ETV Bharat / entertainment

Ranveer Singh: নিউইউর্কের মাটিতে দীপিকাকে নিয়ে প্রশ্ন, রণবীরের উত্তর শুনে চর্চা নেটদুনিয়ায় - Ranveer Singh

লাক্সারি জুয়েলারি কোম্পানি টিফিনি অ্যান্ড কোং-এর নতুন আউটলেটের উদ্বোধনের কারণেই নিউইয়র্কে রয়েছেন রণবীর সিং ৷ কেমন আছেন দীপিকা জানতে চাইলে রণবীরের উত্তর জেনে আপ্লুত অনুরাগীরা ৷

Etv Bharat
দীপিকাকে নিয়ে প্রশ্ন, রণবীরের উত্তর শুনে চর্চা
author img

By

Published : Apr 28, 2023, 10:58 PM IST

হায়দরাবাদ, 28 এপ্রিল: বলিউড অভিনেতা রণবীর সিং পৌঁছে গিয়েছেন নিউইয়র্ক ৷ লাক্সারি জুয়েলারি কোম্পানি টিফিনি অ্যান্ড কোং-এর নতুন আউটলেটের উদ্বোধনের কারণেই নিউইয়র্কে গিয়েছেন 'বাজিরাও' ৷ সেখানে অনুরাগীদের সঙ্গে ইন্টাব়্যাকশনও করেন রণবীর ৷ সেখানেই এক অনুরাগী জিজ্ঞাসা করেন স্ত্রী দীপিকা কেমন আছেন ৷ জবাব দিলেন অভিনেতা ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, ঠিক যেন বলিউডের রব নে বনা দি জোড়ি ৷ দীপিকার প্রতি রণবীরের ভালোবাসা বা কেয়ারনেস বরাবরই নজর কেড়েছে অনুরাগীদের ৷ বউ-এর প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করেন না স্বামী রণবীর ৷ জনসমক্ষে নিজের বউকে ঘরের লক্ষ্মী বলেও সম্বোধন করেছেন তিনি ৷ বলা বহাুল্য, এইরকম স্বভাবের স্বামী কোন মেয়ে না চাইবে! যাই হোক, নিউইয়র্কের মাটিতে 'বাজিরাও' আসলে 'মস্তানি'র প্রসঙ্গ তো উঠবেই ৷

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রণবীর অনুরাগীদের সঙ্গে প্রথম দূর থেকেই ইশারায় হাই-হ্যালো করছিলেন ৷ এরপর কিছুটা এগিয়ে আসেন অনুরাগীদের কাছে ৷ সেখানে এই অনুরাগী রণবীরকে ভালোবাসা জানান ৷ তারপরেই প্রশ্ন করেন কেমন আছেন দীপিকা? অনুরাগীর প্রশ্নের উত্তরে, রণবীর জানান ভালো আছেন স্ত্রী দীপিকা ৷ হাত উঠিয়ে থাম্বস আপ-ও দেখান ৷ রণবীরের এই রিঅ্যাকশন দেখেই ইন্টানেটে চর্চা শুরু তাঁদের কেমিষ্ট্রি নিয়ে ৷ আর একবার সোশাল মিডিয়ায় পদ্মাবত তারকা পেয়ে গিয়েছেন বেস্ট হাজব্যান্ড-এর তকমা ৷

আরও পড়ুন: 110 দিন হাসপাতালে ! মেয়ের প্রাণ বাঁচানোর দূর্বিষহ লড়াই নিয়ে অকপট প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, নতুন করে বলার অপেক্ষা রাখে না, বিটাউনে মেল ফ্যাশন আইকনের তালিকায় রণবীর সেরা জায়গাটা দখল করে নিয়েছেন ৷ তাঁর ভালো-মন্দ-অদ্ভুদ ফ্যাশন সেন্স সবসময়েই থাকে লাইমলাইটে ৷ স্বভাবতই, আন্তর্জাতিক মানের জুয়েলারি শপের নতুন আউটলেটের উদ্বোধনে আর পাঁচটা তারকার মতোই ডাক পেয়েছিলেন তিনিও ৷ টিফিনি অ্যান্ড কো.-এর নতুন আউটলেটের উদ্বোধনে রণবীরের পরনে ছিল পুরো সাদা রঙের কোট-প্যান্ট ৷ সেই ছবিও নিজের ইন্সটা পেজে শেয়ারও করেছেন তারকা ৷

