ETV Bharat / entertainment

Sabyasachi Aindrila Relationship: পা ছুঁয়ে প্রণাম, আবেগঘন চুম্বনও, অনুরাগীদের কাঁদাল সব্যসাচীর শেষ বিদায় - Sabyasachi Aindrila Relation

প্রথমে প্রণাম এবং তারপর পায়ে চুম্বন করে প্রিয়তমা ঐন্দিলাকে চিরবিদায় জানালেন সব্যসাচী(Sabyasachi Aindrila Relationship) ৷ চোখে জল নেটপাড়ার ৷

Sabyasachi Aindrila Relationship
প্রণামে-চুম্বনে মেশা...প্রিয়া ঐন্দ্রিলাকে বিদায় দিলেন নায়ক
author img

By

Published : Nov 21, 2022, 10:45 AM IST

Updated : Nov 21, 2022, 12:01 PM IST

কলকাতা, 21 নভেম্বর: গ্রীক ট্র্যাজেডির এক করুণ মঞ্চায়ন রবিবার দেখল কলকাতাবাসী ৷ চোখে জল নিয়ে 24 বছর বয়সি এক লড়াকু তরুণীকে বিদায় জানাতে এসে এক সর্বহারা নায়ককেও আবিস্কার করল তিলত্তমা ৷ ট্র্যাজেডির মহা নায়কের মতোই যিনি নিয়তির বিরুদ্ধে লড়ে গিয়েছেন অবিরাম ৷ পরাজয় অবশ্য়াম্ভাবী জেনেও যিনি লড়াইয়ের ময়দান ছাড়তে জানেন না সেই মানুষটি এদিন চোখের জলে বিদায় জানালেন তাঁর প্রিয়াকে ৷আর তা দেখে কাঁদল গোটা বাংলা (Sabyasachi Aindrila Relation) ৷

নভেম্বরের 1 তারিখ যখন ফের ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি হন, তখন একটুও দমে যাননি সব্যসাচী (Sabyasachi Aindrila Relationship) ৷ ফেসবুকে তিনি লিখেছিলেন, "নিজে হাতে নিয়ে এসেছিলাম । নিজে হাতেই ওকে ফিরিয়ে নিয়ে যাব ৷" রিল লাইফের নায়ক রিয়েল লাইফে লড়ছিলেন তাঁর কাছের মানুষটিকে আরও কিছুদিন কাছে রাখার জন্য় ৷ এর মাঝে যখন ঐন্দ্রিলার মৃত্যুর ভুয়ো খবরে সরগরম হয়ে উঠেছিল নেটপাড়া ৷ গর্জে উঠেছিলেন তাঁর লড়াইয়ের সঙ্গী ৷ লিখেছিলেন, "ওকে আর একটু থাকতে দাও ৷ এসব লেখার সময় অনেক পাবে ৷"

হয়ত মনে মনে তিনিও জানতেন এ লড়াই অসম ৷ তবে যুদ্ধের মাটি ছাড়তে ছিলেন নারাজ ৷ কিন্তু ক্যানসার জয়ী অভিনেত্রী এবার আর পারলেন না ৷ পরপর কার্ডিয়াক অ্যারেস্টের কাছে ফিকে হয়েছে বেঁচে থাকার সব স্বপ্ন ৷ রবিবার শেষ হয়ে গেল শেষ কয়েকদিনের টানা সংগ্রাম ৷ ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নেন সব্যসাচীও ৷

তবে কলকাতাবাসীর মনে চিরতরে রয়ে গেল এর পরের একটি ঘটনা ৷ সময়টা রবিবারের বিকেল ৷ আর কিছুক্ষণের মধ্যেই চিতায় যখন বিলীন হয়ে যাবেন তাঁর কাছের মানুষটি ৷ তার আগে ঐন্দ্রিলাকে শেষবার ছুঁয়ে দেখলেন তিনি (Sabyasachi kisses the Feet of Aindrila at her last rites)৷ কপালে পরিয়ে দিলেন চন্দন ৷ প্রথমে প্রণাম এবং তারপর পায়ে চুম্বন করে চিরবিদায় জানালেন প্রিয়তমাকে ৷ নেটমাধ্যমে এখন ভাইরাল সেই ভিডিয়ো ৷ এমন ভিডিয়ো নেটিজেনদের চোখেও জল এনে দিয়েছে ৷ সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম ছুঁয়ে গিয়েছে আপামর জনতার হৃদয় ৷

