ETV Bharat / entertainment

Ritwick New Projects: গোরা থেকে বাবাজি হয়ে একেনের সঙ্গে হাত মেলানোর পর এবার 'মিস্টার কোলকেতা' ঋত্বিক - Ritwick Chakraborty Upcoming Projects

গোরা থেকে বাবাজি হয়ে এবার 'মিস্টার কোলকেতা' ৷ ঋত্বিক চক্রবর্তীকে এবার দেখা যাবে একেবারে নতুন অবতারে ৷

Ritwick New Projects
আসছে ঋত্বিক চক্রবর্তীর মিস্টার কোলকেতা
author img

By

Published : Jul 31, 2023, 1:38 PM IST

কলকাতা, 31 জুলাই: সম্প্রতি 'গোরা 2' সিরিজে আরও একবার দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন ঋত্বিক চক্রবর্তী ৷ সেই দারুণ জার্নির রেশ কাটতে না কাটতেই পরপর আবার নতুন কতকগুলি অবতারে ধরা দিচ্ছেন অভিনেতা ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'আবার প্রলয়' সিরিজেও ৷ আর রাজ চক্রবর্তীর এই সিরিজের ঝলক সামনে আসতে না আসতেই অনিমেষ দত্তকে ছাপিয়ে শিরোনামে উঠে এলেন যিনি তিনি ঋত্বিক ৷ তাঁর ভণ্ড বাবাজির লুক, শাশ্বতর সঙ্গে বাঙালের ভাষায় কথোপোকথন রীতিমতো মন কাড়ল দর্শকের ৷ 'এটা তো বাঘের এলাকা...' শুধু এই ছোট্ট এই সংলাপে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি তা এককথায় অনবদ্য ৷

আগামীতে আবার তাঁকে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গেও ৷ যদিও 'পরিচিত গোরা বা একেন নয়। এরা অপরিচিত ৷' হ্য়াঁ জয়দীপ মুখোপাধ্যায়ের প্রজেক্টে এবার একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা ৷ এরই মাঝে তাঁদের একটি ছবিও সামনে এসেছে ৷ যেখানে দু'জনকেই দেখা গিয়েছে চেনা ছন্দে ৷ আর এবার সামনে এল ঋত্বিকের আরও একটি নতুন সিরিজের খবর ৷ নাম 'মিস্টার কোলকেতা' ৷ পরিচালক সুরজিৎ চট্টোপাধ্যায়ের এই সিরিজের টিজার মুক্তি পেয়েছে রবিবার রাতে ৷ ইতিমধ্যেই ইউটিউবে তাঁর নতুন সিরিজের ঝলক দেখে ফেলেছেন প্রায় 27 হাজার মানুষ ৷

টিজারে যেটুকু জানা যায় তাতে 'মিস্টার কোলকেতা'র আসল নাম কলকল্লোল দত্ত ৷ সে চাকরি করে ডিপার্টমেন্ট অফ অ্যাসেসমেন্ট বিভাগে ৷ কিন্তু তাকে লোকে ডাকে কলকে বলে ৷ সুযোগ পেলেই সে কাজে ফাঁকি মারে ৷ কারণ তার মতে, সে একজন লেজেন্ড ৷ আর লেজেন্ডরা চাকরি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করে না ৷ তার আগ্রহ কলকাতার ইতিহাস নিয়ে ৷ সঙ্গে রয়েছে তার খুদে এক অ্যাসিসট্যান্টও ৷ এবার নতুন কী রহস্যে জড়িয়ে পড়তে চলেছে তারা ? সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

আগামী সেপ্টেম্বরে আসতে চলেছে এই সিরিজ ৷ যদিও 'মিস্টার কোলকেতা' ঠিক কী ধরনের কাহিনি তা এখনও সামনে আসেনি পুরোপুরি ৷ তবে অনেকেই হয়তো গোরার সঙ্গে একটু মিল খুঁজে পেতে পারেন মিস্টার কোলকেতার ৷ যদিও পুরো বিষয়টাই ক্রমশ প্রকাশ্য ৷

কলকাতা, 31 জুলাই: সম্প্রতি 'গোরা 2' সিরিজে আরও একবার দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন ঋত্বিক চক্রবর্তী ৷ সেই দারুণ জার্নির রেশ কাটতে না কাটতেই পরপর আবার নতুন কতকগুলি অবতারে ধরা দিচ্ছেন অভিনেতা ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'আবার প্রলয়' সিরিজেও ৷ আর রাজ চক্রবর্তীর এই সিরিজের ঝলক সামনে আসতে না আসতেই অনিমেষ দত্তকে ছাপিয়ে শিরোনামে উঠে এলেন যিনি তিনি ঋত্বিক ৷ তাঁর ভণ্ড বাবাজির লুক, শাশ্বতর সঙ্গে বাঙালের ভাষায় কথোপোকথন রীতিমতো মন কাড়ল দর্শকের ৷ 'এটা তো বাঘের এলাকা...' শুধু এই ছোট্ট এই সংলাপে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি তা এককথায় অনবদ্য ৷

আগামীতে আবার তাঁকে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গেও ৷ যদিও 'পরিচিত গোরা বা একেন নয়। এরা অপরিচিত ৷' হ্য়াঁ জয়দীপ মুখোপাধ্যায়ের প্রজেক্টে এবার একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা ৷ এরই মাঝে তাঁদের একটি ছবিও সামনে এসেছে ৷ যেখানে দু'জনকেই দেখা গিয়েছে চেনা ছন্দে ৷ আর এবার সামনে এল ঋত্বিকের আরও একটি নতুন সিরিজের খবর ৷ নাম 'মিস্টার কোলকেতা' ৷ পরিচালক সুরজিৎ চট্টোপাধ্যায়ের এই সিরিজের টিজার মুক্তি পেয়েছে রবিবার রাতে ৷ ইতিমধ্যেই ইউটিউবে তাঁর নতুন সিরিজের ঝলক দেখে ফেলেছেন প্রায় 27 হাজার মানুষ ৷

টিজারে যেটুকু জানা যায় তাতে 'মিস্টার কোলকেতা'র আসল নাম কলকল্লোল দত্ত ৷ সে চাকরি করে ডিপার্টমেন্ট অফ অ্যাসেসমেন্ট বিভাগে ৷ কিন্তু তাকে লোকে ডাকে কলকে বলে ৷ সুযোগ পেলেই সে কাজে ফাঁকি মারে ৷ কারণ তার মতে, সে একজন লেজেন্ড ৷ আর লেজেন্ডরা চাকরি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করে না ৷ তার আগ্রহ কলকাতার ইতিহাস নিয়ে ৷ সঙ্গে রয়েছে তার খুদে এক অ্যাসিসট্যান্টও ৷ এবার নতুন কী রহস্যে জড়িয়ে পড়তে চলেছে তারা ? সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

আগামী সেপ্টেম্বরে আসতে চলেছে এই সিরিজ ৷ যদিও 'মিস্টার কোলকেতা' ঠিক কী ধরনের কাহিনি তা এখনও সামনে আসেনি পুরোপুরি ৷ তবে অনেকেই হয়তো গোরার সঙ্গে একটু মিল খুঁজে পেতে পারেন মিস্টার কোলকেতার ৷ যদিও পুরো বিষয়টাই ক্রমশ প্রকাশ্য ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.