উল্লেখ্য, খুব শীঘ্রই রণবীরকে দেখা যাবে 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবিতে ৷ পরিচালক করণ জোহর ৷ রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট ৷ এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন ৷ রণবীর-আলিয়া এর আগে জুটি বেঁধেছিলেন 'গাল্লি বয়' ছবিতে ৷ সেই ছবি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

হায়দরাবাদ, 28 এপ্রিল: বলিউড অভিনেতা রণবীর সিং পৌঁছে গিয়েছেন নিউইয়র্ক ৷ লাক্সারি জুয়েলারি কোম্পানি টিফিনি অ্যান্ড কোং-এর নতুন আউটলেটের উদ্বোধনের কারণেই নিউইয়র্কে গিয়েছেন 'বাজিরাও' ৷ সেখানে অনুরাগীদের সঙ্গে ইন্টাব়্যাকশনও করেন রণবীর ৷ সেখানেই এক অনুরাগী জিজ্ঞাসা করেন স্ত্রী দীপিকা কেমন আছেন ৷ জবাব দিলেন অভিনেতা ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, ঠিক যেন বলিউডের রব নে বনা দি জোড়ি ৷ দীপিকার প্রতি রণবীরের ভালোবাসা বা কেয়ারনেস বরাবরই নজর কেড়েছে অনুরাগীদের ৷ বউ-এর প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করেন না স্বামী রণবীর ৷ জনসমক্ষে নিজের বউকে ঘরের লক্ষ্মী বলেও সম্বোধন করেছেন তিনি ৷ বলা বহাুল্য, এইরকম স্বভাবের স্বামী কোন মেয়ে না চাইবে! যাই হোক, নিউইয়র্কের মাটিতে 'বাজিরাও' আসলে 'মস্তানি'র প্রসঙ্গ তো উঠবেই ৷

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রণবীর অনুরাগীদের সঙ্গে প্রথম দূর থেকেই ইশারায় হাই-হ্যালো করছিলেন ৷ এরপর কিছুটা এগিয়ে আসেন অনুরাগীদের কাছে ৷ সেখানে এই অনুরাগী রণবীরকে ভালোবাসা জানান ৷ তারপরেই প্রশ্ন করেন কেমন আছেন দীপিকা? অনুরাগীর প্রশ্নের উত্তরে, রণবীর জানান ভালো আছেন স্ত্রী দীপিকা ৷ হাত উঠিয়ে থাম্বস আপ-ও দেখান ৷ রণবীরের এই রিঅ্যাকশন দেখেই ইন্টানেটে চর্চা শুরু তাঁদের কেমিষ্ট্রি নিয়ে ৷ আর একবার সোশাল মিডিয়ায় পদ্মাবত তারকা পেয়ে গিয়েছেন বেস্ট হাজব্যান্ড-এর তকমা ৷

আরও পড়ুন: 110 দিন হাসপাতালে ! মেয়ের প্রাণ বাঁচানোর দূর্বিষহ লড়াই নিয়ে অকপট প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, নতুন করে বলার অপেক্ষা রাখে না, বিটাউনে মেল ফ্যাশন আইকনের তালিকায় রণবীর সেরা জায়গাটা দখল করে নিয়েছেন ৷ তাঁর ভালো-মন্দ-অদ্ভুদ ফ্যাশন সেন্স সবসময়েই থাকে লাইমলাইটে ৷ স্বভাবতই, আন্তর্জাতিক মানের জুয়েলারি শপের নতুন আউটলেটের উদ্বোধনে আর পাঁচটা তারকার মতোই ডাক পেয়েছিলেন তিনিও ৷ টিফিনি অ্যান্ড কো.-এর নতুন আউটলেটের উদ্বোধনে রণবীরের পরনে ছিল পুরো সাদা রঙের কোট-প্যান্ট ৷ সেই ছবিও নিজের ইন্সটা পেজে শেয়ারও করেছেন তারকা ৷

উল্লেখ্য, খুব শীঘ্রই রণবীরকে দেখা যাবে 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবিতে ৷ পরিচালক করণ জোহর ৷ রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট ৷ এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন ৷ রণবীর-আলিয়া এর আগে জুটি বেঁধেছিলেন 'গাল্লি বয়' ছবিতে ৷ সেই ছবি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.