ETV Bharat / entertainment

Samantha Ruth Prabhu: ‘চে’র ট্যাটু ভ্যানিশ ? সামান্থার নতুন ছবি ঘিরে চর্চা নেটপাড়ায় - নাগা চৈতন্য

সামান্থা রুথ প্রভুর ট্যাটু নিয়ে বেশ চিন্তায় নেটিজেনরা ৷ প্রাক্তন স্বামীর নামের ট্যাটু অভিনেত্রী মুছিয়েছেন নাকি, মেকআপের আড়ালে ঢেকেছেন তা নিয়ে চর্চা সোশাল মিডিয়ায় ৷ তবে সেই দিকে নজর নেই অভিনেত্রীর ৷ মোহময়ী রূপ দিয়ে নেট দুনিয়া কাঁপাচ্ছেন সামান্থা ৷

Etv Bharat
সামান্থার নতুন ছবি ঘিরে চর্চা নেটপাড়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 11:31 AM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: 'খুশি' ছবির সাফল্যে বেশ খুশিতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ তিনি ৷ সম্প্রতি বেশ কয়েকটি শাড়িতে মোহময়ী সামান্থা ছবি শেয়ার করেছেন ৷ যা ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ তবে অনুরাগীদের প্রশ্ন অন্য জায়গায় ৷ সকলের নজর গিয়ে পড়েছে সামান্থার যেখানে ট্যাটু ছিল সেই দিকে ৷ বিচ্ছেদের পর এবার প্রিয় মানুষ চৈতন্যর নামের ট্যাটুকেও বিদায় জানিয়েছেন অভিনেত্রী ৷ প্রমাণ সামান্থার নতুন ছবি ৷

প্রেমের পর নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সামান্থা ৷ মনের মানুষের নাম খোদাই করিয়েছিলেন বক্ষের নীচে পাঁজরের কাছে ৷ ট্যাটু করিয়ে লিখেছিলেন 'চে' ৷ ভালোবাসার সেই সম্পর্ক টেকেনি বেশিদিন ৷ তবে নানা ছবিতে 'চে' ট্যাটু নজরে আসত নেটিজেনদের ৷ দুবাইতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন খুশি অভিনেত্রী ৷ সেই ছবিও তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ আর চমকটা আসে তখনই ৷

সামান্থা যেই ছবিগুলি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়, সেগুলিতে ভ্যানিশ হয়ে গিয়েছে 'চে' ট্যাটু ৷ এখন অনুরাগীরা পড়েছেন ধন্দে ৷ ট্যাটু কি সামান্থা মুছে দিয়েছেন নাকি, মেকআপের মাঝে লুকিয়েছেন, তা বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের ৷ 2019 সালে চৈতন্যর সঙ্গে সম্পর্ক ছিল সামান্থার ৷ তারপর থেকেই ট্যাটু নজরে আসছিল ৷ এমনকী, এপ্রিল মাসে লন্ডনে 'সিটাডেল'-এর প্রিমিয়ারেও তাঁর ট্যাটু নজরে এসেছিল ৷

মজার বিষয়, কিছু মাস আগেই 'আস্ক মি এনিথিং' সেশনে অনুরাগীরে ট্যাটু নিয়ে প্রশ্নের জবাব দিয়েছিলেন অভিনেত্রী ৷ অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, ট্যাটু করার পর কোনও অনুতাপ হয় কি না ? ঘুরিয়ে জবাব দিয়েছিলেন সামান্থা ৷ তিনি বলেন, "তুমি জান, প্রতিদিন আমি নিজেকে বলি কখনও ট্যাটু করানো উচিত নয় ৷ কখনও নয় মানে কখনও নয় ৷"

উল্লেখ্য, সামান্থা মোট তিনটি ট্যাটু করিয়েছেন ৷ যার মধ্যে প্রথমটি হচ্ছে ওয়াইএমসি যা রয়েছে তাঁর ঘাড়ে ৷ 2010 সালে নাগা চৈতন্য-র সঙ্গে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি 'ইয়ে মায়া চেসেভ' ৷ সেই ছবির প্রথম অক্ষরগুলি খোদাই করান তিনি ৷ এরপর দ্বিতীয় ট্যাটু ছিল 'চে' ৷ তৃতীয় ট্যাটুটি রয়েছে ডান হাতে রিস্টের কাছে ৷ সেটা করা হয়েছে নাগা চৈতন্য স্পোর্টস ব্যান্ডের চিহ্ন হিসাবে ৷

আরও পড়ুন: নতুন ছবি 'সিতারে জমিন পর' নিয়ে মুখ খুললেন আমির, প্রযোজনা করছেন ছেলের ছবিতে

