ETV Bharat / entertainment

New Milestone for RRR: অবতার 2 ছবিকে পিছনে ফেলে সেরার মুকুট জয় 'আরআরআর' ছবির, - GoldenTomato Award 2022

এবার 'ফ্যান ফেভারিট মুভি' বিভাগে 'গোল্ডেন টমেটো অ্যাওয়ার্ড' জিতল রাজামৌলির ব্লকবাস্টার 'আরআরআর' ৷ 'টপগান: ম্যাভেরিক', 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার'-এর মতো ছবিকে পিছনে ফেলে পুরস্কার জিতে নিল এই ছবি (RRR Wins The GoldenTomato Award )৷

RRR New Milestone
এবার 'ফ্যান ফেভারিট মুভি' বিভাগে গোল্ডেন টমেটো অ্যাওয়ার্ড জিতে নিল রাজামৌলির ব্লকবাস্টার আরআরআর
author img

By

Published : Feb 1, 2023, 11:58 AM IST

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি: 'আরআরআর' ছবির জন্য় ইতিমধ্যেই একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন পরিচালক এসএস রাজামৌলি এবং তাঁর দল ৷ এই ছবি ইতিমধ্য়েই জিতে নিয়েছে জাপানের 46তম অ্যাকাডেমি পুরস্কার, ফিলাডেলফিয়া ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডস, আটলান্টা ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডস, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড-সহ আরও বেশ কয়েকটি পুরস্কার ৷ এবার আরও একটি পুরস্কারে সম্মানিত হল রাজামৌলির এই ছবি ৷ 'ফ্যান ফেভারিট মুভি' বিভাগে 'গোল্ডেন টমেটো অ্যাওয়ার্ড' জিতে নিল এই ছবিটি (RRR Wins The GoldenTomato Award ) ৷

তাঁদের সমর্থন করার জন্য় সকল ফ্য়ানেদের ধন্যবাদ দিয়েছে 'আরআরআর' টিম ৷ আমেরিকান ওয়েবসাইট রটেন টমেটো-র পক্ষ থেকে প্রতিবছর এই পুরস্কারটি ঘোষণা করা হয় ৷ এই প্রতিযোগিতাতেই 2022 সালের 'ফ্যান ফেভারিট' ছবি হিসাবে এই পুরস্কার জিতে নিলেন রাজামৌলি ৷ কোন কোন ছবিকে পিছনে ফেলে এই পুরস্কার জিতে নিল রামচরণ-জুনিয়র এনটিআর জুটির এই ব্লকবাস্টার ? তালিকায় ছিল 'টপগান: ম্যাভেরিক', 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' এবং 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস'-এর মতো ছবিগুলিও ৷ আর এই ব্লকবাস্টারগুলিকে হারিয়ে এবারও রাজামৌলির মাথাতেই উঠল জয়ীর শিরোপা ৷

প্রসঙ্গত, এই ছবির গান 'নাতু নাতু' ইতিমধ্য়েই ইতিহাস সৃষ্টি করেছে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়ে ৷ এর আগে কোনও এশিয় গান এই কৃতিত্ব অর্জন করতে পারেনি ৷ আবার সেরা মৌলিক গান হিসাবে অস্কার পুরস্কারের জন্য়ও মনোনয়ন পেয়েছে এই গান ৷ যদিও 'নাতু নাতু' গানের হাত ধরে আগামীতে ভারতে অস্কার আসবে কি না তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ তবে একথা মানতেই হবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়ে ফেলেছে 'আরআরআর' ৷

আরও পড়ুন: বাজেটে অবহেলিতই থেকে যায় বিনোদন জগত, দাবি অশোক পণ্ডিতের

রাজামৌলির ব্লকবাস্টার 'আরআরআর' সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছিল গত বছর 25 মার্চ ৷ দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের কাহিনি নিয়েই তৈরি হয়েছিল এই ছবি ৷ ছবিতে রামচরণ এবং জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছিলেন শ্রিয়া শরণ, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস, আলিয়া ভাট এবং অজয় দেবগণ ৷

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি: 'আরআরআর' ছবির জন্য় ইতিমধ্যেই একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন পরিচালক এসএস রাজামৌলি এবং তাঁর দল ৷ এই ছবি ইতিমধ্য়েই জিতে নিয়েছে জাপানের 46তম অ্যাকাডেমি পুরস্কার, ফিলাডেলফিয়া ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডস, আটলান্টা ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডস, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড-সহ আরও বেশ কয়েকটি পুরস্কার ৷ এবার আরও একটি পুরস্কারে সম্মানিত হল রাজামৌলির এই ছবি ৷ 'ফ্যান ফেভারিট মুভি' বিভাগে 'গোল্ডেন টমেটো অ্যাওয়ার্ড' জিতে নিল এই ছবিটি (RRR Wins The GoldenTomato Award ) ৷

তাঁদের সমর্থন করার জন্য় সকল ফ্য়ানেদের ধন্যবাদ দিয়েছে 'আরআরআর' টিম ৷ আমেরিকান ওয়েবসাইট রটেন টমেটো-র পক্ষ থেকে প্রতিবছর এই পুরস্কারটি ঘোষণা করা হয় ৷ এই প্রতিযোগিতাতেই 2022 সালের 'ফ্যান ফেভারিট' ছবি হিসাবে এই পুরস্কার জিতে নিলেন রাজামৌলি ৷ কোন কোন ছবিকে পিছনে ফেলে এই পুরস্কার জিতে নিল রামচরণ-জুনিয়র এনটিআর জুটির এই ব্লকবাস্টার ? তালিকায় ছিল 'টপগান: ম্যাভেরিক', 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' এবং 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস'-এর মতো ছবিগুলিও ৷ আর এই ব্লকবাস্টারগুলিকে হারিয়ে এবারও রাজামৌলির মাথাতেই উঠল জয়ীর শিরোপা ৷

প্রসঙ্গত, এই ছবির গান 'নাতু নাতু' ইতিমধ্য়েই ইতিহাস সৃষ্টি করেছে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়ে ৷ এর আগে কোনও এশিয় গান এই কৃতিত্ব অর্জন করতে পারেনি ৷ আবার সেরা মৌলিক গান হিসাবে অস্কার পুরস্কারের জন্য়ও মনোনয়ন পেয়েছে এই গান ৷ যদিও 'নাতু নাতু' গানের হাত ধরে আগামীতে ভারতে অস্কার আসবে কি না তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ তবে একথা মানতেই হবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়ে ফেলেছে 'আরআরআর' ৷

আরও পড়ুন: বাজেটে অবহেলিতই থেকে যায় বিনোদন জগত, দাবি অশোক পণ্ডিতের

রাজামৌলির ব্লকবাস্টার 'আরআরআর' সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছিল গত বছর 25 মার্চ ৷ দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের কাহিনি নিয়েই তৈরি হয়েছিল এই ছবি ৷ ছবিতে রামচরণ এবং জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছিলেন শ্রিয়া শরণ, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস, আলিয়া ভাট এবং অজয় দেবগণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.