ETV Bharat / entertainment

ZHZB Crosses 50 cr: 50 কোটির ক্লাবে, হিট তকমা পেয়ে গেল 'জরা হাটকে জরা বাঁচকে' - ZHZB Crosses 50 cr

50 কোটির ক্লাবে জায়গা করে নিল সারা আলি খান-ভিকি কৌশল অভিনীত ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ দ্বিতীয় উইকএন্ডেও ভালোই ব্যবসা করল এই ছবি ৷

ZHZB Crosses 50 cr
এবার 50 কোটির ক্লাবে সারা ভিকির জরা হাটকে জরা বাঁচকে
author img

By

Published : Jun 12, 2023, 10:22 AM IST

মুম্বই, 12 জুন: অফিসিয়ালি হিট ছবির তকমা পেয়ে গেল সারা আলি খান-ভিকি কৌশল অভিনীত ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ মুক্তির পর নবম দিন কাটতে না কাটতেই 50 কোটির ক্লাবে জায়গা করে নিল লক্ষণ উতেকরের ছবিটি ৷ আর সে কথা মাথায় রেখেই সোমবার 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিকে হিট ছবির তকমা দিলেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷

কপিল-সৌম্যার এই কাহিনি চিত্র সমালোচকদের সকলের কাছে যে খুব ভালোবাসা কুড়িয়েছিল তা অবশ্যই নয় ৷ অনেকে এও দাবি করেন, এই ছবির সাফল্যের পিছনে রয়েছে ব্যবসায়িক কৌশলও ৷ ছবির প্রি-বুকিংয়ের ক্ষেত্রে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' অফারে ভরসা রেখেছিলেন নির্মাতারা ৷ সিনে সমালোচক তরণ আদর্শও মেনে নিয়েছেন 'জরা হাটকে জরা বাঁচকে'র ব্যবসায় যথেষ্ট প্রভাব ফেলেছে এই অফার ৷ যার জেরে 40 কোটি টাকার বাজেটে তৈরি এই কাহিনি প্রথমদিনে বক্স অফিসে খাতাই খুলেছিল 5.49 কোটি টাকা দিয়ে l

  • #ZaraHatkeZaraBachke is a HIT… Crosses ₹ 50 cr [Day 10], has ample stamina to hit ₹ 70 cr [+/-]… Proves all estimations/calculations wrong of skeptics, who predicted ₹ 20 cr [+/-] *lifetime*… [Week 2] Fri 3.42 cr, Sat 5.76 cr, Sun 7.02 cr. Total: ₹ 53.55 cr. #India biz.… pic.twitter.com/b4UGDJo2HJ

    — taran adarsh (@taran_adarsh) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু রবিবারই 'জরা হাটকে জরা বাঁচকে'র আয় ছিল 7.02 কোটি ৷ তরণ আদর্শ ছবির রিভিউ করতে গিয়ে প্রথমেই জানিয়েছিলেন কপিল-সৌম্যার এই কাহিনি একটি 'এন্টারটেইনিং ফ্যামিলি ড্রামা' ৷ তাঁর অনুমান ছিল রবিবার এই ছবি 50 কোটির ক্লাবে জায়গা করে নেবে ৷ সত্য়ি হল সেই অনুমান ৷ সারা আলি খান-ভিকি কৌশল অভিনীত 'জরা হাটকে জরা বাঁচকে' ইতিমধ্য়েই 53.55 কোটি টাকা আয় করে ফেলছে দেশ জুড়ে ৷

আরও পড়ুন: আবার জুটিতে বিক্রম ও শোলাঙ্কি, কবে আসছে 'শহরের উষ্ণতম দিনে'?

ভিকি কৌশল এখানে অভিনয় করেছেন কপিল নামক যোগা ট্রেনারের ভূমিকায় ৷ অন্যদিকে, সারা আলি খান ছবিতে একজন শিক্ষিকা ৷ সৌম্যা নামের এই মেয়েটি পড়ায় একটি কোচিং সেন্টারে ৷ কলেজ জীবন থেকে তাদের প্রেম এবং তারপর তা পরিণতি পায় বিয়েতে ৷ কিন্তু বিয়ের পর যৌথ পরিবারে থাকা ব্যক্তিগত সময়ের অভাব সবই তাঁদের সম্পর্কে একটি জটিল আবর্ত তৈরি করে ৷ তারা সিদ্ধান্ত নেয় একটি আলাদা ফ্ল্যাট কেনার ৷ সরকারি আবাস যোজনার অধীনে একটি ফ্ল্যাট পাওয়ার জন্য় একসময় মিথ্যা ডিভোর্স পর্যন্ত করতে হয় তাদের ৷ তারপর কী হয়? তারা কি পায় সরকারি ফ্ল্যাট? জানা যাবে এই গল্পে ৷

