ETV Bharat / entertainment

Singham Again: ফের পর্দায় 'সিংঘম' অজয়, সঙ্গী 'সিম্বা' ও 'সূর্যবংশী', ছবি শেয়ার পরিচালক রোহিতের - রোহিত শেট্টি

রোহিত শেট্টির পাঁচ নম্বর কপ ইউনিভার্সের ছবি মুক্তি পাবে 2024-এর দিওয়ালিতে ৷ শনিবার থেকে শুরু হয়ে গেল সেই ছবির শুটিং ৷ পরিচালক ও কলাকুশলীরা সামাজিক মাধ্যমে শেয়ার করলেন 'সিংঘম এগেইন' ছবির শুটিং সেটের ছবি ৷

Etv Bharat
শুটিং ফ্লোরে 'সিংঘম এগেইন'
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 7:52 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: অজয় দেবগণ, রণবীর সিং ও পরিচালক রোহিত শেট্টি শুরু করলেন 'সিংঘম এগেইন' ছবির শুটিং ৷ শনিবার সামাজিক মাধ্যমে এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক থেকে অভিনেতারা ৷ ছবিতে রয়েছেন অক্ষয় কুমারও ৷ তিনিও শুভেচ্ছা জানিয়েছেন গোটা টিমকে ৷ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি আসছেন তাঁদের সঙ্গে হাত মেলাতে ৷

2011 সালে প্রথম মুক্তি পেয়েছিল 'সিংঘম' ৷ রোহিত শেট্টির পরিচালনায় এই ছবি বক্সঅফিসে আলোড়ন তোলে ৷ তারপর 2014 সালে 'সিংঘম রিটার্নস' ৷ মুখ্যচরিত্রে অজয় দেবগণ ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷ সেটে পুজো দেওয়ার ছবি শেয়ার করে অভিনেতা অজয় লিখেছেন, "12 বছর আগে ভারতীয় সিনেমাকে আমরা উপহার দিয়েছিলাম সবচেয়ে বড় কপ ইউনিভার্স ছবি ৷ দীর্ঘ সময় ধরে আমরা দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছি ৷ এখন এই পুলিশ ফোর্স আরও শক্তিশালী হয়ে উঠেছে ৷ সিংঘম পরিবার আরও বড় হয়েছে ৷ এবার আমরা এই ফ্রাঞ্চাইজি আরও এগিয়ে নিতে যেতে প্রস্তুত ৷ আসছে সিংঘম এগেইন ৷"

অক্ষয় কুমার লেখেন, "এই মুহূর্তে দেশে নেই ৷ কিন্তু ব্যক্তিগতভাবে এই টিমকে ভীষণ মিস করছি ৷ খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শুটিং সেটে দেখা হবে ৷ অনেক শুভেচ্ছা ৷ জয় মহাকাল ৷" রণবীর সিং লেখেন, "শুভারম্ভ ৷ রোহিত শেট্টির কপ ইউনিভার্সে আমার সবচেয়ে প্রিয় চরিত্র সিম্বা নিয়ে হাজির হচ্ছি সিংঘম এগেইন-এ ৷ সকলের আশীর্বাদ ও ভালোবাসা চাই ৷"

পরিচালক রোহিত লেখেন, "সিংঘম, সিংঘম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী... 12 বছর আগে, যখন আমরা সিংঘম তৈরি করেছিলাম, কখনও ভাবিনি ধীরে ধীরে এই জার্নি কপ ইউনিভার্সে রূপান্তরিত হবে ৷ আজ থেকে আমরা শুরু করলাম সিংঘম এগেইন-এৎ শুটিং ৷ কপ ফ্রাঞ্চাইজির পাঁচ নম্বর ছবি ৷ এতে আমরা আরও বেশি পরিশ্রম করব ৷ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই ৷"

আরও পড়ুন: ফের পর্দায় বলিউডের করণ-অর্জুন ! স্পাই ইউনিভার্সের অ্যাকশন ছবিতে মুখোমুখি শাহরুখ-সলমন

