ETV Bharat / entertainment

SRK Jawan Look: সারা মুখে ব্যান্ডেজ, শাহরুখের জওয়ান লুক দেখে উচ্ছ্বসিত ভক্তরা - জওয়ান

সারা মুখে বাঁধা রয়েছে ব্যান্ডেজ ৷ শাহরুখ খানের (Shah Rukh Khan Latest News) জওয়ান ছবির লুক (SRK Jawan Look) দেখে উচ্ছ্বসিত ভক্তরা ৷

Shah Rukh Khan ETV Bharat
শাহরুখ খান
author img

By

Published : Feb 1, 2023, 7:21 PM IST

মুম্বই, 1 ফেব্রুয়ারি: পাঠানের মেগা সাফল্যের পর এ বার তৈরি হয়ে যান সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan Latest News) পরবর্তী ধামাকার জন্য ৷ বলিউডের বাদশা এ বার জওয়ানের ভূমিকায় (SRK Jawan Look)৷ পরবর্তী ছবি 'জওয়ান'-এর জন্য সেটে ফিরেছেন কিং খান । জওয়ানের সেট থেকে এসআরকে-র একটি নতুন ছবি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ।

জওয়ানের সেটে শাহরুখ: সেই ছবিতে দেখা গিয়েছে শাহরুখ খানের মুখ প্রায় বেশিরভাগটাই ঢাকা ব্যান্ডেজে । তাঁর এই লুক দেখে উচ্ছ্বসিত শাহরুখের ভক্তরা ৷ একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, "কিং এখনই থামবেন না । তিনিই সেরা ৷" আর এক অনুরাগী লিখেছেন, "ওয়াও... পাঠান এখন জওয়ান ৷"

Shah Rukh Khan ETV Bharat
শাহরুখ খান

জওয়ানে আছেন নয়নতারা ও বিজয় সেতুপতি: জওয়ানের পরিচালক অ্যাটলি । এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী নয়নতারা এবং বিজয় সেতুপতি । জওয়ানকে হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স-সহ একটি ইভেন্ট ফিল্ম হিসাবে তুলে ধরা হয়েছে । শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর প্রযোজক ৷

আরও পড়ুন: বাবা হলেন এসআরকের 'জওয়ান' ছবির পরিচালক অ্যাটলি

জুন মাসে মুক্তি পেয়েছিল টিজার: 2022 সালের জুন মাসে শাহরুখ এই ছবির টিজার উন্মোচন করেছিলেন, যেখানে পর্বতের চূড়ায় নর্দার্ন লাইটের এক ঝলক দিয়ে শুরুটা হয়েছিল । তারপরে শাহরুখকে অন্ধকারে তার মুখে ব্যান্ডেজ জড়াতে দেখা গিয়েছিল ৷ ছবিটির থিম ব্যাকগ্রাউন্ডে বাজছিল ।

জুন মাসে পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি: হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় - এই পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পাবে ৷ 2023 সালের 2 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কথা 'জওয়ান'-এর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তাপসীর সঙ্গে এক ফ্রেমে শাহরুখ: জওয়ান ছাড়াও এসআরকে-র ঝুলিতে রাজকুমার হিরানির ‘ডানকি’র কাজও রয়েছে । এই ছবিতে প্রথম বার তাপসী পান্নুর সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে এসআরকে-কে ৷

এ দিকে, আজই বাবা হন 'জওয়ান'-এর পরিচালক অ্য়াটলি কুমার ৷ সোশাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলে শুভেচ্ছা জানিয়েছেন এই পরিচালককে ৷ মঙ্গলবার অ্যাটলির স্ত্রী প্রিয়া মোহন পুত্র সন্তানের জন্ম দেন (Atlee Priya Mohan first child)৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন তারকা জুটি ৷

মুম্বই, 1 ফেব্রুয়ারি: পাঠানের মেগা সাফল্যের পর এ বার তৈরি হয়ে যান সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan Latest News) পরবর্তী ধামাকার জন্য ৷ বলিউডের বাদশা এ বার জওয়ানের ভূমিকায় (SRK Jawan Look)৷ পরবর্তী ছবি 'জওয়ান'-এর জন্য সেটে ফিরেছেন কিং খান । জওয়ানের সেট থেকে এসআরকে-র একটি নতুন ছবি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ।

জওয়ানের সেটে শাহরুখ: সেই ছবিতে দেখা গিয়েছে শাহরুখ খানের মুখ প্রায় বেশিরভাগটাই ঢাকা ব্যান্ডেজে । তাঁর এই লুক দেখে উচ্ছ্বসিত শাহরুখের ভক্তরা ৷ একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, "কিং এখনই থামবেন না । তিনিই সেরা ৷" আর এক অনুরাগী লিখেছেন, "ওয়াও... পাঠান এখন জওয়ান ৷"

Shah Rukh Khan ETV Bharat
শাহরুখ খান

জওয়ানে আছেন নয়নতারা ও বিজয় সেতুপতি: জওয়ানের পরিচালক অ্যাটলি । এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী নয়নতারা এবং বিজয় সেতুপতি । জওয়ানকে হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স-সহ একটি ইভেন্ট ফিল্ম হিসাবে তুলে ধরা হয়েছে । শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর প্রযোজক ৷

আরও পড়ুন: বাবা হলেন এসআরকের 'জওয়ান' ছবির পরিচালক অ্যাটলি

জুন মাসে মুক্তি পেয়েছিল টিজার: 2022 সালের জুন মাসে শাহরুখ এই ছবির টিজার উন্মোচন করেছিলেন, যেখানে পর্বতের চূড়ায় নর্দার্ন লাইটের এক ঝলক দিয়ে শুরুটা হয়েছিল । তারপরে শাহরুখকে অন্ধকারে তার মুখে ব্যান্ডেজ জড়াতে দেখা গিয়েছিল ৷ ছবিটির থিম ব্যাকগ্রাউন্ডে বাজছিল ।

জুন মাসে পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি: হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় - এই পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পাবে ৷ 2023 সালের 2 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কথা 'জওয়ান'-এর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তাপসীর সঙ্গে এক ফ্রেমে শাহরুখ: জওয়ান ছাড়াও এসআরকে-র ঝুলিতে রাজকুমার হিরানির ‘ডানকি’র কাজও রয়েছে । এই ছবিতে প্রথম বার তাপসী পান্নুর সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে এসআরকে-কে ৷

এ দিকে, আজই বাবা হন 'জওয়ান'-এর পরিচালক অ্য়াটলি কুমার ৷ সোশাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলে শুভেচ্ছা জানিয়েছেন এই পরিচালককে ৷ মঙ্গলবার অ্যাটলির স্ত্রী প্রিয়া মোহন পুত্র সন্তানের জন্ম দেন (Atlee Priya Mohan first child)৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন তারকা জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.