ETV Bharat / entertainment

প্রাক্তন প্রেমিক কার্তিকের জন্মদিনে শুভেচ্ছা সারার - sara ali khan kartik aaryan love aaj kal

Sara Ali Khan Extends Birthday Wishes to Kartik Aaryan: প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান ৷ তাঁদের একটি পুরোনো ছবি শেয়ার করেন তিনি ৷

Sara Ali Khan extends birthday wishes to Kartik Aaryan
প্রাক্তন প্রেমিকের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 7:39 PM IST

Sara Ali Khan extends birthday wishes to Kartik Aaryan
প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান

হায়দরাবাদ, 22 নভেম্বর: প্রাক্তন প্রেমিকের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুবার চর্চা হয়েছে অতীতে ৷ সারা তাঁদের একটি পুরোনো ছবি শেয়ার করে এদিন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ৷ যদিও সারা এবং অনন্যা পাণ্ডে কফি উইথ করণ-এর শোয়ে তাঁকে নিয়ে আলোচনা করায় বেশ বিরক্তই হয়েছিলেন তিনি ৷

কার্তিক আরিয়ানের জন্মদিন উদযাপন করেন তাঁর পোষ্য কুকুরের সঙ্গে ৷ কেক কাটার একটি ছবিও তিনি শেয়ার করেন সোশালে ৷ দেখা যায় কেক কাটার আগে ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি ৷ আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ এবং মনীশ মালহোত্রার মতো আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

সারা-কার্তিক স্ক্রিন শেয়ার করেছিলেন ইমতিয়াজ আলির 'লভ আজকাল' ছবিতে ৷ সেই সময়ের একটি ছবিই এদিন শেয়ার করেছেন তিনি ৷ সারা লেখেন, "শুভ জন্মদিন কার্তিক ৷" তাঁদের ভালোবাসা নিয়ে গুজব ছড়িয়েছিল সেই সময় থেকেই ৷ তবে এই কাহিনি বেশি দূর এগোয়নি ৷ তবে সম্পর্কে বিচ্ছেদ আজও দু'জন ভালো বন্ধু হিসাবেই পরিচিত ৷

তবে সম্প্রতি করণ জোহরের শোয়ে সারা যেভাবে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন তা পছন্দ হয়নি ৷ একটি সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন তিনি ৷ তিনি জানান, যেভাবে একটি অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটা ছেঁড়া করা হয়েছে তা তার পছন্দ হয়নি ৷ তবে তারপরেও পুরোনো দিনের বন্ধুত্বকেই বেশি প্রাধান্য দিলেন সইফ কন্যা ৷

কার্তিকের হাতে এখন বেশকিছু ছবি রয়েছে ৷ সম্প্রতি কবীর খানের সঙ্গে 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির কাজ শেষ করেছেন তিনি ৷ আগামিদিনে করণ জোহর এবং একতা কাপুরের ছবির হাত ধরে আবার পর্দায় ফিরবেন তিনি ৷ ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন সন্দীপ মোদি ৷

আরও পড়ুন:

জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'

'মা-পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য

Sara Ali Khan extends birthday wishes to Kartik Aaryan
প্রাক্তন প্রেমিক কার্তিক আরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান

হায়দরাবাদ, 22 নভেম্বর: প্রাক্তন প্রেমিকের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুবার চর্চা হয়েছে অতীতে ৷ সারা তাঁদের একটি পুরোনো ছবি শেয়ার করে এদিন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ৷ যদিও সারা এবং অনন্যা পাণ্ডে কফি উইথ করণ-এর শোয়ে তাঁকে নিয়ে আলোচনা করায় বেশ বিরক্তই হয়েছিলেন তিনি ৷

কার্তিক আরিয়ানের জন্মদিন উদযাপন করেন তাঁর পোষ্য কুকুরের সঙ্গে ৷ কেক কাটার একটি ছবিও তিনি শেয়ার করেন সোশালে ৷ দেখা যায় কেক কাটার আগে ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি ৷ আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ এবং মনীশ মালহোত্রার মতো আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

সারা-কার্তিক স্ক্রিন শেয়ার করেছিলেন ইমতিয়াজ আলির 'লভ আজকাল' ছবিতে ৷ সেই সময়ের একটি ছবিই এদিন শেয়ার করেছেন তিনি ৷ সারা লেখেন, "শুভ জন্মদিন কার্তিক ৷" তাঁদের ভালোবাসা নিয়ে গুজব ছড়িয়েছিল সেই সময় থেকেই ৷ তবে এই কাহিনি বেশি দূর এগোয়নি ৷ তবে সম্পর্কে বিচ্ছেদ আজও দু'জন ভালো বন্ধু হিসাবেই পরিচিত ৷

তবে সম্প্রতি করণ জোহরের শোয়ে সারা যেভাবে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন তা পছন্দ হয়নি ৷ একটি সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন তিনি ৷ তিনি জানান, যেভাবে একটি অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটা ছেঁড়া করা হয়েছে তা তার পছন্দ হয়নি ৷ তবে তারপরেও পুরোনো দিনের বন্ধুত্বকেই বেশি প্রাধান্য দিলেন সইফ কন্যা ৷

কার্তিকের হাতে এখন বেশকিছু ছবি রয়েছে ৷ সম্প্রতি কবীর খানের সঙ্গে 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির কাজ শেষ করেছেন তিনি ৷ আগামিদিনে করণ জোহর এবং একতা কাপুরের ছবির হাত ধরে আবার পর্দায় ফিরবেন তিনি ৷ ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন সন্দীপ মোদি ৷

আরও পড়ুন:

জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'

'মা-পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.