ETV Bharat / entertainment

Jawan BO Collection: অব্যহত বাদশা-র দাপট! 12 দিনেই 800 কোটির ক্লাবে জায়গা করে নিতে পারে 'জওয়ান'

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 6:38 PM IST

12 দিনেই ভারতে 500 কোটির দোরগোড়ায় কড়া নাড়তে পারে 'জওয়ান' ৷ আর সবকিছু ঠিক থাকলে দেশ ও বিদেশের বক্স অফিস মিলিয়ে 800 কোটিও ছুঁয়ে ফেলতে পারে এই ছবি ৷

Jawan BO Collection
800 কোটির ক্লাবে জওয়ান

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: 'জওয়ান' হলে মুক্তি পাওয়ার পর এখনও দু' সপ্তাহও কাটেনি ৷ আর এরই মধ্যে ভারতে 500 কোটি এবং বিশ্বব্যাপী বক্স অফিসের নিরিখে 800 কোটির ক্লাবে জায়গা করে নিতে চলেছে এসআরকের এই ছবি ৷ কিং খান ফিরবেন আর ফিরবেন স্বকীয় ভঙ্গিতে এই আশাতে দিন গুনছিলেন তাঁর অনুরাগীরা ৷ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ কিন্তু তবু বাদশাহ হাল ছাড়েননি ৷ কথায় বলে 'ওস্তাদের মার শেষ রাতে ৷' ঠিক সেটাই করে দেখিয়েছেন শাহরুখ খানও ৷ চার বছর বনবাসের পর যখন সকলেই ভাবতে শুরু করেছেন বাদশাহি যুগ বোধহয় এবার শেষের পথে ৷ তিনি ঘুরে দাঁড়িয়েছেন পাঠানি মেজাজে ৷ আর এবার তিনি হাজির 'জওয়ান' নিয়ে ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক বলছে 12 দিনেই এই ছবি ভারতে 500 কোটির ক্লাবের দোড়গোড়ায় কড়া নাড়তে পারে ৷ 12তম দিনে ঠিক কত আয় করতে পারে অ্যাটলি কুমারের এই ছবি ? স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে সারা ভারতে প্রায় 14.33 কোটি টাকা ঘরে তুলবে এই ছবি ৷ দ্বিতীয় রবিবারের পর এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 477.30 কোটি টাকায় ৷ তাই সোমবারের পর সেই হিসাব বেড়ে দাঁড়াতে পারে 491.63 কোটি টাকায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, রবিবার বিকেলে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল দেশ বিদেশ মিলিয়ে এই ছবির আয় দাড়িয়েছে 797.50 কোটি টাকায় ৷ আর তাই বলাই যায় সোমবারের রিপোর্ট সামনে খুব সহজেই 800 কোটির ক্লাবে জায়গা করে নেবে 'জওয়ান' ৷ যদিও বিদেশের আয়ের হিসেব এখনও সামনে আসেনি ৷ আর অন্যদিকে যে আয়ের রিপোর্ট স্যাকনিল্ক দিয়েছে তাও প্রাথমিক অনুমান ৷

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর সকালে ঘুড়ির লড়াইয়ে হাজির টিম 'দশম অবতার'

শাহরুখ ছাড়াও অ্যাটলির 'জওয়ান' ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, শানায়া মালহোত্রা, প্রিয়ামণির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এই মাসের শুরুতে জন্মাষ্টমী উপলক্ষে মুক্তি পেয়েছিল ছবিটি ৷ তারপর থেকেই বক্স অফিসে শুরু হয়েছে এই সুনামি ৷ যা থামবার আপাতত কোনও লক্ষণই নেই ৷

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: 'জওয়ান' হলে মুক্তি পাওয়ার পর এখনও দু' সপ্তাহও কাটেনি ৷ আর এরই মধ্যে ভারতে 500 কোটি এবং বিশ্বব্যাপী বক্স অফিসের নিরিখে 800 কোটির ক্লাবে জায়গা করে নিতে চলেছে এসআরকের এই ছবি ৷ কিং খান ফিরবেন আর ফিরবেন স্বকীয় ভঙ্গিতে এই আশাতে দিন গুনছিলেন তাঁর অনুরাগীরা ৷ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ কিন্তু তবু বাদশাহ হাল ছাড়েননি ৷ কথায় বলে 'ওস্তাদের মার শেষ রাতে ৷' ঠিক সেটাই করে দেখিয়েছেন শাহরুখ খানও ৷ চার বছর বনবাসের পর যখন সকলেই ভাবতে শুরু করেছেন বাদশাহি যুগ বোধহয় এবার শেষের পথে ৷ তিনি ঘুরে দাঁড়িয়েছেন পাঠানি মেজাজে ৷ আর এবার তিনি হাজির 'জওয়ান' নিয়ে ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক বলছে 12 দিনেই এই ছবি ভারতে 500 কোটির ক্লাবের দোড়গোড়ায় কড়া নাড়তে পারে ৷ 12তম দিনে ঠিক কত আয় করতে পারে অ্যাটলি কুমারের এই ছবি ? স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে সারা ভারতে প্রায় 14.33 কোটি টাকা ঘরে তুলবে এই ছবি ৷ দ্বিতীয় রবিবারের পর এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 477.30 কোটি টাকায় ৷ তাই সোমবারের পর সেই হিসাব বেড়ে দাঁড়াতে পারে 491.63 কোটি টাকায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, রবিবার বিকেলে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল দেশ বিদেশ মিলিয়ে এই ছবির আয় দাড়িয়েছে 797.50 কোটি টাকায় ৷ আর তাই বলাই যায় সোমবারের রিপোর্ট সামনে খুব সহজেই 800 কোটির ক্লাবে জায়গা করে নেবে 'জওয়ান' ৷ যদিও বিদেশের আয়ের হিসেব এখনও সামনে আসেনি ৷ আর অন্যদিকে যে আয়ের রিপোর্ট স্যাকনিল্ক দিয়েছে তাও প্রাথমিক অনুমান ৷

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর সকালে ঘুড়ির লড়াইয়ে হাজির টিম 'দশম অবতার'

শাহরুখ ছাড়াও অ্যাটলির 'জওয়ান' ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, শানায়া মালহোত্রা, প্রিয়ামণির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এই মাসের শুরুতে জন্মাষ্টমী উপলক্ষে মুক্তি পেয়েছিল ছবিটি ৷ তারপর থেকেই বক্স অফিসে শুরু হয়েছে এই সুনামি ৷ যা থামবার আপাতত কোনও লক্ষণই নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.