ETV Bharat / entertainment

Jawan Release Date: পিছোচ্ছে শাহরুখের 'জওয়ান' মুক্তি, নয়া দিনক্ষণ নিয়ে চলছে আলোচনা - পিছিয়ে যাচ্ছে কিং খানের জওয়ান ছবির মুক্তি

পিছিয়ে যাচ্ছে 'জওয়ান' ছবির মুক্তির দিনক্ষণ ৷ সূত্রের খবর তেমনটাই ৷ ছবির শ্যুটিং নাকি এখনও বেশ খানিকটা বাকি আর সেই কারণেই নির্মাতারা পিছোচ্ছেন মুক্তির দিন ৷ নতুন মুক্তির তারিখ নিয়েও আলোচনা চলছে (Shah Rukh Khan Jawan New Release Date) ৷

SRK New Film
পিছোচ্ছে জওয়ান ছবির মুক্তির দিন
author img

By

Published : Mar 15, 2023, 5:15 PM IST

হায়দরাবাদ,15 মার্চ: 'পাঠান' ছবির মাধ্যমে জোরালো প্রত্যাবর্তনে ফের সিংহাসনে প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান ৷ বলিউডের বেতাজ বাদশার এই ছবি ভারত এবং সারা বিশ্ব মিলিয়ে আয়ের নিরিখে হাজার কোটির ক্লাবেও জায়গা করে নিয়েছে ৷ বলিউডের সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড তছনছ করে দিয়েছে কিং খান অভিনীত ছবি ৷ পাঠানের সাফল্যের মধ্য দিয়েই চর্চা শুরু হয়ে গিয়েছে শাহরুখের পরবর্তী 'জওয়ান' নিয়ে ৷ এই ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে 2 জুন ৷ তবে সূত্রের খবর পিছিয়ে যেতে পারে সেই তারিখ (Shah Rukh Khan Jawan New Release Date)৷

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে দক্ষিণী পরিচালক অরুণ কুমার ওরফে অ্যাটলি ৷ রোম্যান্টিক নায়কের অবতার আগেই ছেড়েছেন শাহরুখ আর এই ছবিতেও তাঁকে দেখা যাবে অ্যাকশন মুডে ৷ দক্ষিণী ছবির সমস্ত মাল মশলাই থাকবে এই ছবিতে ৷ থাকছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির টিজারও ৷ তবে এবার জানা গেল ছবির শ্যুটিং এখনও বেশ খানিকটা বাকি ৷ আর 'পাঠান'-এর সাফল্যের পর এই ছবি নিয়ে আরও যত্নবান হতে চান শাহরুখ ৷ আর সেই কারণেই ছবির মুক্তির দিন পিছিয়ে দিতে চলেছেন নির্মাতারা ৷ জানা গিয়েছে ছবির নতুন মুক্তির তারিখ নিয়েও আলোচনা চলছে ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুম্বইয়ে ছবির বেশকিছু অংশের শ্য়ুটিং শেষ হয়েছে ৷ এবার রাজস্থানে আরও খানিকটা শ্যুট করবেন নির্মাতারা ৷ ছবিতে শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ এই ছবিতেও অ্য়াকশন এবং রোম্যান্স এই দুই মশলার ওপরেই ভরসা রাখছেন নির্মাতারা ৷ বিশেষত 'পাঠান'মুক্তির পর শাহরুখ ফ্যানেদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া ৷ ছবিতে শাহরুখের বিপরীতে ভিলেনের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে ৷ শাহরুখের গত জন্মদিনেই মুক্তি পেয়েছিল এই ছবির টিজার ৷

আরও পড়ুন:খোলা চুলে উন্মুক্ত বক্ষ বিভাজিকা ! মিয়ামির বেলাভূমিতে উত্তাপ বাড়ালেন মৌনি

