মুম্বই, 28 জুলাই: দেখে মনে হচ্ছে যেন রণবীর সিং-এর বিরুদ্ধে অভিযোগ পর্বের কোনও পরিসমাপ্তিই নেই ৷ এবার তাঁর নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত ঘটনায় অভিযোগ জমা পড়ল মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের কাছে ৷ অভিযোগকারী তথা আইনজীবী আশিস রাইয়ের মতে, রণবীরের ছবিগুলি "মহিলা এবং ছোট শিশুদের মর্যাদার" বিরোধী । এর আগেও মুম্বইয়ের চেম্বুর থানায় শ্যাম মাঙ্গারাম ফাউন্ডেশন নামক একটি এনজিও এবং এক মহিলা আইনজীবীর পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ করা হয় (Ranveer nude photoshoot row)৷
292, 293, 354 এবং 509 ধারা-সহ আইটি-এর 67A-এর অধীনে মামলা দায়ের করা হয় মঙ্গলবার রণবীরের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি জনসাধারণের অনুভূতিতে আঘাত দিয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে যে যে ধারায় মামলা রুজু হয়েছে, তাতে মহিলাদের প্রতি শালীনতার অবমাননাও আনা হয়েছে পর্দার বাজিরাও'য়ের বিরুদ্ধে ৷ ফের একবার একই রকম অভিযোগ তোলা হল তাঁর বিরুদ্ধে ৷
আরও পড়ুন: সেট থেকে ফের ফাঁস ছবি! লন্ডনে শ্যুটিং চলছে 'ডাঙ্কি'র
দিল্লি কমিশন ফর উইমেন প্রধান স্বাতি মালিওয়ালও এই নিয়ে মুখ খুলেছেন ৷ বৃহস্পতিবার তিনি জানান, প্রতিদিন প্রচারিত হওয়া মহিলাদের নগ্ন ফটোতে কেউ আপত্তি করে না, কিন্তু একজন অভিনেতা নগ্ন পোজ দেওয়ার বিষয়টি প্রাইম-টাইম বিতর্কের বিষয় হয়ে উঠেছে । কেন দেশে কি কোনও বাস্তব সমস্যা নেই ? এই ঘটনায় বিরোধিতা যেমন চলেছে তেমনই রণবীরের পাশেও দাঁড়িয়েছেন অনেকেই ৷ আলিয়া ভাট, রামগোপাল বর্মা থেকে শুরু করে রণবীরের জন্য় সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন অর্জুন কাপুর, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্য়প-সহ আরও অনেকেই ৷