ETV Bharat / entertainment

সিলভার স্ক্রিনে পা রাখলেন বিটাউনের 'স্টারকিড'রা, কেমন ছিল সেই জার্নি, ফিরে দেখা 2023 - Year Ender 2023

Year-Ender 2023: চলতি বছর বলিউড স্টারকিডদের জন্য উল্লেখ্যযোগ্য একটা বছর ৷ তারকা-বাবা-মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে আজ তাঁরা নিজেরাই সেলেব ৷ একনজরে দেখে নেওয়া যাক, 2023-এ কোন কোন স্টারকিড শুরু করেছেন বি-টাউনের জার্নি ৷

Year-Ender 2023
স্টার কিডদের বলিউড জার্নি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:04 AM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বিনোদন ইন্ডাষ্ট্রিতে 2023 বছরটা বেশ ভালোই কেটেছে জনপ্রিয় তারকাদের ৷ বক্সঅফিস কালেকশন থেকে মনের মানুষের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সুন্দর ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী ৷ ঘটনাবহুল সিনে দুনিয়ায় এই বছরটা তারকা সন্তানদের জন্যও ছিল বেশ গুরুত্বপূর্ণ ৷ শাহরুখ-গৌরি কন্যা সুহানা খান থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা, শ্রীদেবী-বনি কন্যা খুশি কাপুর সকলেই সিনেপর্দায় জার্নি শুরু করেছেন ৷ বছর শেষে একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন তারকা সন্তান পা রাখলেন সিলভার স্ক্রিনে৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুহানা খান- জোয়া আখতারের 'দ্য আর্চিস' শুরু থেকেই ছিল চর্চায় ৷ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবিতে জোয়া পরিচয় করিয়েছেন এক ঝাঁক তারকা সন্তানের অভিনয় সত্ত্বার সঙ্গে ৷ তারমধ্য়ে অবশ্যই বলতে হয় শাহরুখ-গৌরির কন্যা সুহানা খানের নাম ৷ ভেরোনিকার চরিত্রে সুহানার অভিনয় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক ও নেটিজেনদের ৷

খুশি কাপুর- খুশি কাপুরকে দর্শক পেয়েছে বেটি কুপারের চরিত্রে ৷ 'দ্য আর্চিস' ছবি অভিনেত্রী হিসাবে পরিচিতি দিয়েছে শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকে ৷ 'ধড়ক' ছবি দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন খুশির দিদি জাহ্নবী কাপুর ৷ সেই ছবি বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷ তবে খুশি ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে শুরু করলে্ন সিনেপর্দার জার্নি ৷

অগস্ত্যা নন্দা- জোয়া আখতারেতর মিউজিক্যাল কমেডি দ্য আর্চিস পরিচয় করিয়েছে আরও এক স্টারকিডের সঙ্গে ৷ তিনি হলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা ৷ শ্বেতা বচ্চন ফিল্মি দুনিয়া থেকে দূরে থাকলেও দাদু অমিতাভ বচ্চনের দেখানো পথেই পা বাড়ান অগস্ত্যা ৷ 'দ্য আর্চিস' ছবিতে অগস্ত্যার অভিনয় প্রশংসিত হয় সিনে দরবারে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আলিজেহ অগ্নিহোত্রী- 2023 সালে তারকা সন্তানদের তালিকায় উঠে আসে আরও এক নাম, যিনি বলিউডে ডেবিউ করেন এবং প্রশংসিতও হন ৷ তিনি সলমন খানের ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রী ৷ 24 নভেম্বর মুক্তি পায় সৌমেন্দ্র পাধি পরিচালিত ফাররে ৷ সুন্দরী অভিনেত্রীর তালিকায় ঢুকে পড়েন এই অভিনেত্রী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রাজবীর দেওল- 2023 বছরটা দেওল পরিবারের কাছে দুর্দান্ত একটা বছর ৷ ধর্মেন্দ্র অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানি আসে চর্চায় ৷ সানি দেওলের 'গদর 2' বক্সঅফিসে আলোড়ন ফেলে ৷ ববি দেওল অভিনীত অ্যানিম্যাল দুদার্ন্ত সাফল্য পায় ৷ প্রশংসিত হয় ববির অভিনয়ও ৷ আর এই বছরেই বড় পর্দায় আর্বিভাব হয় সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের ৷ সুরেশ বারজাতিয়ার ছেলে অবিনাশ বরজাতিয়া পরিচালিত 'দোনো' ছবির হাত ধরে বিটাউনে পা রাখেন রাজবীর দেওল ৷