2023 সালটি দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কিং খানের জন্য় ৷ এই বছর সব মিলিয়ে তিনটি ছবি পর্দায় আসবে এসআরকে'র ৷ এর মধ্য়ে পাঠান ইতিমধ্য়েই সিনেপ্রেমীদের মনে জোয়ার এনেছে ৷ এরপর পর্দায় আসতে চলেছে জওয়ান ৷ আর বছরের একেবারে শেষে আসতে চলেছে শাহরুখ-রাজকুমার জুটির 'ডানকি' ছবিটি ৷ এই ছবিতে বাদশা জুটি বাঁধছেন তাপসী পান্নুর সঙ্গে ৷

হায়দরাবাদ,15 মার্চ: 'পাঠান' ছবির মাধ্যমে জোরালো প্রত্যাবর্তনে ফের সিংহাসনে প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান ৷ বলিউডের বেতাজ বাদশার এই ছবি ভারত এবং সারা বিশ্ব মিলিয়ে আয়ের নিরিখে হাজার কোটির ক্লাবেও জায়গা করে নিয়েছে ৷ বলিউডের সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড তছনছ করে দিয়েছে কিং খান অভিনীত ছবি ৷ পাঠানের সাফল্যের মধ্য দিয়েই চর্চা শুরু হয়ে গিয়েছে শাহরুখের পরবর্তী 'জওয়ান' নিয়ে ৷ এই ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে 2 জুন ৷ তবে সূত্রের খবর পিছিয়ে যেতে পারে সেই তারিখ (Shah Rukh Khan Jawan New Release Date)৷

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে দক্ষিণী পরিচালক অরুণ কুমার ওরফে অ্যাটলি ৷ রোম্যান্টিক নায়কের অবতার আগেই ছেড়েছেন শাহরুখ আর এই ছবিতেও তাঁকে দেখা যাবে অ্যাকশন মুডে ৷ দক্ষিণী ছবির সমস্ত মাল মশলাই থাকবে এই ছবিতে ৷ থাকছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির টিজারও ৷ তবে এবার জানা গেল ছবির শ্যুটিং এখনও বেশ খানিকটা বাকি ৷ আর 'পাঠান'-এর সাফল্যের পর এই ছবি নিয়ে আরও যত্নবান হতে চান শাহরুখ ৷ আর সেই কারণেই ছবির মুক্তির দিন পিছিয়ে দিতে চলেছেন নির্মাতারা ৷ জানা গিয়েছে ছবির নতুন মুক্তির তারিখ নিয়েও আলোচনা চলছে ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুম্বইয়ে ছবির বেশকিছু অংশের শ্য়ুটিং শেষ হয়েছে ৷ এবার রাজস্থানে আরও খানিকটা শ্যুট করবেন নির্মাতারা ৷ ছবিতে শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ এই ছবিতেও অ্য়াকশন এবং রোম্যান্স এই দুই মশলার ওপরেই ভরসা রাখছেন নির্মাতারা ৷ বিশেষত 'পাঠান'মুক্তির পর শাহরুখ ফ্যানেদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া ৷ ছবিতে শাহরুখের বিপরীতে ভিলেনের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে ৷ শাহরুখের গত জন্মদিনেই মুক্তি পেয়েছিল এই ছবির টিজার ৷

আরও পড়ুন:খোলা চুলে উন্মুক্ত বক্ষ বিভাজিকা ! মিয়ামির বেলাভূমিতে উত্তাপ বাড়ালেন মৌনি

2023 সালটি দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কিং খানের জন্য় ৷ এই বছর সব মিলিয়ে তিনটি ছবি পর্দায় আসবে এসআরকে'র ৷ এর মধ্য়ে পাঠান ইতিমধ্য়েই সিনেপ্রেমীদের মনে জোয়ার এনেছে ৷ এরপর পর্দায় আসতে চলেছে জওয়ান ৷ আর বছরের একেবারে শেষে আসতে চলেছে শাহরুখ-রাজকুমার জুটির 'ডানকি' ছবিটি ৷ এই ছবিতে বাদশা জুটি বাঁধছেন তাপসী পান্নুর সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.