সম্প্রতি সম্পর্কের কাঁটাছেড়া থেকে বেরিয়ে নিজের স্বাস্থ্য ও কেরিয়ারের দিকে নজর দিতে ব্যস্ত সামান্থা ৷ ব়্যাক ও ডিকে পরিচালিত' সিটাডেল'-এর ভারতীয় অ্যাডাপশনে দেখা যাবে তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে ৷ প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের চরিত্রে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে ৷

হায়দরাবাদ, 12 অক্টোবর: 'খুশি' ছবির সাফল্যে বেশ খুশিতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ তিনি ৷ সম্প্রতি বেশ কয়েকটি শাড়িতে মোহময়ী সামান্থা ছবি শেয়ার করেছেন ৷ যা ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ তবে অনুরাগীদের প্রশ্ন অন্য জায়গায় ৷ সকলের নজর গিয়ে পড়েছে সামান্থার যেখানে ট্যাটু ছিল সেই দিকে ৷ বিচ্ছেদের পর এবার প্রিয় মানুষ চৈতন্যর নামের ট্যাটুকেও বিদায় জানিয়েছেন অভিনেত্রী ৷ প্রমাণ সামান্থার নতুন ছবি ৷

প্রেমের পর নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সামান্থা ৷ মনের মানুষের নাম খোদাই করিয়েছিলেন বক্ষের নীচে পাঁজরের কাছে ৷ ট্যাটু করিয়ে লিখেছিলেন 'চে' ৷ ভালোবাসার সেই সম্পর্ক টেকেনি বেশিদিন ৷ তবে নানা ছবিতে 'চে' ট্যাটু নজরে আসত নেটিজেনদের ৷ দুবাইতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন খুশি অভিনেত্রী ৷ সেই ছবিও তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ আর চমকটা আসে তখনই ৷

সামান্থা যেই ছবিগুলি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়, সেগুলিতে ভ্যানিশ হয়ে গিয়েছে 'চে' ট্যাটু ৷ এখন অনুরাগীরা পড়েছেন ধন্দে ৷ ট্যাটু কি সামান্থা মুছে দিয়েছেন নাকি, মেকআপের মাঝে লুকিয়েছেন, তা বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের ৷ 2019 সালে চৈতন্যর সঙ্গে সম্পর্ক ছিল সামান্থার ৷ তারপর থেকেই ট্যাটু নজরে আসছিল ৷ এমনকী, এপ্রিল মাসে লন্ডনে 'সিটাডেল'-এর প্রিমিয়ারেও তাঁর ট্যাটু নজরে এসেছিল ৷

মজার বিষয়, কিছু মাস আগেই 'আস্ক মি এনিথিং' সেশনে অনুরাগীরে ট্যাটু নিয়ে প্রশ্নের জবাব দিয়েছিলেন অভিনেত্রী ৷ অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, ট্যাটু করার পর কোনও অনুতাপ হয় কি না ? ঘুরিয়ে জবাব দিয়েছিলেন সামান্থা ৷ তিনি বলেন, "তুমি জান, প্রতিদিন আমি নিজেকে বলি কখনও ট্যাটু করানো উচিত নয় ৷ কখনও নয় মানে কখনও নয় ৷"

উল্লেখ্য, সামান্থা মোট তিনটি ট্যাটু করিয়েছেন ৷ যার মধ্যে প্রথমটি হচ্ছে ওয়াইএমসি যা রয়েছে তাঁর ঘাড়ে ৷ 2010 সালে নাগা চৈতন্য-র সঙ্গে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি 'ইয়ে মায়া চেসেভ' ৷ সেই ছবির প্রথম অক্ষরগুলি খোদাই করান তিনি ৷ এরপর দ্বিতীয় ট্যাটু ছিল 'চে' ৷ তৃতীয় ট্যাটুটি রয়েছে ডান হাতে রিস্টের কাছে ৷ সেটা করা হয়েছে নাগা চৈতন্য স্পোর্টস ব্যান্ডের চিহ্ন হিসাবে ৷

আরও পড়ুন: নতুন ছবি 'সিতারে জমিন পর' নিয়ে মুখ খুললেন আমির, প্রযোজনা করছেন ছেলের ছবিতে

সম্প্রতি সম্পর্কের কাঁটাছেড়া থেকে বেরিয়ে নিজের স্বাস্থ্য ও কেরিয়ারের দিকে নজর দিতে ব্যস্ত সামান্থা ৷ ব়্যাক ও ডিকে পরিচালিত' সিটাডেল'-এর ভারতীয় অ্যাডাপশনে দেখা যাবে তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে ৷ প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের চরিত্রে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.