পালোমা ধিলন- 'দোনো' ছবি শুধুমাত্র রাজবীরের ডেবিউ ছবি নয়, এই ছবিতে জনপ্রিয় অভিনেত্রী পুনম ধিলনের মেয়ে পালোমা ধিলনও সিনেজার্নি শুরু করেন ৷ পালোমার অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ অনেক অনুরাগী আবার প্রশংসা করে দাবি করেন, পালোমার অভিনয় মনে করিয়ে দেয় পুনম ধিলনের কথাও ৷

পালক তিওয়ারি- সোশাল মিডিয়ায় তাঁর লাখো ফলোয়ার ৷ মায়ের মতোই তিনি নেট দুনিয়ায় সেনসেশনাল ৷ শ্বেতা তিওয়ারির মেয়ে পালক তিওয়ারি ৷ তাঁকে প্রথমবার দেখা যায় সলমন খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে ৷ সলমনের ছবি দিয়ে বিটাউনে কেরিয়ার শুরু করা একজন উঠতি অভিনেত্রীর কেরিয়ারগ্রাফে বড় ভূমিকা রাখে ৷ 2023 বছরটা ভালোই কেটেছে উঠতি তারকা সন্তানদের ৷ নতুন বছর অর্থাৎ 2024-এও কি সেই জার্নি অটুট থাকবে, দেখাই যাক৷

আরও পড়ুন

1. দেড় দশক আগে শুরু হলেছিল 'সালার' কাহিনী! 'ডাঙ্কি'র ভিড়ে বক্সঅফিসে ঘুরে দাঁড়ানোর লড়াই প্রভাসের

2. কারও কাছে 'ব্লকব্লাস্টার' আবার অনেকেই 'হতাশ', 'ডাঙ্কি' ঘিরে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

3. 29 বছরের ছোট নায়িকার সঙ্গে বৈবাহিক ধর্ষণের দৃশ্য, 'অ্যানিম্যাল' ছবির পাশবিক অধ্যায় নিয়ে নীরবতা ভাঙলেন ববি

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বিনোদন ইন্ডাষ্ট্রিতে 2023 বছরটা বেশ ভালোই কেটেছে জনপ্রিয় তারকাদের ৷ বক্সঅফিস কালেকশন থেকে মনের মানুষের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সুন্দর ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী ৷ ঘটনাবহুল সিনে দুনিয়ায় এই বছরটা তারকা সন্তানদের জন্যও ছিল বেশ গুরুত্বপূর্ণ ৷ শাহরুখ-গৌরি কন্যা সুহানা খান থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা, শ্রীদেবী-বনি কন্যা খুশি কাপুর সকলেই সিনেপর্দায় জার্নি শুরু করেছেন ৷ বছর শেষে একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন তারকা সন্তান পা রাখলেন সিলভার স্ক্রিনে৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুহানা খান- জোয়া আখতারের 'দ্য আর্চিস' শুরু থেকেই ছিল চর্চায় ৷ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবিতে জোয়া পরিচয় করিয়েছেন এক ঝাঁক তারকা সন্তানের অভিনয় সত্ত্বার সঙ্গে ৷ তারমধ্য়ে অবশ্যই বলতে হয় শাহরুখ-গৌরির কন্যা সুহানা খানের নাম ৷ ভেরোনিকার চরিত্রে সুহানার অভিনয় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক ও নেটিজেনদের ৷

খুশি কাপুর- খুশি কাপুরকে দর্শক পেয়েছে বেটি কুপারের চরিত্রে ৷ 'দ্য আর্চিস' ছবি অভিনেত্রী হিসাবে পরিচিতি দিয়েছে শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকে ৷ 'ধড়ক' ছবি দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন খুশির দিদি জাহ্নবী কাপুর ৷ সেই ছবি বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷ তবে খুশি ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে শুরু করলে্ন সিনেপর্দার জার্নি ৷

