মুম্বই, 1 আগস্ট: বলিউডের বাদশা শাহরুখ খান শুধু যে ছবির জগতের কিং তা নয়, তিনি রাজ করেন ভক্ত হৃদয়েও ৷ অভিনয়ের পাশাপাশি নানান ধরনের সামাজিক কাজের জন্যও পরিচিত তিনি ৷ আরও একবার এমনই একটি সামজিক কাজের জন্য় শিরোনামে এলেন এসআরকে ৷ শোনা গিয়েছে ভাদোদরা রেলওয়ে স্টেশনে কয়েক লক্ষ টাকার 'আর ও' প্ল্যান্ট বসিয়েছেন তিনি ৷ এখান থেকেই বিশুদ্ধ পানীয় জল পাবেন যাত্রীরা (Shah Rukh Khan spends 23 lakh for RO plant) ৷
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাহরুখ খান এই আরও প্ল্যান্টের জন্য 23 লক্ষ টাকা খরচ করেছেন । এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷ এদিকে শাহরুখ এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য ৷ বেশ কয়েক বছরের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি ৷ এছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'-রও শ্য়ুটিং চলছে ৷
আরও পড়ুন: লাইসেন্সের আবেদন মঞ্জুর, নিরাপত্তার জন্য় বন্দুক রাখবেন ভাইজান
এরই মাঝে অবশ্য় আর মাধবনের শেষ ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এও ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ নিজের নামেই ছবিতে 'ক্য়ামিও অ্যাপিয়ারেন্স' করেছেন তিনি ৷ খবর অনুযায়ী, ব্রহ্মাস্ত্র ছবিতেও তাঁর একটি ক্যামিও রয়েছে ৷ তবে সকলেই অপেক্ষা করে আছেন তাঁর আগামি ছবি 'পাঠান'-এর জন্য় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন কিং খান ৷