ETV Bharat / entertainment

Hrithik's Ganpati Utsav: হৃতিকের বাড়ির গণেশ পুজোয় হাজির সাবা - হৃতিকের বাড়ির গণেশ পুজোয় হাজির অভিনেত্রী সাবা

Saba Azad Hrithik Roshan Relationship: হৃতিকের বাড়ির গণেশ পুজোয় হাজির অভিনেত্রী সাবা আজাদ ৷ তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা আজকের নয় ৷ ফের একবার একসঙ্গে ক্য়ামেরা বন্দি হলেন তাঁরা ৷ শনিবার নিজেই পরিবারের সকলের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷

Pic Hrithik Roshan Instagram
হৃতিকের বাড়ির পুজোর ঝলক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 10:33 AM IST

Updated : Sep 23, 2023, 12:04 PM IST

মুম্বই, 23 সেপ্টেম্বর: হৃতিক রোশনের পরিবারের গণেশ পুজোয় হাজির সাবা আজাদ ৷ শনিবার সকালে হৃতিক কয়েকটি ছবি শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ৷ সেখানে দেখা গিয়েছে তাঁর পারিবারিক গণেশ উৎসবের কিছু ঝলক ৷ ছবিতে দেখা গেল অভিনেতার বাবা তথা পরিচালক রাকেশ রোশন এবং পরিবারের অন্য সদস্যদের ৷ ছিলেন হৃতিকের বোন এবং মা-ও ৷ ক্যামেরা বন্দি হলেন সাবা আজাদ ৷ সাবার সঙ্গে হৃতিকের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। হলুদ সালোয়ারে এদিন ক্যামেরায় ধরা দিলেন তিনি ৷

সাবার সঙ্গে হৃতিকের সম্পর্কের গুঞ্জন আজকের নয় ৷ গত বছর থেকেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা চলে আসছে ৷ বারবার তাঁরা বন্দি হয়েছেন পাপারাৎজিদের ক্যামেরায় ৷ কখনও তাঁদের দেখা গিয়েছে, মুম্বইয়ের কোনও দামি রেস্তোরাঁ থেকে হাতে হাত রেখে বেরিয়ে আসতে ৷ কখনও আবার দেখা গিয়েছে ফিল্মি পার্টিতে ৷ বিদেশে ছুটি কাটাতে গিয়েও একসঙ্গে বহুবার ছবি শেয়ার করেছেন হৃতিক-সাবা ৷ তাই প্রকাশ্যে স্বীকার না করলেও মোটামুটিভাবে তাঁদের সম্পর্কের কথা সকলেরই জানা ৷

এহেন সাবা আরও একবার ক্যামেরা বন্দি হলেন হৃতিকের সঙ্গে ৷ সাবার সঙ্গে অভিনেতার পরিবার এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের সম্পর্কও বেশ ভালো ৷ এর আগেও হৃতিকের পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজে দেখা গিয়েছে এই গায়িকা-অভিনেত্রীকে ৷ এদিন ছবিগুলি পোস্ট করে হৃতিক লেখেন, "গণপতি বাপ্পা মৌরিয়া, আশা করি মোদক (ভগবানের প্রসাদ) আর খুশিতে সবার জীবন ভরে উঠবে ৷"

আরও পড়ুন: 'লালবাগচা রাজা' র গণেশ পুজোয় হাজির শিল্পা শেট্টি থেকে মুকেশ আম্বানি, দেখুন ভিডিয়ো

হৃতিকের অভিনয়ের কথা বলতে গেলে তাঁকে আগামিদিনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতে ৷ সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর ৷ আগামী বছর 25 জানুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা ৷ এছাড়া আগামীতে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সেরও অংশ হতে চলেছেন তিনি ৷ তাঁকে দেখা যাবে 'ওয়ার 2' ছবিতে ৷ এই ছবিতে কাজ করার কথা রয়েছে জুনিয়ার এনটিআরেরও ৷

মুম্বই, 23 সেপ্টেম্বর: হৃতিক রোশনের পরিবারের গণেশ পুজোয় হাজির সাবা আজাদ ৷ শনিবার সকালে হৃতিক কয়েকটি ছবি শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ৷ সেখানে দেখা গিয়েছে তাঁর পারিবারিক গণেশ উৎসবের কিছু ঝলক ৷ ছবিতে দেখা গেল অভিনেতার বাবা তথা পরিচালক রাকেশ রোশন এবং পরিবারের অন্য সদস্যদের ৷ ছিলেন হৃতিকের বোন এবং মা-ও ৷ ক্যামেরা বন্দি হলেন সাবা আজাদ ৷ সাবার সঙ্গে হৃতিকের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। হলুদ সালোয়ারে এদিন ক্যামেরায় ধরা দিলেন তিনি ৷

সাবার সঙ্গে হৃতিকের সম্পর্কের গুঞ্জন আজকের নয় ৷ গত বছর থেকেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা চলে আসছে ৷ বারবার তাঁরা বন্দি হয়েছেন পাপারাৎজিদের ক্যামেরায় ৷ কখনও তাঁদের দেখা গিয়েছে, মুম্বইয়ের কোনও দামি রেস্তোরাঁ থেকে হাতে হাত রেখে বেরিয়ে আসতে ৷ কখনও আবার দেখা গিয়েছে ফিল্মি পার্টিতে ৷ বিদেশে ছুটি কাটাতে গিয়েও একসঙ্গে বহুবার ছবি শেয়ার করেছেন হৃতিক-সাবা ৷ তাই প্রকাশ্যে স্বীকার না করলেও মোটামুটিভাবে তাঁদের সম্পর্কের কথা সকলেরই জানা ৷

এহেন সাবা আরও একবার ক্যামেরা বন্দি হলেন হৃতিকের সঙ্গে ৷ সাবার সঙ্গে অভিনেতার পরিবার এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের সম্পর্কও বেশ ভালো ৷ এর আগেও হৃতিকের পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজে দেখা গিয়েছে এই গায়িকা-অভিনেত্রীকে ৷ এদিন ছবিগুলি পোস্ট করে হৃতিক লেখেন, "গণপতি বাপ্পা মৌরিয়া, আশা করি মোদক (ভগবানের প্রসাদ) আর খুশিতে সবার জীবন ভরে উঠবে ৷"

আরও পড়ুন: 'লালবাগচা রাজা' র গণেশ পুজোয় হাজির শিল্পা শেট্টি থেকে মুকেশ আম্বানি, দেখুন ভিডিয়ো

হৃতিকের অভিনয়ের কথা বলতে গেলে তাঁকে আগামিদিনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতে ৷ সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর ৷ আগামী বছর 25 জানুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা ৷ এছাড়া আগামীতে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সেরও অংশ হতে চলেছেন তিনি ৷ তাঁকে দেখা যাবে 'ওয়ার 2' ছবিতে ৷ এই ছবিতে কাজ করার কথা রয়েছে জুনিয়ার এনটিআরেরও ৷

Last Updated : Sep 23, 2023, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.