জানা গিয়েছিল, 'সিংঘম এগেইন'-এ অজয় দেবগণের ছোটভাইয়ের চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে ৷ এছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে মহিলা পুলিশের চরিত্রে ৷ 2024-এর দিওয়ালিতে মুক্তি পাবে 'সিংঘম এগেইন' ৷

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: অজয় দেবগণ, রণবীর সিং ও পরিচালক রোহিত শেট্টি শুরু করলেন 'সিংঘম এগেইন' ছবির শুটিং ৷ শনিবার সামাজিক মাধ্যমে এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক থেকে অভিনেতারা ৷ ছবিতে রয়েছেন অক্ষয় কুমারও ৷ তিনিও শুভেচ্ছা জানিয়েছেন গোটা টিমকে ৷ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি আসছেন তাঁদের সঙ্গে হাত মেলাতে ৷

2011 সালে প্রথম মুক্তি পেয়েছিল 'সিংঘম' ৷ রোহিত শেট্টির পরিচালনায় এই ছবি বক্সঅফিসে আলোড়ন তোলে ৷ তারপর 2014 সালে 'সিংঘম রিটার্নস' ৷ মুখ্যচরিত্রে অজয় দেবগণ ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷ সেটে পুজো দেওয়ার ছবি শেয়ার করে অভিনেতা অজয় লিখেছেন, "12 বছর আগে ভারতীয় সিনেমাকে আমরা উপহার দিয়েছিলাম সবচেয়ে বড় কপ ইউনিভার্স ছবি ৷ দীর্ঘ সময় ধরে আমরা দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছি ৷ এখন এই পুলিশ ফোর্স আরও শক্তিশালী হয়ে উঠেছে ৷ সিংঘম পরিবার আরও বড় হয়েছে ৷ এবার আমরা এই ফ্রাঞ্চাইজি আরও এগিয়ে নিতে যেতে প্রস্তুত ৷ আসছে সিংঘম এগেইন ৷"

অক্ষয় কুমার লেখেন, "এই মুহূর্তে দেশে নেই ৷ কিন্তু ব্যক্তিগতভাবে এই টিমকে ভীষণ মিস করছি ৷ খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শুটিং সেটে দেখা হবে ৷ অনেক শুভেচ্ছা ৷ জয় মহাকাল ৷" রণবীর সিং লেখেন, "শুভারম্ভ ৷ রোহিত শেট্টির কপ ইউনিভার্সে আমার সবচেয়ে প্রিয় চরিত্র সিম্বা নিয়ে হাজির হচ্ছি সিংঘম এগেইন-এ ৷ সকলের আশীর্বাদ ও ভালোবাসা চাই ৷"

পরিচালক রোহিত লেখেন, "সিংঘম, সিংঘম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী... 12 বছর আগে, যখন আমরা সিংঘম তৈরি করেছিলাম, কখনও ভাবিনি ধীরে ধীরে এই জার্নি কপ ইউনিভার্সে রূপান্তরিত হবে ৷ আজ থেকে আমরা শুরু করলাম সিংঘম এগেইন-এৎ শুটিং ৷ কপ ফ্রাঞ্চাইজির পাঁচ নম্বর ছবি ৷ এতে আমরা আরও বেশি পরিশ্রম করব ৷ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই ৷"

আরও পড়ুন: ফের পর্দায় বলিউডের করণ-অর্জুন ! স্পাই ইউনিভার্সের অ্যাকশন ছবিতে মুখোমুখি শাহরুখ-সলমন

জানা গিয়েছিল, 'সিংঘম এগেইন'-এ অজয় দেবগণের ছোটভাইয়ের চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে ৷ এছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে মহিলা পুলিশের চরিত্রে ৷ 2024-এর দিওয়ালিতে মুক্তি পাবে 'সিংঘম এগেইন' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.