ETV Bharat / entertainment

Sanjay Reunites with Arshad: 12 বছর পর ফের জুটিতে ধরা দেবেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি - sanjay dutt instagram

সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি একটি নতুন ফিল্মে আবারও একসঙ্গে কাজ করতে প্রস্তুত । বৃহস্পতিবার সেই ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন দুজনেই (Sanjay Dutt Reunites with Arshad Warsi)।

Sanjay Dutt Arshad Warsi ETV Bharat
সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি
author img

By

Published : Jan 27, 2023, 2:18 PM IST

মুম্বই, 27 জানুয়ারি: 12 বছর পর আবারও এক ফ্রেমে মুন্না ভাই ও সার্কিট জুটি (Sanjay Dutt Reunites with Arshad Warsi)৷ অভিনেতা-প্রযোজক সঞ্জয় দত্ত এবং জনপ্রিয় মুন্না ভাই ফিল্ম সিরিজে তাঁর জুটি আরশাদ ওয়ার্সিকে ফের একসঙ্গে পাবেন দর্শকরা ৷ আসন্ন ছবিতে এক দশকেরও বেশি সময় পরে ফের দেখা মিলবে জনপ্রিয় এই জুটির কেমিস্ট্রি । 2011 সালে মুক্তি পাওয়া ইন্দ্র কুমারের পরিচালনায় ডাবল ধামালে তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল (Sanjay Dutt Arshad Warsi film)।

প্রকাশিত ফার্স্ট লুক পোস্টার: রাজকুমার হিরানির মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজিতে মুন্না ভাইয়ের চরিত্রে সঞ্জয় দত্ত এবং তাঁর ডান হাত সার্কিটের চরিত্রে আরশাদ ওয়ার্সিকে দারুণ ভালোবেসেছিল দর্শককূল ৷ এই জুটি ফের একসঙ্গে ছবি করার সিদ্ধান্তের কথায় বৃহস্পতিবার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ প্রকাশিত হয়েছে তাঁদের আসন্ন ছবির ফার্স্ট লুক পোস্টার ৷ তা দেখা বোঝা যাচ্ছে, সঞ্জয় এবং আরশাদকে সংশোধনাগারে বন্দির সাজে দেখা যাবে এই ছবিতে ৷ তবে ছবির নাম এখনও ঠিক হয়নি (Sanjay Dutt upcoming films)৷

দর্শকদের বার্তা সঞ্জয়ের: ইনস্টাগ্রামে (Sanjay Dutt Instagram) তাঁদের চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সঞ্জয় দত্ত লিখেছেন, "আমাদের ও আপনাদের অপেক্ষা দীর্ঘ হয়েছে ৷ কিন্তু এ বার অপেক্ষা শেষ হয়েছে ৷ আমার ভাই আরশাদ ওয়ার্সির সঙ্গে আরও একটি উত্তেজনাপূর্ণ ফিল্মে একসঙ্গে আসছি... কবে যে দেখা হবে তার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷ আপনারা সঙ্গে থাকুন !"

ছবিটি মুক্তি পাবে 2023 সালে: সিধান্ত সচদেব পরিচালিত এই ছবির প্রযোজনা করছেন সঞ্জয় দত্ত ৷ ছবিটি 2023 সালে বড় পর্দায় মুক্তি পাবে ৷ অভিনেতা আরশাদ ওয়ার্সিও ফার্স্ট লুক পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "অবশেষে, এটি ঘটছে ! আরেকটি বিনোদনমূলক চলচ্চিত্র নিয়ে আমার ভাই সঞ্জয় দত্তের সঙ্গে একসঙ্গে আসছি ৷ আমাদের অপেক্ষা আপনাদের থেকে দীর্ঘ হয়েছে ।"

আরও পড়ুন: দু'দিনেই ডবল সেঞ্চুরি এসআরকের, দু'শো কোটির ক্লাবে 'পাঠান'

কমেন্ট সেকশন লাল হৃদয়ে বানভাসি: দুজনের পোস্টার ভাগ করার পরপরই ভক্তরা লাল হৃদয় এবং আগুনের ইমোজি দিয়ে বানভাসি করেছেন কমেন্ট সেকশন ৷ কেউ লিখেছেন, "হ্যাঁ অবশেষে সেরা জুটি আবার একসঙ্গে আসছে ৷" আরেক ভক্ত লিখেছেন, "মুন্না অ্যান্ড সার্কিট রিটার্নস !" সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত অপর এক ভক্ত লিখেছেন, "ব্লকবাস্টার জোডি ।"

ফিল্মের বিস্তারিত তথ্য গোপন রেখেছেন নির্মাতারা: পূর্বে সঞ্জয় এবং আরশাদ মুন্না ভাই এমবিবিএস এবং লাগে রাহো মুন্না ভাই ছবিতে জুটি বেঁধে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন ৷ তাঁদের ফের জুটিতে আসা ছাড়া ফিল্ম সম্পর্কে বাকি সব তথ্য নির্মাতারা আপাতত গোপন রেখেছেন ৷

