ETV Bharat / entertainment

Samantha on Fake Stories : 'নাগার বিরুদ্ধে গুজব রটাচ্ছেন তিনি', খবর চোখে পরতেই বিস্ফোরক সামান্থা - Samantha on Fake Stories

প্রাক্তন স্বামী নাগার বিরুদ্ধে তিনিই গুজব রটনা করছেন, এমনটাই দাবি করেছিল একটি অনলাইন বিনোদন পোর্টাল ৷ এবার এই নিয়ে সরাসরি মুখ খুললেন সামান্থা (Samantha Angry on Reports of Defaming Naga Chaitanya)৷

Samantha on Fake Stories
'নাগার বিরুদ্ধে গুজব রটাচ্ছেন তিনি', খবর চোখে পরতেই বিস্ফোরক বয়ান সামান্থার
author img

By

Published : Jun 21, 2022, 4:02 PM IST

হায়দরাবাদ, 21 জুন : প্রাক্তন স্বামীকে নিয়ে ভুয়ো গল্প ছড়াচ্ছেন তিনি ৷ সামান্থা রুথ প্রভুকে নিয়ে এমনই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ সামান্থা এবং নাগা চৈতন্য 2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ চার বছরের বিবাহ বার্ষিকী পূর্ণ হওয়ার ঠিক কয়েকদিন পরেই গতবছর অক্টোবরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের ৷ এরই মাঝে সম্প্রতি একটি অনলাইন বিনোদন পোর্টালে একটি খবর সামনে আসে, যেখানে দাবি করা হয় যে 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেত্রী নিজেই তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন ৷ এই নিয়েই এদিন মুখ খুললেন অভিনেত্রী সামান্থা ৷ তিনি পরিষ্কার জানান, এই সব বাচ্চাদের মত কল্পনা ছেড়ে 'বড় হওয়ার' সময় এসেছে (Samantha Angry on Reports of Defaming Naga Chaitanya) ৷

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "মেয়েদের সম্পর্কে গুজব- তাহলে অবশ্যই সত্য! আর ছেলের নিয়ে গুজব শোনা গেলে তা মেয়েটাই তৈরি করিয়েছে !' গ্রো আপ বয়েস... যারা (এই সম্পর্কে) জড়িত ছিল স্পষ্টতই তারা (সব পিছনে ফেলে) এগিয়ে গিয়েছে...আপনারও এগিয়ে যাওয়া উচিত! কাজে মনোনিবেশ করুন...চলুন সামনে এগিয়ে যাই !"

Samantha on Fake Stories
প্রাক্তন স্বামী নাগার বিরুদ্ধে তিনিই গুজব রটনা করছেন, এমনটাই দাবি করেছিল একটি অনলাইন বিনোদন পোর্টাল ৷ এবার এই নিয়ে সরাসরি মুখ খুললেন সামান্থা

আরও পড়ুন : চিনে নিন দশ বলি সুন্দরীকে যাঁদের সৌন্দর্যের গোপন রহস্য যোগভ্যাস

শুধু এইবছর নয়, গতবছরও এরকমই নানা কুকথার বন্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল সামান্থাকে ৷ তাঁর যন্ত্রণাকে আরও কতখানি কঠিন করে তুলেছিল তা সংবাদমাধ্যমের সামনে তুলেও ধরেছিলেন তিনি ৷ তিনি বলেন, "ওরা বলে আমার অন্য সম্পর্ক ছিল, আমি কখনও সন্তান চাইনি ৷ আমি নাকি একজন সুবিধাবাদী এবং আমি নাকি গর্ভপাত করিয়েছি । একটি বিবাহবিচ্ছেদই একটি অত্যন্ত বেদনাদায়ক প্রক্রিয়া । ব্যক্তিগতভাবে আমার উপর এই আক্রমণ হয়েছে । নিরলস ৷"

হায়দরাবাদ, 21 জুন : প্রাক্তন স্বামীকে নিয়ে ভুয়ো গল্প ছড়াচ্ছেন তিনি ৷ সামান্থা রুথ প্রভুকে নিয়ে এমনই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ সামান্থা এবং নাগা চৈতন্য 2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ চার বছরের বিবাহ বার্ষিকী পূর্ণ হওয়ার ঠিক কয়েকদিন পরেই গতবছর অক্টোবরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের ৷ এরই মাঝে সম্প্রতি একটি অনলাইন বিনোদন পোর্টালে একটি খবর সামনে আসে, যেখানে দাবি করা হয় যে 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেত্রী নিজেই তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন ৷ এই নিয়েই এদিন মুখ খুললেন অভিনেত্রী সামান্থা ৷ তিনি পরিষ্কার জানান, এই সব বাচ্চাদের মত কল্পনা ছেড়ে 'বড় হওয়ার' সময় এসেছে (Samantha Angry on Reports of Defaming Naga Chaitanya) ৷

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "মেয়েদের সম্পর্কে গুজব- তাহলে অবশ্যই সত্য! আর ছেলের নিয়ে গুজব শোনা গেলে তা মেয়েটাই তৈরি করিয়েছে !' গ্রো আপ বয়েস... যারা (এই সম্পর্কে) জড়িত ছিল স্পষ্টতই তারা (সব পিছনে ফেলে) এগিয়ে গিয়েছে...আপনারও এগিয়ে যাওয়া উচিত! কাজে মনোনিবেশ করুন...চলুন সামনে এগিয়ে যাই !"

Samantha on Fake Stories
প্রাক্তন স্বামী নাগার বিরুদ্ধে তিনিই গুজব রটনা করছেন, এমনটাই দাবি করেছিল একটি অনলাইন বিনোদন পোর্টাল ৷ এবার এই নিয়ে সরাসরি মুখ খুললেন সামান্থা

আরও পড়ুন : চিনে নিন দশ বলি সুন্দরীকে যাঁদের সৌন্দর্যের গোপন রহস্য যোগভ্যাস

শুধু এইবছর নয়, গতবছরও এরকমই নানা কুকথার বন্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল সামান্থাকে ৷ তাঁর যন্ত্রণাকে আরও কতখানি কঠিন করে তুলেছিল তা সংবাদমাধ্যমের সামনে তুলেও ধরেছিলেন তিনি ৷ তিনি বলেন, "ওরা বলে আমার অন্য সম্পর্ক ছিল, আমি কখনও সন্তান চাইনি ৷ আমি নাকি একজন সুবিধাবাদী এবং আমি নাকি গর্ভপাত করিয়েছি । একটি বিবাহবিচ্ছেদই একটি অত্যন্ত বেদনাদায়ক প্রক্রিয়া । ব্যক্তিগতভাবে আমার উপর এই আক্রমণ হয়েছে । নিরলস ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.