ETV Bharat / entertainment

Raveena Tandon: 'আইন ভেঙে' বাঘের ছবি তুলে বিপাকে, কী বললেন রবিনা ট্যান্ডন? - Raveen Tandon latest news

সাফারিতে গিয়ে বাঘের ছবি তুলতে গিয়ে বিপদে পড়লেন নায়িকা রবিনা ট্যান্ডন ৷ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ মধ্য়প্রদেশের সাতপুরা অভয়ারণ্যে বেড়াতে গিয়ে তিনি আইন ভেঙে বাঘের ছবি তুলেছেন তিনি (Raveena Tandon viral tiger video )৷

Raveena Tandon
আইন ভেঙে বাঘের ছবি তুলতে গিয়ে বিপদে রবিনা ট্যান্ডন
author img

By

Published : Nov 30, 2022, 12:18 PM IST

Updated : Nov 30, 2022, 12:54 PM IST

নর্মদাপুরম, 30 নভেম্বর: সাফারিতে গিয়ে বাঘের ছবি তুলতে গিয়ে বিপদে পড়লেন রবিনা ট্যান্ডন(Raveena Tandon viral tiger video) ৷ নায়িকার বিরুদ্ধে অভিযোগ যে মধ্য়প্রদেশের সাতপুরা অভয়ারণ্যে বেড়াতে গিয়ে তিনি আইন ভেঙে বাঘের ছবি তুলেছেন ৷ কয়েকদিন আগেই সাফারির সময় একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা ৷ যেখানে দেখা যায় বেশ কাছ থেকে বাঘের ছবি তুলতে ব্যস্ত তিনি ৷ আর তাই নিয়েই বিতর্কের মুখে পড়লেন রবিনা (Raveena Tandon Satpura Tiger Reserve controversy)৷

গত 22 নভেম্বর সাতপুরা অভয়ারণ্য ভ্রমণে গিয়েছিলেন নয়ের দশকের এই নায়িকা ৷ তাঁর ভিডিয়ো সামনে আসার সংবাদ মাধ্য়মে এই নিয়ে চর্চা শুরু হয় ৷ এরপর টুইটে তার জবাব দিতে গিয়ে অভিনেত্রী লেখেন, "কেউই অনুমান করতে পারেন না বাঘেরা কেমন আচরণ করবে ৷ এটা বনবিভাগের লাইসেন্স প্রাপ্ত গাড়ি ছিল এবং আমাদের সঙ্গে বনবিভাগের সেই ড্রাইভার এবং গাইডরা ছিলেন যাঁদের সীমানা এবং আইন সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান এবং প্রশিক্ষণ রয়েছে(Raveena Tandon on tiger video controversy ) ৷"

রবিনার মতে তাঁরা কোনওভাবেই পর্যটকদের বেড়ানোর রাস্তা থেকে দূরে যাননি ৷ তিনি লেখেন, "আমরা পর্যটকদের যে পথ দিয়ে নিয়ে যাওয়া হয় সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম ৷ সাধারণত এই সমস্ত রাস্তা দিয়েই বাঘেরাও যাওয়া আসা করে ৷ বাঘিনী ক্যাটিও সেদিন এই ভিডিয়োতে ছিল যে গাড়ির খুব কাছে আসতেই অভ্যস্ত ৷" যখন বাঘ এসেছিল তখন তাঁরা কোনও রকম আওয়াজ করে তাদের বিরক্ত করার চেষ্টা করেননি বলেও জানিয়েছেন অভিনেত্রী ৷ তাঁর মতে তাঁরা ছিলেন একেবারেই 'নীরব দর্শক' ৷

আরও পড়ুন: 'এটা পেয়ারও নয়, পিআরও নয়', প্রভাসের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন কৃতি

যদিও যে ভিডিয়োটি নিয়ে আপত্তি তৈরি হয়েছে সেখানে শোনা গিয়েছে ক্য়ামেরার শাটারের শব্দ ৷ সকলেই জানেন এই আওয়াজে বাঘ বিরক্ত হতেই পারে ৷ নর্মদাপুরম এলাকার সাব ডিভিশনাল অফিসার (এসডিও) ধীরাজ সিং চৌহান মঙ্গলবার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তিনি পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন ৷ গাড়ির চালক এবং সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের নোটিশ দেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে ৷

নর্মদাপুরম, 30 নভেম্বর: সাফারিতে গিয়ে বাঘের ছবি তুলতে গিয়ে বিপদে পড়লেন রবিনা ট্যান্ডন(Raveena Tandon viral tiger video) ৷ নায়িকার বিরুদ্ধে অভিযোগ যে মধ্য়প্রদেশের সাতপুরা অভয়ারণ্যে বেড়াতে গিয়ে তিনি আইন ভেঙে বাঘের ছবি তুলেছেন ৷ কয়েকদিন আগেই সাফারির সময় একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা ৷ যেখানে দেখা যায় বেশ কাছ থেকে বাঘের ছবি তুলতে ব্যস্ত তিনি ৷ আর তাই নিয়েই বিতর্কের মুখে পড়লেন রবিনা (Raveena Tandon Satpura Tiger Reserve controversy)৷

গত 22 নভেম্বর সাতপুরা অভয়ারণ্য ভ্রমণে গিয়েছিলেন নয়ের দশকের এই নায়িকা ৷ তাঁর ভিডিয়ো সামনে আসার সংবাদ মাধ্য়মে এই নিয়ে চর্চা শুরু হয় ৷ এরপর টুইটে তার জবাব দিতে গিয়ে অভিনেত্রী লেখেন, "কেউই অনুমান করতে পারেন না বাঘেরা কেমন আচরণ করবে ৷ এটা বনবিভাগের লাইসেন্স প্রাপ্ত গাড়ি ছিল এবং আমাদের সঙ্গে বনবিভাগের সেই ড্রাইভার এবং গাইডরা ছিলেন যাঁদের সীমানা এবং আইন সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান এবং প্রশিক্ষণ রয়েছে(Raveena Tandon on tiger video controversy ) ৷"

রবিনার মতে তাঁরা কোনওভাবেই পর্যটকদের বেড়ানোর রাস্তা থেকে দূরে যাননি ৷ তিনি লেখেন, "আমরা পর্যটকদের যে পথ দিয়ে নিয়ে যাওয়া হয় সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম ৷ সাধারণত এই সমস্ত রাস্তা দিয়েই বাঘেরাও যাওয়া আসা করে ৷ বাঘিনী ক্যাটিও সেদিন এই ভিডিয়োতে ছিল যে গাড়ির খুব কাছে আসতেই অভ্যস্ত ৷" যখন বাঘ এসেছিল তখন তাঁরা কোনও রকম আওয়াজ করে তাদের বিরক্ত করার চেষ্টা করেননি বলেও জানিয়েছেন অভিনেত্রী ৷ তাঁর মতে তাঁরা ছিলেন একেবারেই 'নীরব দর্শক' ৷

আরও পড়ুন: 'এটা পেয়ারও নয়, পিআরও নয়', প্রভাসের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন কৃতি

যদিও যে ভিডিয়োটি নিয়ে আপত্তি তৈরি হয়েছে সেখানে শোনা গিয়েছে ক্য়ামেরার শাটারের শব্দ ৷ সকলেই জানেন এই আওয়াজে বাঘ বিরক্ত হতেই পারে ৷ নর্মদাপুরম এলাকার সাব ডিভিশনাল অফিসার (এসডিও) ধীরাজ সিং চৌহান মঙ্গলবার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তিনি পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন ৷ গাড়ির চালক এবং সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের নোটিশ দেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে ৷

Last Updated : Nov 30, 2022, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.