ETV Bharat / entertainment

Salman-Shah Rukh New Movie: 27 বছর পর ফের বড়পর্দায় করণ-অর্জুন, স্ক্রিনশেয়ার করতে চলেছেন সলমন-শাহরুখ - Salman Shah Rukh New Movie

আদিত্য চোপড়ার হাত ধরে 27 বছর পর ফের একবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন সলমন-শাহরুখ (Salman Khan and Shah Rukh Khan Team up With Aditya Chopra)৷ শেষ তাঁরা কাজ করেছিলেন 1995 সালে 'করণ-অর্জুন' ছবিতে ৷

Salman-Shah Rukh New Movie
27 বছর পর ফের একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন সলমন-শাহরুখ
author img

By

Published : Jul 5, 2022, 11:17 AM IST

মুম্বই, 5 জুলাই: বলিউডের 'করণ-অর্জুন' অর্থাৎ শাহরুখ-সলমন ফ্যানেদের সুন্দর একটি খবর সামনে এসেছে ৷ বলি পাড়ায় ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে যে এবার বলিউডের বাদশা এবং ভাইজান একসঙ্গে বড় সারপ্রাইজ দিতে চলেছেন অনুরাগীদের ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্দায় করণ-অর্জুন চরিত্রে অভিনয়ের পর এতদিন পর্যন্ত একে অপরের ছবিতে ক্যামিও অ্যাপিয়ারেন্স করেছেন শাহরুখ খান এবং সলমন খান ৷ তবে এবার ফের একবার একসঙ্গে লম্বা সময়ের জন্য স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা (Salman Khan and Shah Rukh Khan Team up With Aditya Chopra)৷

এই দুই সুপারস্টারকে এক ছাতার তলায় আনবেন কারা ? খবর বলছে, যশ রাজ ফিল্মস-এর ব্যানারে আদিত্য চোপড়া এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ৷ তাঁর হাত ধরেই আবার স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে বলিউডের করণ-অর্জুনকে ৷ এই রিপোর্ট সত্যি হলে 27 বছর পরে একসঙ্গে আবার একসঙ্গে রূপোলি পর্দা মাতাতে চলেছেন শাহরুখ-সলমন ৷ শেষ তাঁরা কাজ করেছিলেন 1995 সালে ৷ খবর অনুযায়ী পুরোপুরি অ্যাকশন-ড্রামা হতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: রুপোলি ছটায় চোখ ফেরানো দায়, এই বলি সুন্দরীদের দেখলে হৃদস্পন্দন বাড়বে আপনারও

এই মুহূর্তে বেশ কিছু ছবি রয়েছে সলমন এবং শাহরুখের হাতে ৷ শাহরুখের হাতে যেমন রয়েছে 'পাঠান' এবং 'জওয়ান' তেমনই আবার অন্যদিকে রাজকুমার হিরানির সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তাঁর সঙ্গে 'ডাঙ্কি' ছবিতে কাজ করবেন কিং খান ৷ অন্যদিকে ভাইজান এখন ব্যস্ত তাঁর 'কভি ঈদ কভি দিওয়ালি' ছবির শ্যুটিং নিয়ে ৷ এছাড়াও তাঁর আসন্ন ছবির তালিকায় রয়েছে 'টাইগার 3' এবং 'নো এন্ট্রি মে এন্ট্রি'-র মত ছবিগুলি ৷

মুম্বই, 5 জুলাই: বলিউডের 'করণ-অর্জুন' অর্থাৎ শাহরুখ-সলমন ফ্যানেদের সুন্দর একটি খবর সামনে এসেছে ৷ বলি পাড়ায় ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে যে এবার বলিউডের বাদশা এবং ভাইজান একসঙ্গে বড় সারপ্রাইজ দিতে চলেছেন অনুরাগীদের ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্দায় করণ-অর্জুন চরিত্রে অভিনয়ের পর এতদিন পর্যন্ত একে অপরের ছবিতে ক্যামিও অ্যাপিয়ারেন্স করেছেন শাহরুখ খান এবং সলমন খান ৷ তবে এবার ফের একবার একসঙ্গে লম্বা সময়ের জন্য স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা (Salman Khan and Shah Rukh Khan Team up With Aditya Chopra)৷

এই দুই সুপারস্টারকে এক ছাতার তলায় আনবেন কারা ? খবর বলছে, যশ রাজ ফিল্মস-এর ব্যানারে আদিত্য চোপড়া এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ৷ তাঁর হাত ধরেই আবার স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে বলিউডের করণ-অর্জুনকে ৷ এই রিপোর্ট সত্যি হলে 27 বছর পরে একসঙ্গে আবার একসঙ্গে রূপোলি পর্দা মাতাতে চলেছেন শাহরুখ-সলমন ৷ শেষ তাঁরা কাজ করেছিলেন 1995 সালে ৷ খবর অনুযায়ী পুরোপুরি অ্যাকশন-ড্রামা হতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: রুপোলি ছটায় চোখ ফেরানো দায়, এই বলি সুন্দরীদের দেখলে হৃদস্পন্দন বাড়বে আপনারও

এই মুহূর্তে বেশ কিছু ছবি রয়েছে সলমন এবং শাহরুখের হাতে ৷ শাহরুখের হাতে যেমন রয়েছে 'পাঠান' এবং 'জওয়ান' তেমনই আবার অন্যদিকে রাজকুমার হিরানির সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তাঁর সঙ্গে 'ডাঙ্কি' ছবিতে কাজ করবেন কিং খান ৷ অন্যদিকে ভাইজান এখন ব্যস্ত তাঁর 'কভি ঈদ কভি দিওয়ালি' ছবির শ্যুটিং নিয়ে ৷ এছাড়াও তাঁর আসন্ন ছবির তালিকায় রয়েছে 'টাইগার 3' এবং 'নো এন্ট্রি মে এন্ট্রি'-র মত ছবিগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.