহরুখ ৷ কারও জানতে বাকি নেই যে, এই দুটি ছবিই বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছে ৷ পাঠান ও জওয়ানের দুরন্ত সাফল্যের পর এ বার বছরের শেষ মুক্তি পাওয়া ডাঙ্কি দিয়ে সাফল্যের হ্যাটট্রিক করতে বদ্ধপরিকর বলিউডের বাদশা ৷

জম্মুর রিয়াসি জেলার বৈষ্ণো দেবীর মন্দির ত্রিকূটা পাহাড়ের উপরে অবস্থিত একটি উল্লেখযোগ্য ধর্মীয় তীর্থস্থান ৷ প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত যান এই মন্দির দর্শনে ৷ 'পাঠান' এবং 'জওয়ান'-এর মতো ব্যাক-টু-ব্যাক অ্যাকশন ব্লকবাস্টারের পর 'ডাঙ্কি' 2023 সালে শাহরুখের তৃতীয় এবং শেষ রিলিজ ৷ আগের দুটি ছবির সাফল্যের পর এই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে এসআরকে-র অনুরাগীদের মধ্যে ৷

রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি 'ডাঙ্কি ফ্লাইট' নামে একটি অবৈধ অভিবাসন কৌশলের উপর ভিত্তি করে একটি কমেডি ড্রামা হিসেবে তুলে ধরা হয়েছে । 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ডাঙ্কি । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. 'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও
  2. শাহরুখের ছবিতে ফের অরিজিৎ-প্রীতম ম্যাজিক! মুক্তি পেল 'ডাঙ্কি'র নতুন গান 'ও মাহি'
  3. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'

ডাঙ্কি মুক্তির আগে বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ

জম্মু, 12 ডিসেম্বর: তাঁর আসন্ন ছবি ডাঙ্কি মুক্তির আগে ভূস্বর্গে বৈষ্ণো দেবীর মন্দিরে প্রার্থনা সেরে নিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ৷ কালো হুডিতে প্রায় ছদ্মবেশে মঙ্গলবার বৈষ্ণো দেবী মন্দির সংলগ্ন কাটরা ভবনে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেখানে শাহরুখের মুখ প্রায় বোঝাই যাচ্ছে না ৷ মনে করা হচ্ছে, সাধারণের ভিড়ে নিজের পরিচয় গোপন রাখতেই হুডিতে মুখ ঢেকে সেখানে যান কিং খান ৷ যদিও তাঁর পাশেই ছিল নিরাপত্তার বেষ্টনী ও তাঁর ম্যানেজার পূজা দাদলানি ৷

এক বছরে এই নিয়ে তৃতীয়বার বৈষ্ণো দেবী মন্দির দর্শন করলেন কিং খান । 58 বছর বয়সি অভিনেতার দুটি ছবি 'জওয়ান' ও 'পাঠান' মুক্তি পায় চলতি বছরেই ৷ এই দুই ছবি মুক্তির আগে যথাক্রমে অগস্টে এবং 2022 সালের ডিসেম্বরে মন্দির পরিদর্শন করেন শাহরুখ ৷ কারও জানতে বাকি নেই যে, এই দুটি ছবিই বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছে ৷ পাঠান ও জওয়ানের দুরন্ত সাফল্যের পর এ বার বছরের শেষ মুক্তি পাওয়া ডাঙ্কি দিয়ে সাফল্যের হ্যাটট্রিক করতে বদ্ধপরিকর বলিউডের বাদশা ৷

জম্মুর রিয়াসি জেলার বৈষ্ণো দেবীর মন্দির ত্রিকূটা পাহাড়ের উপরে অবস্থিত একটি উল্লেখযোগ্য ধর্মীয় তীর্থস্থান ৷ প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত যান এই মন্দির দর্শনে ৷ 'পাঠান' এবং 'জওয়ান'-এর মতো ব্যাক-টু-ব্যাক অ্যাকশন ব্লকবাস্টারের পর 'ডাঙ্কি' 2023 সালে শাহরুখের তৃতীয় এবং শেষ রিলিজ ৷ আগের দুটি ছবির সাফল্যের পর এই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে এসআরকে-র অনুরাগীদের মধ্যে ৷

রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি 'ডাঙ্কি ফ্লাইট' নামে একটি অবৈধ অভিবাসন কৌশলের উপর ভিত্তি করে একটি কমেডি ড্রামা হিসেবে তুলে ধরা হয়েছে । 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ডাঙ্কি । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. 'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও
  2. শাহরুখের ছবিতে ফের অরিজিৎ-প্রীতম ম্যাজিক! মুক্তি পেল 'ডাঙ্কি'র নতুন গান 'ও মাহি'
  3. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'
Last Updated : Dec 12, 2023, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.