ETV Bharat / entertainment

Career of Sridevi: মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা 'রূপ কি রানি চাঁদনি'র বলি সফর - Career of Sridevi

শ্রীদেবী বলিউডকে শাসন করেছেন বেশ কয়েক দশক ৷ আজ মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা তাঁর এমন কিছু অভিনয় যা কখনও ভুলতে পারবেন না অনুরাগীরা (Remembering Acting Mile Stones of Sridevi Career)৷

Career of Sridevi
শ্রীদেবী বলিউডকে শাসন করেছেন গত বেশ কয়েক দশক ধরে
author img

By

Published : Feb 24, 2023, 11:25 AM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: 5 বছর আগে অনুরাগীদের কাঁদিয়ে চলে গিয়েছেন অভিনেত্রী শ্রীদেবী ৷ তিনি দেশের প্রথম মহিলা সুপারস্টার ৷ অমিতাভ বচ্চন, জীতেন্দ্র এবং ধর্মেন্দ্রদের সঙ্গে দাপটের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন । পাশাপাশি সিনে অনুরাগীরা আজও তাঁর রূপ থেকে শুরু করে অভিনয় দক্ষতার কথা স্মরণ করেন। শ্রীদেবী চলে গিয়েছিলেন আজকের এই দিনেই ৷ অসময়েই শেষ হয়ে গিয়েছিল তাঁর বর্ণময় জীবন ৷ কিন্তু অভিনয় অমর ৷ আসুন আজ একবার ফিরে দেখা যাক তাঁর বলি সফর (Remembering Acting Mile Stones of Sridevi Career)৷

শ্রীদেবীর কথা বলতে গেলে প্রথমেই যে ছবির কথা উঠবে তা হল 'চাঁদনি' ৷ এই ছবিতেই প্রথমবার সিনে সমালোচকদের মনে জায়গা করে নেন অভিনেত্রী ৷ ছবিতে তাঁর লুক আটের দশকে হয়ে গিয়েছিল ফ্যাশন ট্রেন্ড ৷ শুধু তাই নয় যশ চোপড়া পরিচালিত এই সিনেমার গানও রীতিমতো পছন্দ করেছিলেন সিনেপ্রেমীরা ৷

'মিস্টার ইন্ডিয়া' ছবিটি শ্রীদেবীর কেরিয়ারের অন্য়তম একটি বড় মাইলফলক ৷ কমার্শিয়াল ছবির জগতে একজন সফল নায়িকা হওয়া পাশাপাশি শ্রীদেবী যে কত বহুমুখী প্রতিভার অধিকারী তার একটি উদাহরণ এই ছবি ৷ এই ছবির 'হাওয়া হাওয়াই' গানটি তো শ্রীদেবীর জন্য আজও মনে রেখেছেন অনুুরাগীরা ৷

এরপর যে ছবির কথা বলতেই হবে তা হল 'চালবাজ' ৷ ছবিতে শ্রীদেবী অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে ৷ অঞ্জু এবং মঞ্জু দুই চরিত্রে নিজেকে সমান দক্ষতায় তুলে ধরেছিলেন ৷ ছবিতে তাঁর কমিক টাইমিং বেশ প্রশংসিত হয়েছিল সমালোচকদের কাছে ৷ আজও এই ছবি নিয়ে চর্চা হয় বিভিন্ন মহলে।

শ্রীদেবীর কেরিয়ারে আরও একটি বিখ্য়াত ছবি হল 'লমহে' ৷ এই ছবির জন্য় পরিচালক যশ চোপড়ার সঙ্গে আরও একবার জুটি বাঁধেন নায়িকা ৷ স্ক্রিনশেয়ার করেছিলেন অনিল কাপুর এবং অনুপম খেরের মতো অভিনেতাদের সঙ্গে ৷ ছবি নিয়ে যা সবচেয়ে বেশি আলোচিত হয় তা হল এই ছবি মা এবং মেয়ের ভূমিকায় তাঁর অভিনয় ৷

আরও পড়ুন: 'মা তোমার থেকে আমার শুরু, তোমাতেই শেষ', শ্রীদেবী স্মরণ করে লিখলেন জাহ্নবী

