ETV Bharat / entertainment

Dil ka Telephone 2 song: পর্দায় আবারও হাজির 'ড্রিম গার্ল' পূজা, এবার বাজবে 'দিল কা টেলিফোন' - Ayushmann Khurrana

ট্রেলারে ঝড় তোলার পর এবার মুক্তি পেয়েছে 'ড্রিম গার্ল 2' ছবির প্রথম পেপ্পি গান ৷ দিল কা টেলিফোন 2.0 গান মুক্তির পরেই নেটদুনিয়ায় ভাইরাল ৷ আয়ুষ্মান থুড়ি পূজার নয়া অবতার চমকে দিয়েছে অনুরাগীদের ৷

Etv Bharat
হাজির 'ড্রিম গার্ল' পূজা
author img

By

Published : Aug 10, 2023, 6:40 PM IST

হায়দরাবাদ, 10 অগস্ট: পরনে কালো ঝিকমিকে শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক ৷ 'দিল কা টেলিফোন' বাজাতে হাজির পূজা ৷ বৃহস্পতিবার সামনে এসেছে ড্রিম গার্ল ছবির প্রথম গান দিল কা টেলিফোন 2.0 ৷ সোশাল মিডিয়ায় এই গানটি সামনে আসতেই নিমেষে ভাইরাল ৷

এদিন জি মিউজিক কোম্পানির তরফে সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "আজ বজেঙ্গা সব কে দিল কা টেলিফোন ৷ হ্যাশট্যাগ দিল কা টেলিফোন 2 গান মুক্তি পেল ৷ হ্যাশট্যাগ 25 অগস্ট হবে মস্ত ৷ মুক্তি পাচ্ছে ড্রিম গার্ল 2 ৷"

গানটি গেয়েছেন মিট ব্রাদার্স, জনিতা গান্ধি ও জুবিন নটিয়াল ৷ গানটি লিখেছেন কুমার ৷ গানটি সোশাল মিডিয়ায় আসার পর থেকেই অনুরাগীদের মন্তব্যে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া ৷ কেউ ভালোবাসা জানিয়েছেন আবার কেউ জানিয়েছেন, এই গান আগুন লাগিয়ে দিয়েছে ৷ এক অনুরাগী লিখেছেন, "এবার এখন জোরে জোরে মনের টেলিফোন বাজতে শুরু করে দিয়েছে ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "সুপার ডুপার গান স্যার ৷"

ড্রিম গার্ল ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছিলেন নুসরত ভারুছা ৷ এবার সেই জায়গায় দখল করে নিয়েছেন, অনন্যা পাণ্ডে ৷ সামনে এসেছে গানের নতুন হুক স্টেপও ৷ তবে এই গানে শুধু আয়ুষ্মান-অনন্যা ম্যাজিক তৈরি করেনি, তার সঙ্গে নজর কেড়ে নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজপাল যাদব, বিজয় রাজ ও মনজোত সিং ৷ ছবির ট্রেলার ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের ৷ মহিলা চরিত্র পূজা রূপে আয়ুষ্মানের নয়া অবতার দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷

আরও পড়ুন: কিং খানের হাত ধরে ছবির ট্রেলার মুক্তি, 'ফ্যানবয় মোমেন্ট' লিখলেন দুলকর সলমন

2019 সালে 'ড্রিম গার্ল' মুক্তির পর বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ এবার এই ছবির ক্যাপ্টেন রাজ শান্ডিল্য ৷ প্রযোজনার দায়িত্বে একতা কাপুর ৷ 25 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল 2' ৷

হায়দরাবাদ, 10 অগস্ট: পরনে কালো ঝিকমিকে শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক ৷ 'দিল কা টেলিফোন' বাজাতে হাজির পূজা ৷ বৃহস্পতিবার সামনে এসেছে ড্রিম গার্ল ছবির প্রথম গান দিল কা টেলিফোন 2.0 ৷ সোশাল মিডিয়ায় এই গানটি সামনে আসতেই নিমেষে ভাইরাল ৷

এদিন জি মিউজিক কোম্পানির তরফে সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "আজ বজেঙ্গা সব কে দিল কা টেলিফোন ৷ হ্যাশট্যাগ দিল কা টেলিফোন 2 গান মুক্তি পেল ৷ হ্যাশট্যাগ 25 অগস্ট হবে মস্ত ৷ মুক্তি পাচ্ছে ড্রিম গার্ল 2 ৷"

গানটি গেয়েছেন মিট ব্রাদার্স, জনিতা গান্ধি ও জুবিন নটিয়াল ৷ গানটি লিখেছেন কুমার ৷ গানটি সোশাল মিডিয়ায় আসার পর থেকেই অনুরাগীদের মন্তব্যে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া ৷ কেউ ভালোবাসা জানিয়েছেন আবার কেউ জানিয়েছেন, এই গান আগুন লাগিয়ে দিয়েছে ৷ এক অনুরাগী লিখেছেন, "এবার এখন জোরে জোরে মনের টেলিফোন বাজতে শুরু করে দিয়েছে ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "সুপার ডুপার গান স্যার ৷"

ড্রিম গার্ল ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছিলেন নুসরত ভারুছা ৷ এবার সেই জায়গায় দখল করে নিয়েছেন, অনন্যা পাণ্ডে ৷ সামনে এসেছে গানের নতুন হুক স্টেপও ৷ তবে এই গানে শুধু আয়ুষ্মান-অনন্যা ম্যাজিক তৈরি করেনি, তার সঙ্গে নজর কেড়ে নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজপাল যাদব, বিজয় রাজ ও মনজোত সিং ৷ ছবির ট্রেলার ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের ৷ মহিলা চরিত্র পূজা রূপে আয়ুষ্মানের নয়া অবতার দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷

আরও পড়ুন: কিং খানের হাত ধরে ছবির ট্রেলার মুক্তি, 'ফ্যানবয় মোমেন্ট' লিখলেন দুলকর সলমন

2019 সালে 'ড্রিম গার্ল' মুক্তির পর বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ এবার এই ছবির ক্যাপ্টেন রাজ শান্ডিল্য ৷ প্রযোজনার দায়িত্বে একতা কাপুর ৷ 25 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল 2' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.