ETV Bharat / entertainment

Filmfare Awards 2023: ফিল্মফেয়ারের মঞ্চে জয়ীর আসনে গঙ্গুবাঈ, চমক দিল রাজকুমারের 'বধাই দো'

মুম্বইয়ে ফিল্মফেয়ার পুরস্কারে চাঁদের হাট ৷ টিনসেল টাউনের সম্মানের মঞ্চে গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির জয়জয়কার ৷

author img

By

Published : Apr 27, 2023, 10:07 PM IST

Updated : Apr 28, 2023, 11:27 AM IST

Etv Bharat
ফিল্মফেয়ারে গঙ্গুবাই কাথিয়াবাড়ির জয়জয়কার

মুম্বই, 27 এপ্রিল: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া বৃহস্পতিবারের রাত জমজমাট ৷ 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে তারকাদের চোখ ধাঁধানো ঝলকানি ৷ রেড কাপের্টে নজর কেড়েছেন বি-টাউনের তারকারা ৷ সন্ধ্যে যত নেমেছে ততই মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টার ঝলমলিয়ে উঠেছে ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ৷ ব্ল্যাক লেডি হাতে তুলে নিয়ে জয়ের যাত্রা শুরু করেছে গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ও ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা ৷

  • বেস্ট প্রোডাকশন ডিজাইন, বেস্ট কস্টিউম, বেস্ট কোরিওগ্রাফি, বেস্ট সিনেমাটোগ্রাফি-তে ফিল্মফেয়ার তুলে নিয়েছে সঞ্জয় লীলা বনশালির গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ৷ ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা-র তে সেরা সাউন্ড ডিজাইন-এর পুরস্কার পেয়েছেন বিশ্বদীপ দীপক চট্টোপাধ্যায় ৷
  • বেস্ট প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী ও অমিত রয় (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • বেস্ট কস্টিউম: শীতল ইকবাল শর্মা (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • বেস্ট কোরিওগ্রাফি: ক্রুতি মহেশ (ঢোলিরা)
  • বেস্ট সিনেমাটোগ্রাফি: সুদীপ চট্টোপাধ্যায় (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • বেস্ট এডিটিং: নিনাদ খানোলকর (অ্যান এ্যাকশন হিরো)
  • বেস্ট অ্যাকশন: পারভেজ শেইখ ( বিক্রম বেদা)
  • বেস্ট ভিএফএক্স: ডিএনইজি, রেডিফাইন (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা)
  • বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্জিত বালহারা এবং অঙ্কিত বালহারা
  • বেস্ট প্লে-ব্যাক সিঙ্গার (মহিলা): কবিতা শেঠ (যুগ যুগ জিয়ো)
  • বেস্ট প্লে-ব্যাক সিঙ্গার (পুরুষ): অরিজিৎ সিং (কেশারিয়া)
  • বেস্ট লিরিক্স - লাল সিং চাড্ডা : (গান- তেরে হাওয়ালে)
  • বেস্ট মিউজিক অ্যালবাম - প্রীতম : (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা)
  • সেরা ছবি: গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি
  • সেরা ছবি ক্রিটিকস: বধাই দো
  • সেরা অভিনেতা প্রধান চরিত্র: রাজকুমার রাও (বধাই দো )
  • সেরা অভিনেতা সমালোচকদের চোখে: সঞ্জয় মিশ্র (বধ)
  • সেরা অভিনেত্রী প্রধান চরিত্র: আলিয়া ভাট (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • সেরা অভিনেত্রী সমালোচকদের চোখে: ভূমি পেড়নেকর (বধাই দো)
  • সেরা অভিনেত্রী সমালোচকদের চোখে: ভূমি পেড়নেকর (ভুলভুলাইয়া 2)
  • সেরা অভিনেতা পার্শ্ব চরিত্র: অনিল কাপুর(যুগযুগ জিও)
  • সেরা অভিনেত্রী পার্শ্ব চরিত্র: শিবা চাড্ডা(বধাই দো)
  • সেরা নবাগত অভিনেতা: অঙ্কুশ গেদাম (ঝুণ্ড)
  • সেরা নবাগত অভিনেত্রী: আন্দ্রেয়া কেভেচুসা
  • সেরা নবাগত পরিচালক: বধ, পরিচালক জসপাল সিং সান্ধু এবং রাজীব বর্নওয়াল

উঠতি সংগীত প্রতিভা বিভাগে আরডি বর্মন পুরস্কার গিয়েছে জানভি শ্রীমানকর । ঢোলিরা গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ।

আরও পড়ুন: হিন্দি নয়, স্ত্রী'কে তামিলে কথা বলতে বলায় সমালোচিত সুরের সম্রাট; আসল ঘটনা কী ?