এ দিকে, সঞ্জয় দত্তকে পরবর্তীতে সাই-ফাই হরর কমেডি ফিল্ম দ্য ভার্জিন ট্রি-তে দেখা যাবে ৷ সেখানে সানি সিং, মৌনী রায় এবং পলক তিওয়ারিও রয়েছেন । অন্যদিকে, আরশাদকে সম্প্রতি মডার্ন লাভ মুম্বইতে দেখা গিয়েছে ৷ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রিমিয়ার হয় এই সিরিজের ৷

মুম্বই, 27 জানুয়ারি: 12 বছর পর আবারও এক ফ্রেমে মুন্না ভাই ও সার্কিট জুটি (Sanjay Dutt Reunites with Arshad Warsi)৷ অভিনেতা-প্রযোজক সঞ্জয় দত্ত এবং জনপ্রিয় মুন্না ভাই ফিল্ম সিরিজে তাঁর জুটি আরশাদ ওয়ার্সিকে ফের একসঙ্গে পাবেন দর্শকরা ৷ আসন্ন ছবিতে এক দশকেরও বেশি সময় পরে ফের দেখা মিলবে জনপ্রিয় এই জুটির কেমিস্ট্রি । 2011 সালে মুক্তি পাওয়া ইন্দ্র কুমারের পরিচালনায় ডাবল ধামালে তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল (Sanjay Dutt Arshad Warsi film)।

প্রকাশিত ফার্স্ট লুক পোস্টার: রাজকুমার হিরানির মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজিতে মুন্না ভাইয়ের চরিত্রে সঞ্জয় দত্ত এবং তাঁর ডান হাত সার্কিটের চরিত্রে আরশাদ ওয়ার্সিকে দারুণ ভালোবেসেছিল দর্শককূল ৷ এই জুটি ফের একসঙ্গে ছবি করার সিদ্ধান্তের কথায় বৃহস্পতিবার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ প্রকাশিত হয়েছে তাঁদের আসন্ন ছবির ফার্স্ট লুক পোস্টার ৷ তা দেখা বোঝা যাচ্ছে, সঞ্জয় এবং আরশাদকে সংশোধনাগারে বন্দির সাজে দেখা যাবে এই ছবিতে ৷ তবে ছবির নাম এখনও ঠিক হয়নি (Sanjay Dutt upcoming films)৷

দর্শকদের বার্তা সঞ্জয়ের: ইনস্টাগ্রামে (Sanjay Dutt Instagram) তাঁদের চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সঞ্জয় দত্ত লিখেছেন, "আমাদের ও আপনাদের অপেক্ষা দীর্ঘ হয়েছে ৷ কিন্তু এ বার অপেক্ষা শেষ হয়েছে ৷ আমার ভাই আরশাদ ওয়ার্সির সঙ্গে আরও একটি উত্তেজনাপূর্ণ ফিল্মে একসঙ্গে আসছি... কবে যে দেখা হবে তার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷ আপনারা সঙ্গে থাকুন !"

ছবিটি মুক্তি পাবে 2023 সালে: সিধান্ত সচদেব পরিচালিত এই ছবির প্রযোজনা করছেন সঞ্জয় দত্ত ৷ ছবিটি 2023 সালে বড় পর্দায় মুক্তি পাবে ৷ অভিনেতা আরশাদ ওয়ার্সিও ফার্স্ট লুক পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "অবশেষে, এটি ঘটছে ! আরেকটি বিনোদনমূলক চলচ্চিত্র নিয়ে আমার ভাই সঞ্জয় দত্তের সঙ্গে একসঙ্গে আসছি ৷ আমাদের অপেক্ষা আপনাদের থেকে দীর্ঘ হয়েছে ।"

আরও পড়ুন: দু'দিনেই ডবল সেঞ্চুরি এসআরকের, দু'শো কোটির ক্লাবে 'পাঠান'

কমেন্ট সেকশন লাল হৃদয়ে বানভাসি: দুজনের পোস্টার ভাগ করার পরপরই ভক্তরা লাল হৃদয় এবং আগুনের ইমোজি দিয়ে বানভাসি করেছেন কমেন্ট সেকশন ৷ কেউ লিখেছেন, "হ্যাঁ অবশেষে সেরা জুটি আবার একসঙ্গে আসছে ৷" আরেক ভক্ত লিখেছেন, "মুন্না অ্যান্ড সার্কিট রিটার্নস !" সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত অপর এক ভক্ত লিখেছেন, "ব্লকবাস্টার জোডি ।"

ফিল্মের বিস্তারিত তথ্য গোপন রেখেছেন নির্মাতারা: পূর্বে সঞ্জয় এবং আরশাদ মুন্না ভাই এমবিবিএস এবং লাগে রাহো মুন্না ভাই ছবিতে জুটি বেঁধে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন ৷ তাঁদের ফের জুটিতে আসা ছাড়া ফিল্ম সম্পর্কে বাকি সব তথ্য নির্মাতারা আপাতত গোপন রেখেছেন ৷

এ দিকে, সঞ্জয় দত্তকে পরবর্তীতে সাই-ফাই হরর কমেডি ফিল্ম দ্য ভার্জিন ট্রি-তে দেখা যাবে ৷ সেখানে সানি সিং, মৌনী রায় এবং পলক তিওয়ারিও রয়েছেন । অন্যদিকে, আরশাদকে সম্প্রতি মডার্ন লাভ মুম্বইতে দেখা গিয়েছে ৷ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রিমিয়ার হয় এই সিরিজের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.