মুম্বই, 12 জুন: অফিসিয়ালি হিট ছবির তকমা পেয়ে গেল সারা আলি খান-ভিকি কৌশল অভিনীত ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ মুক্তির পর নবম দিন কাটতে না কাটতেই 50 কোটির ক্লাবে জায়গা করে নিল লক্ষণ উতেকরের ছবিটি ৷ আর সে কথা মাথায় রেখেই সোমবার 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিকে হিট ছবির তকমা দিলেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷

কপিল-সৌম্যার এই কাহিনি চিত্র সমালোচকদের সকলের কাছে যে খুব ভালোবাসা কুড়িয়েছিল তা অবশ্যই নয় ৷ অনেকে এও দাবি করেন, এই ছবির সাফল্যের পিছনে রয়েছে ব্যবসায়িক কৌশলও ৷ ছবির প্রি-বুকিংয়ের ক্ষেত্রে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' অফারে ভরসা রেখেছিলেন নির্মাতারা ৷ সিনে সমালোচক তরণ আদর্শও মেনে নিয়েছেন 'জরা হাটকে জরা বাঁচকে'র ব্যবসায় যথেষ্ট প্রভাব ফেলেছে এই অফার ৷ যার জেরে 40 কোটি টাকার বাজেটে তৈরি এই কাহিনি প্রথমদিনে বক্স অফিসে খাতাই খুলেছিল 5.49 কোটি টাকা দিয়ে l

  • #ZaraHatkeZaraBachke is a HIT… Crosses ₹ 50 cr [Day 10], has ample stamina to hit ₹ 70 cr [+/-]… Proves all estimations/calculations wrong of skeptics, who predicted ₹ 20 cr [+/-] *lifetime*… [Week 2] Fri 3.42 cr, Sat 5.76 cr, Sun 7.02 cr. Total: ₹ 53.55 cr. #India biz.… pic.twitter.com/b4UGDJo2HJ

    — taran adarsh (@taran_adarsh) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু রবিবারই 'জরা হাটকে জরা বাঁচকে'র আয় ছিল 7.02 কোটি ৷ তরণ আদর্শ ছবির রিভিউ করতে গিয়ে প্রথমেই জানিয়েছিলেন কপিল-সৌম্যার এই কাহিনি একটি 'এন্টারটেইনিং ফ্যামিলি ড্রামা' ৷ তাঁর অনুমান ছিল রবিবার এই ছবি 50 কোটির ক্লাবে জায়গা করে নেবে ৷ সত্য়ি হল সেই অনুমান ৷ সারা আলি খান-ভিকি কৌশল অভিনীত 'জরা হাটকে জরা বাঁচকে' ইতিমধ্য়েই 53.55 কোটি টাকা আয় করে ফেলছে দেশ জুড়ে ৷

আরও পড়ুন: আবার জুটিতে বিক্রম ও শোলাঙ্কি, কবে আসছে 'শহরের উষ্ণতম দিনে'?

ভিকি কৌশল এখানে অভিনয় করেছেন কপিল নামক যোগা ট্রেনারের ভূমিকায় ৷ অন্যদিকে, সারা আলি খান ছবিতে একজন শিক্ষিকা ৷ সৌম্যা নামের এই মেয়েটি পড়ায় একটি কোচিং সেন্টারে ৷ কলেজ জীবন থেকে তাদের প্রেম এবং তারপর তা পরিণতি পায় বিয়েতে ৷ কিন্তু বিয়ের পর যৌথ পরিবারে থাকা ব্যক্তিগত সময়ের অভাব সবই তাঁদের সম্পর্কে একটি জটিল আবর্ত তৈরি করে ৷ তারা সিদ্ধান্ত নেয় একটি আলাদা ফ্ল্যাট কেনার ৷ সরকারি আবাস যোজনার অধীনে একটি ফ্ল্যাট পাওয়ার জন্য় একসময় মিথ্যা ডিভোর্স পর্যন্ত করতে হয় তাদের ৷ তারপর কী হয়? তারা কি পায় সরকারি ফ্ল্যাট? জানা যাবে এই গল্পে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.