অগস্ত্যা নন্দা- জোয়া আখতারেতর মিউজিক্যাল কমেডি দ্য আর্চিস পরিচয় করিয়েছে আরও এক স্টারকিডের সঙ্গে ৷ তিনি হলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা ৷ শ্বেতা বচ্চন ফিল্মি দুনিয়া থেকে দূরে থাকলেও দাদু অমিতাভ বচ্চনের দেখানো পথেই পা বাড়ান অগস্ত্যা ৷ 'দ্য আর্চিস' ছবিতে অগস্ত্যার অভিনয় প্রশংসিত হয় সিনে দরবারে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আলিজেহ অগ্নিহোত্রী- 2023 সালে তারকা সন্তানদের তালিকায় উঠে আসে আরও এক নাম, যিনি বলিউডে ডেবিউ করেন এবং প্রশংসিতও হন ৷ তিনি সলমন খানের ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রী ৷ 24 নভেম্বর মুক্তি পায় সৌমেন্দ্র পাধি পরিচালিত ফাররে ৷ সুন্দরী অভিনেত্রীর তালিকায় ঢুকে পড়েন এই অভিনেত্রী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রাজবীর দেওল- 2023 বছরটা দেওল পরিবারের কাছে দুর্দান্ত একটা বছর ৷ ধর্মেন্দ্র অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানি আসে চর্চায় ৷ সানি দেওলের 'গদর 2' বক্সঅফিসে আলোড়ন ফেলে ৷ ববি দেওল অভিনীত অ্যানিম্যাল দুদার্ন্ত সাফল্য পায় ৷ প্রশংসিত হয় ববির অভিনয়ও ৷ আর এই বছরেই বড় পর্দায় আর্বিভাব হয় সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের ৷ সুরেশ বারজাতিয়ার ছেলে অবিনাশ বরজাতিয়া পরিচালিত 'দোনো' ছবির হাত ধরে বিটাউনে পা রাখেন রাজবীর দেওল ৷

পালোমা ধিলন- 'দোনো' ছবি শুধুমাত্র রাজবীরের ডেবিউ ছবি নয়, এই ছবিতে জনপ্রিয় অভিনেত্রী পুনম ধিলনের মেয়ে পালোমা ধিলনও সিনেজার্নি শুরু করেন ৷ পালোমার অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ অনেক অনুরাগী আবার প্রশংসা করে দাবি করেন, পালোমার অভিনয় মনে করিয়ে দেয় পুনম ধিলনের কথাও ৷

পালক তিওয়ারি- সোশাল মিডিয়ায় তাঁর লাখো ফলোয়ার ৷ মায়ের মতোই তিনি নেট দুনিয়ায় সেনসেশনাল ৷ শ্বেতা তিওয়ারির মেয়ে পালক তিওয়ারি ৷ তাঁকে প্রথমবার দেখা যায় সলমন খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে ৷ সলমনের ছবি দিয়ে বিটাউনে কেরিয়ার শুরু করা একজন উঠতি অভিনেত্রীর কেরিয়ারগ্রাফে বড় ভূমিকা রাখে ৷ 2023 বছরটা ভালোই কেটেছে উঠতি তারকা সন্তানদের ৷ নতুন বছর অর্থাৎ 2024-এও কি সেই জার্নি অটুট থাকবে, দেখাই যাক৷

আরও পড়ুন

1. দেড় দশক আগে শুরু হলেছিল 'সালার' কাহিনী! 'ডাঙ্কি'র ভিড়ে বক্সঅফিসে ঘুরে দাঁড়ানোর লড়াই প্রভাসের

2. কারও কাছে 'ব্লকব্লাস্টার' আবার অনেকেই 'হতাশ', 'ডাঙ্কি' ঘিরে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

3. 29 বছরের ছোট নায়িকার সঙ্গে বৈবাহিক ধর্ষণের দৃশ্য, 'অ্যানিম্যাল' ছবির পাশবিক অধ্যায় নিয়ে নীরবতা ভাঙলেন ববি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.