শ্রীদেবীর কেরিয়ারের অন্যতম সেরা ছবিটি তিনি করেছিলেন তাঁর কেরিয়ারের একেবারে শেষপর্বে এসে ৷ প্রায় 15 বছরের দীর্ঘ বিরতির পর তিনি ফের পর্দায় ফেরেন গৌরি শিন্ডে পরিচালিত ছবি 'ইংলিশ ভিংলিশ'-এর হাত ধরে ৷ এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল টোরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও ৷

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: 5 বছর আগে অনুরাগীদের কাঁদিয়ে চলে গিয়েছেন অভিনেত্রী শ্রীদেবী ৷ তিনি দেশের প্রথম মহিলা সুপারস্টার ৷ অমিতাভ বচ্চন, জীতেন্দ্র এবং ধর্মেন্দ্রদের সঙ্গে দাপটের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন । পাশাপাশি সিনে অনুরাগীরা আজও তাঁর রূপ থেকে শুরু করে অভিনয় দক্ষতার কথা স্মরণ করেন। শ্রীদেবী চলে গিয়েছিলেন আজকের এই দিনেই ৷ অসময়েই শেষ হয়ে গিয়েছিল তাঁর বর্ণময় জীবন ৷ কিন্তু অভিনয় অমর ৷ আসুন আজ একবার ফিরে দেখা যাক তাঁর বলি সফর (Remembering Acting Mile Stones of Sridevi Career)৷

শ্রীদেবীর কথা বলতে গেলে প্রথমেই যে ছবির কথা উঠবে তা হল 'চাঁদনি' ৷ এই ছবিতেই প্রথমবার সিনে সমালোচকদের মনে জায়গা করে নেন অভিনেত্রী ৷ ছবিতে তাঁর লুক আটের দশকে হয়ে গিয়েছিল ফ্যাশন ট্রেন্ড ৷ শুধু তাই নয় যশ চোপড়া পরিচালিত এই সিনেমার গানও রীতিমতো পছন্দ করেছিলেন সিনেপ্রেমীরা ৷

'মিস্টার ইন্ডিয়া' ছবিটি শ্রীদেবীর কেরিয়ারের অন্য়তম একটি বড় মাইলফলক ৷ কমার্শিয়াল ছবির জগতে একজন সফল নায়িকা হওয়া পাশাপাশি শ্রীদেবী যে কত বহুমুখী প্রতিভার অধিকারী তার একটি উদাহরণ এই ছবি ৷ এই ছবির 'হাওয়া হাওয়াই' গানটি তো শ্রীদেবীর জন্য আজও মনে রেখেছেন অনুুরাগীরা ৷

এরপর যে ছবির কথা বলতেই হবে তা হল 'চালবাজ' ৷ ছবিতে শ্রীদেবী অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে ৷ অঞ্জু এবং মঞ্জু দুই চরিত্রে নিজেকে সমান দক্ষতায় তুলে ধরেছিলেন ৷ ছবিতে তাঁর কমিক টাইমিং বেশ প্রশংসিত হয়েছিল সমালোচকদের কাছে ৷ আজও এই ছবি নিয়ে চর্চা হয় বিভিন্ন মহলে।

শ্রীদেবীর কেরিয়ারে আরও একটি বিখ্য়াত ছবি হল 'লমহে' ৷ এই ছবির জন্য় পরিচালক যশ চোপড়ার সঙ্গে আরও একবার জুটি বাঁধেন নায়িকা ৷ স্ক্রিনশেয়ার করেছিলেন অনিল কাপুর এবং অনুপম খেরের মতো অভিনেতাদের সঙ্গে ৷ ছবি নিয়ে যা সবচেয়ে বেশি আলোচিত হয় তা হল এই ছবি মা এবং মেয়ের ভূমিকায় তাঁর অভিনয় ৷

আরও পড়ুন: 'মা তোমার থেকে আমার শুরু, তোমাতেই শেষ', শ্রীদেবী স্মরণ করে লিখলেন জাহ্নবী

শ্রীদেবীর কেরিয়ারের অন্যতম সেরা ছবিটি তিনি করেছিলেন তাঁর কেরিয়ারের একেবারে শেষপর্বে এসে ৷ প্রায় 15 বছরের দীর্ঘ বিরতির পর তিনি ফের পর্দায় ফেরেন গৌরি শিন্ডে পরিচালিত ছবি 'ইংলিশ ভিংলিশ'-এর হাত ধরে ৷ এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল টোরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.