ETV Bharat / entertainment

মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি - প্রশান্ত নীল

Salaar Part 1 Ceasefire trailer: মুক্তির আগেই রেকর্ড তৈরি করল প্রভাস-প্রশান্ত নীলের জুটি ৷ 24 ঘণ্টায় 116 মিলিয়ন দর্শক দেখে ফেলে 'সালার' ট্রেলার ৷ যা তৈরি করেছে রেকর্ড ৷

Etv Bharat
মুক্তির আগেই রেকর্ড তৈরি করল 'সালার'
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 2:50 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: পাওয়ার-প্যাকড টিজার দিয়ে আগেই দর্শক মহলে উত্তেনার পারদ চড়িয়েছিল 'সালার পার্ট 1 সিজফায়ার' ৷ এরপর বহু প্রতীক্ষিত ট্রেলার সামনে আসে শুক্রবার সন্ধেয় ৷ 'কেজিএফ'-খ্যাত পরিচালক প্রশান্ত নীল এবারও দর্শকদের নিরাশ করেননি ৷ 'ওয়ানম্যান আর্মি' প্রভাসকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷ 24 ঘণ্টায় 116 মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন 'সালার' ট্রেলার ৷ ফলে মুক্তির আগেই রেকর্ড তৈরি করল এই ছবি ৷

হোমবেল প্রযোজনা সংস্থার তরফ থেকে এই তথ্য শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে বলা হয়েছে, "ওয়ান ম্যান আর্মি ৷ সালার ট্রেলার ইউটিউবে সব রেকর্ড ভেঙে দিয়েছে ৷ 24 ঘণ্টায় ট্রেলার দেখেছেন 116 মিলিয়ন দর্শক, লাইকস পেয়েছে 2.7 মিলিয়ন ৷" এই প্রতিক্রিয়া আরও একবার বুঝিয়ে দিয়েছে অভিনেতার প্রতি দর্শকদের ভালোবাসা কতটা ৷ পাশাপাশি প্রশান্ত নীলের পরিচালনাতেও দর্শকদের আস্থা অটুট, সেটা স্পষ্ট ৷

একদিকে 'কেজিএফ' 1 এবং 2 বানিয়ে দর্শক দরবারে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন পরিচালক প্রশান্ত নীল ৷ অন্ধকার দুনিয়া ও অ্যাকশনের মিশ্রণে ভরপুর বিনোদনের রসদ জুগিয়ে গিয়েছেন পরিচালক ৷ ফলে একদিকে তিনি অন্যদিকে বাহুবলী-খ্যাত অভিনেতা প্রভাস দুজনে মিলে রূপোলি পর্দায় তৈরি করতে চলেছেন ম্যাজিক ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমরন, শ্রুতি হাসান ও জগপতি বাবু-সহ আরও অনেককে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, একইদিনে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির 'ডাঙ্কি' ৷ উল্লেখ্য, 'ডাঙ্কি'র টিজারের থেকে বেশি 'সালার' ছবির টিজার দর্শকমনে বেশি ছাপ ফেলেছে ভিউজের নিরিখে ৷ ইউটিউবে 24 ঘণ্টায় মোস্ট ভিউড ইন্ডিয়ান টিজারের তালিকায় 5 নম্বরে জায়গা করে নিয়েছে প্রভাসের 'সালার' ৷ টিজারেই 83 মিলিয়ন দর্শক কেড়ে নেন প্রভাস ৷ সেই প্রভাব পড়ল ট্রেলারেও ৷ ভিন্ন লুকে প্রভাসকে দেখে উত্তেজিত অনুরাগীরা ৷

আরও পড়ুন:

1. 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক সচিন, ভিকির অভিনয় দেখে মুগ্ধ 'ক্রিকেটঈশ্বর'

2. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

3. রাজনীতির ময়দানে নামবেন ? সোশাল মিডিয়ায় স্পষ্ট জবাব কঙ্গনার

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: পাওয়ার-প্যাকড টিজার দিয়ে আগেই দর্শক মহলে উত্তেনার পারদ চড়িয়েছিল 'সালার পার্ট 1 সিজফায়ার' ৷ এরপর বহু প্রতীক্ষিত ট্রেলার সামনে আসে শুক্রবার সন্ধেয় ৷ 'কেজিএফ'-খ্যাত পরিচালক প্রশান্ত নীল এবারও দর্শকদের নিরাশ করেননি ৷ 'ওয়ানম্যান আর্মি' প্রভাসকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷ 24 ঘণ্টায় 116 মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন 'সালার' ট্রেলার ৷ ফলে মুক্তির আগেই রেকর্ড তৈরি করল এই ছবি ৷

হোমবেল প্রযোজনা সংস্থার তরফ থেকে এই তথ্য শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে বলা হয়েছে, "ওয়ান ম্যান আর্মি ৷ সালার ট্রেলার ইউটিউবে সব রেকর্ড ভেঙে দিয়েছে ৷ 24 ঘণ্টায় ট্রেলার দেখেছেন 116 মিলিয়ন দর্শক, লাইকস পেয়েছে 2.7 মিলিয়ন ৷" এই প্রতিক্রিয়া আরও একবার বুঝিয়ে দিয়েছে অভিনেতার প্রতি দর্শকদের ভালোবাসা কতটা ৷ পাশাপাশি প্রশান্ত নীলের পরিচালনাতেও দর্শকদের আস্থা অটুট, সেটা স্পষ্ট ৷

একদিকে 'কেজিএফ' 1 এবং 2 বানিয়ে দর্শক দরবারে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন পরিচালক প্রশান্ত নীল ৷ অন্ধকার দুনিয়া ও অ্যাকশনের মিশ্রণে ভরপুর বিনোদনের রসদ জুগিয়ে গিয়েছেন পরিচালক ৷ ফলে একদিকে তিনি অন্যদিকে বাহুবলী-খ্যাত অভিনেতা প্রভাস দুজনে মিলে রূপোলি পর্দায় তৈরি করতে চলেছেন ম্যাজিক ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমরন, শ্রুতি হাসান ও জগপতি বাবু-সহ আরও অনেককে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, একইদিনে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির 'ডাঙ্কি' ৷ উল্লেখ্য, 'ডাঙ্কি'র টিজারের থেকে বেশি 'সালার' ছবির টিজার দর্শকমনে বেশি ছাপ ফেলেছে ভিউজের নিরিখে ৷ ইউটিউবে 24 ঘণ্টায় মোস্ট ভিউড ইন্ডিয়ান টিজারের তালিকায় 5 নম্বরে জায়গা করে নিয়েছে প্রভাসের 'সালার' ৷ টিজারেই 83 মিলিয়ন দর্শক কেড়ে নেন প্রভাস ৷ সেই প্রভাব পড়ল ট্রেলারেও ৷ ভিন্ন লুকে প্রভাসকে দেখে উত্তেজিত অনুরাগীরা ৷

আরও পড়ুন:

1. 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক সচিন, ভিকির অভিনয় দেখে মুগ্ধ 'ক্রিকেটঈশ্বর'

2. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

3. রাজনীতির ময়দানে নামবেন ? সোশাল মিডিয়ায় স্পষ্ট জবাব কঙ্গনার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.