ETV Bharat / entertainment

Saif Ali Khan Gets Trolled: 'রাবণ নাকি খিলজি!', 'আদিপুরুষ-এর টিজার সামনে আসতেই ট্রলের মুখে দশাননরূপী সইফ - Netizens call Saif Ali Khan Khilji

সম্প্রতি মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ছবি 'আদিপুরুষ'-এর টিজার। দশানন রাবন রূপী সইফকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং(Saif Ali Khan Raavan Look ) ৷

Saif Ali Khan Gets Trolled
'রাবণ নাকি খিলজি!', 'আদিপুরুষ;-এর টিজার সামনে আসতেই ট্রোলের মুখে দশানন রূপী সইফ
author img

By

Published : Oct 4, 2022, 1:15 PM IST

মুম্বই, 4 অক্টোবর: সম্প্রতি মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ছবি 'আদিপুরুষ'-এর টিজার। ছবিতে রামের ভূমিকায় দেখা যাচ্ছে দক্ষিণী অভিনেতা প্রভাসকে। সীতার ভূমিকায় রয়েছেন কৃতি শ্যানন । আর এই ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে ৷ টিজারে স্বাভাবিকভাবেই সামনে এসেছে রাম, সীতা এবং রাবণের প্রথম লুক ৷ আর তারপর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে ট্রলিং (Saif Ali Khan Raavan Look)৷

সবচেয়ে বেশি ট্রোলড হচ্ছেন রাবণরূপী সইফ আলি খান (Saif Ali Khan gets trolled over his Raavan Look)৷ নেটিজেনদের অনেকেরই বক্তব্য সইফকে রাবণ নয়, আলাউদ্দিন খিলজির মতোই বেশি দেখতে লাগছে ( Netizens call Saif Ali Khan Khilji) ৷ তাঁর এই নয়া লুকের জন্য স্পাইক হেয়ারস্টাইল, লম্বা দাড়ি, চোখে মাসকারা দিয়ে সাজানো হয়েছে সইফ আলি খানকে ৷ তা দেখে একজন নেটিজেন লেখেন, "সত্যি? রাবণের নাম কি পরিবর্তন করে রিজওয়ান রাখা হয়েছে(Saif Ali Khan) ?"

ভক্তদের ট্রোলিং চলেছে পুষ্পক রথ নিয়েও ৷ পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ'কে হলিউড ছবি 'গেম অফ থ্রোনস'-এর সঙ্গে তুলনা করেছেন অনেকেই । সইফকে এখানে দেখা গিয়েছে ভয়ংকর এক জন্তুর ওপর চড়ে আকাশ সফর করতে ৷ নেটিজেনদের অনেকেই বলছেন পুষ্পক রথ কী আদৌ এমন ছিল? রামায়ণের গল্পকে যেভাবে তুলে ধরা হয়েছে এই ছবির টিজারে তা দেখে ক্ষোভে ফেটে পড়েছে নেট মাধ্যম ৷ এই ছবির বাজেটও যথেষ্ট বেশি ৷ 500 কোটি টাকা ব্যয়ে তৈরি এই ছবির টিজার দেখে সত্যিই ক্ষুব্ধ ভক্তরা ৷

আরও পড়ুন: ঢিলেঢালা আরামদায়ক পোশাকই নয়া স্টাইল স্টেটমেন্ট হবু মা আলিয়ার

প্রভাস এবং কৃতির লুক নিয়েও ট্রল করেছেন অনেকেই ৷ তবে সব থেকে বেশি ট্রলিংয়ের শিকার হতে হচ্ছে সইফকেই ৷ ওম রাউত পরিচালিত এই ছবিটি টি-সিরিজের ব্যানারে মুক্তি পেতে চলেছে আগামী বছরের 12 জানুয়ারি ৷ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

মুম্বই, 4 অক্টোবর: সম্প্রতি মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ছবি 'আদিপুরুষ'-এর টিজার। ছবিতে রামের ভূমিকায় দেখা যাচ্ছে দক্ষিণী অভিনেতা প্রভাসকে। সীতার ভূমিকায় রয়েছেন কৃতি শ্যানন । আর এই ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে ৷ টিজারে স্বাভাবিকভাবেই সামনে এসেছে রাম, সীতা এবং রাবণের প্রথম লুক ৷ আর তারপর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে ট্রলিং (Saif Ali Khan Raavan Look)৷

সবচেয়ে বেশি ট্রোলড হচ্ছেন রাবণরূপী সইফ আলি খান (Saif Ali Khan gets trolled over his Raavan Look)৷ নেটিজেনদের অনেকেরই বক্তব্য সইফকে রাবণ নয়, আলাউদ্দিন খিলজির মতোই বেশি দেখতে লাগছে ( Netizens call Saif Ali Khan Khilji) ৷ তাঁর এই নয়া লুকের জন্য স্পাইক হেয়ারস্টাইল, লম্বা দাড়ি, চোখে মাসকারা দিয়ে সাজানো হয়েছে সইফ আলি খানকে ৷ তা দেখে একজন নেটিজেন লেখেন, "সত্যি? রাবণের নাম কি পরিবর্তন করে রিজওয়ান রাখা হয়েছে(Saif Ali Khan) ?"

ভক্তদের ট্রোলিং চলেছে পুষ্পক রথ নিয়েও ৷ পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ'কে হলিউড ছবি 'গেম অফ থ্রোনস'-এর সঙ্গে তুলনা করেছেন অনেকেই । সইফকে এখানে দেখা গিয়েছে ভয়ংকর এক জন্তুর ওপর চড়ে আকাশ সফর করতে ৷ নেটিজেনদের অনেকেই বলছেন পুষ্পক রথ কী আদৌ এমন ছিল? রামায়ণের গল্পকে যেভাবে তুলে ধরা হয়েছে এই ছবির টিজারে তা দেখে ক্ষোভে ফেটে পড়েছে নেট মাধ্যম ৷ এই ছবির বাজেটও যথেষ্ট বেশি ৷ 500 কোটি টাকা ব্যয়ে তৈরি এই ছবির টিজার দেখে সত্যিই ক্ষুব্ধ ভক্তরা ৷

আরও পড়ুন: ঢিলেঢালা আরামদায়ক পোশাকই নয়া স্টাইল স্টেটমেন্ট হবু মা আলিয়ার

প্রভাস এবং কৃতির লুক নিয়েও ট্রল করেছেন অনেকেই ৷ তবে সব থেকে বেশি ট্রলিংয়ের শিকার হতে হচ্ছে সইফকেই ৷ ওম রাউত পরিচালিত এই ছবিটি টি-সিরিজের ব্যানারে মুক্তি পেতে চলেছে আগামী বছরের 12 জানুয়ারি ৷ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.