আরও পড়ুন: ভিডিয়ো অ্যালবামে ইমনের গানে নাচলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতা, 21 নভেম্বর: গ্রীক ট্র্যাজেডির এক করুণ মঞ্চায়ন রবিবার দেখল কলকাতাবাসী ৷ চোখে জল নিয়ে 24 বছর বয়সি এক লড়াকু তরুণীকে বিদায় জানাতে এসে এক সর্বহারা নায়ককেও আবিস্কার করল তিলত্তমা ৷ ট্র্যাজেডির মহা নায়কের মতোই যিনি নিয়তির বিরুদ্ধে লড়ে গিয়েছেন অবিরাম ৷ পরাজয় অবশ্য়াম্ভাবী জেনেও যিনি লড়াইয়ের ময়দান ছাড়তে জানেন না সেই মানুষটি এদিন চোখের জলে বিদায় জানালেন তাঁর প্রিয়াকে ৷আর তা দেখে কাঁদল গোটা বাংলা (Sabyasachi Aindrila Relation) ৷

নভেম্বরের 1 তারিখ যখন ফের ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি হন, তখন একটুও দমে যাননি সব্যসাচী (Sabyasachi Aindrila Relationship) ৷ ফেসবুকে তিনি লিখেছিলেন, "নিজে হাতে নিয়ে এসেছিলাম । নিজে হাতেই ওকে ফিরিয়ে নিয়ে যাব ৷" রিল লাইফের নায়ক রিয়েল লাইফে লড়ছিলেন তাঁর কাছের মানুষটিকে আরও কিছুদিন কাছে রাখার জন্য় ৷ এর মাঝে যখন ঐন্দ্রিলার মৃত্যুর ভুয়ো খবরে সরগরম হয়ে উঠেছিল নেটপাড়া ৷ গর্জে উঠেছিলেন তাঁর লড়াইয়ের সঙ্গী ৷ লিখেছিলেন, "ওকে আর একটু থাকতে দাও ৷ এসব লেখার সময় অনেক পাবে ৷"

হয়ত মনে মনে তিনিও জানতেন এ লড়াই অসম ৷ তবে যুদ্ধের মাটি ছাড়তে ছিলেন নারাজ ৷ কিন্তু ক্যানসার জয়ী অভিনেত্রী এবার আর পারলেন না ৷ পরপর কার্ডিয়াক অ্যারেস্টের কাছে ফিকে হয়েছে বেঁচে থাকার সব স্বপ্ন ৷ রবিবার শেষ হয়ে গেল শেষ কয়েকদিনের টানা সংগ্রাম ৷ ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নেন সব্যসাচীও ৷

তবে কলকাতাবাসীর মনে চিরতরে রয়ে গেল এর পরের একটি ঘটনা ৷ সময়টা রবিবারের বিকেল ৷ আর কিছুক্ষণের মধ্যেই চিতায় যখন বিলীন হয়ে যাবেন তাঁর কাছের মানুষটি ৷ তার আগে ঐন্দ্রিলাকে শেষবার ছুঁয়ে দেখলেন তিনি (Sabyasachi kisses the Feet of Aindrila at her last rites)৷ কপালে পরিয়ে দিলেন চন্দন ৷ প্রথমে প্রণাম এবং তারপর পায়ে চুম্বন করে চিরবিদায় জানালেন প্রিয়তমাকে ৷ নেটমাধ্যমে এখন ভাইরাল সেই ভিডিয়ো ৷ এমন ভিডিয়ো নেটিজেনদের চোখেও জল এনে দিয়েছে ৷ সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম ছুঁয়ে গিয়েছে আপামর জনতার হৃদয় ৷

আরও পড়ুন: ভিডিয়ো অ্যালবামে ইমনের গানে নাচলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত

Last Updated : Nov 21, 2022, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.