গত বছর ফিল্মফেয়ার-এর মঞ্চে শেরশাহ জিতে নিয়েছিল সেরা ছবির তকমা ৷ 83 ছবির জন্য রণবীর সিং পেয়েছিলেন সেরা অভিনেতা ও মিমি ছবির জনঅয কৃতি শ্যানন পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার ৷ বেস্ট অ্যাক্টর(ক্রিটিকস)-এর পুরস্কার পেয়েছিলেন ভিকি কৌশল ৷ বিদ্যা বালান পেয়েছিলেন বেস্ট অ্যাকট্রেস (ক্রিটিকস)-এর পুরস্কার ৷

মুম্বই, 27 এপ্রিল: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া বৃহস্পতিবারের রাত জমজমাট ৷ 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে তারকাদের চোখ ধাঁধানো ঝলকানি ৷ রেড কাপের্টে নজর কেড়েছেন বি-টাউনের তারকারা ৷ সন্ধ্যে যত নেমেছে ততই মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টার ঝলমলিয়ে উঠেছে ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ৷ ব্ল্যাক লেডি হাতে তুলে নিয়ে জয়ের যাত্রা শুরু করেছে গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ও ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা ৷

  • বেস্ট প্রোডাকশন ডিজাইন, বেস্ট কস্টিউম, বেস্ট কোরিওগ্রাফি, বেস্ট সিনেমাটোগ্রাফি-তে ফিল্মফেয়ার তুলে নিয়েছে সঞ্জয় লীলা বনশালির গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ৷ ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা-র তে সেরা সাউন্ড ডিজাইন-এর পুরস্কার পেয়েছেন বিশ্বদীপ দীপক চট্টোপাধ্যায় ৷
  • বেস্ট প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী ও অমিত রয় (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • বেস্ট কস্টিউম: শীতল ইকবাল শর্মা (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • বেস্ট কোরিওগ্রাফি: ক্রুতি মহেশ (ঢোলিরা)
  • বেস্ট সিনেমাটোগ্রাফি: সুদীপ চট্টোপাধ্যায় (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • বেস্ট এডিটিং: নিনাদ খানোলকর (অ্যান এ্যাকশন হিরো)
  • বেস্ট অ্যাকশন: পারভেজ শেইখ ( বিক্রম বেদা)
  • বেস্ট ভিএফএক্স: ডিএনইজি, রেডিফাইন (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা)
  • বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্জিত বালহারা এবং অঙ্কিত বালহারা
  • বেস্ট প্লে-ব্যাক সিঙ্গার (মহিলা): কবিতা শেঠ (যুগ যুগ জিয়ো)
  • বেস্ট প্লে-ব্যাক সিঙ্গার (পুরুষ): অরিজিৎ সিং (কেশারিয়া)
  • বেস্ট লিরিক্স - লাল সিং চাড্ডা : (গান- তেরে হাওয়ালে)
  • বেস্ট মিউজিক অ্যালবাম - প্রীতম : (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: দ্য শিবা)
  • সেরা ছবি: গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি
  • সেরা ছবি ক্রিটিকস: বধাই দো
  • সেরা অভিনেতা প্রধান চরিত্র: রাজকুমার রাও (বধাই দো )
  • সেরা অভিনেতা সমালোচকদের চোখে: সঞ্জয় মিশ্র (বধ)
  • সেরা অভিনেত্রী প্রধান চরিত্র: আলিয়া ভাট (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
  • সেরা অভিনেত্রী সমালোচকদের চোখে: ভূমি পেড়নেকর (বধাই দো)
  • সেরা অভিনেত্রী সমালোচকদের চোখে: ভূমি পেড়নেকর (ভুলভুলাইয়া 2)
  • সেরা অভিনেতা পার্শ্ব চরিত্র: অনিল কাপুর(যুগযুগ জিও)
  • সেরা অভিনেত্রী পার্শ্ব চরিত্র: শিবা চাড্ডা(বধাই দো)
  • সেরা নবাগত অভিনেতা: অঙ্কুশ গেদাম (ঝুণ্ড)
  • সেরা নবাগত অভিনেত্রী: আন্দ্রেয়া কেভেচুসা
  • সেরা নবাগত পরিচালক: বধ, পরিচালক জসপাল সিং সান্ধু এবং রাজীব বর্নওয়াল

উঠতি সংগীত প্রতিভা বিভাগে আরডি বর্মন পুরস্কার গিয়েছে জানভি শ্রীমানকর । ঢোলিরা গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ।

আরও পড়ুন: হিন্দি নয়, স্ত্রী'কে তামিলে কথা বলতে বলায় সমালোচিত সুরের সম্রাট; আসল ঘটনা কী ?

গত বছর ফিল্মফেয়ার-এর মঞ্চে শেরশাহ জিতে নিয়েছিল সেরা ছবির তকমা ৷ 83 ছবির জন্য রণবীর সিং পেয়েছিলেন সেরা অভিনেতা ও মিমি ছবির জনঅয কৃতি শ্যানন পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার ৷ বেস্ট অ্যাক্টর(ক্রিটিকস)-এর পুরস্কার পেয়েছিলেন ভিকি কৌশল ৷ বিদ্যা বালান পেয়েছিলেন বেস্ট অ্যাকট্রেস (ক্রিটিকস)-এর পুরস্কার ৷

Last Updated : Apr 28, 2023, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.