ETV Bharat / entertainment

Ranveer-Alia New Reel: হলুদ ট্যাক্সির ভালোবাসার ঘেরাটোপে রণবীর-আলিয়া, দেখুন ভিডিয়ো - হলুদ ট্যাক্সির ভালোবাসার ঘেরাটোপে রণবীর আলিয়া

কলকাতা মানেই হলুদ ট্য়াক্সি ৷ নতুন রিলসে এই হলুদ ট্যাক্সির মাধ্যমেই অনুরাগীদের ভালোবাসা জানালেন পর্দার রকি অউর রানি ৷

Ranveer Alia New Reel
হলুদ ট্যাক্সির মাধ্যমেই কলকাতাকে শুভেচ্ছা জানালেন রণবীর আলিয়া
author img

By

Published : Jul 25, 2023, 1:11 PM IST

কলকাতা, 25 জুলাই: করণ জোহরের ছবিতে এবার উঠে আসতে চলেছে এক বাঙালি পরিবারের কাহিনি ৷ করণের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মূল ভিত্তি বাঙালি এবং শিখ পরিবারের দ্বন্দ্ব ৷ আর তাই কলকাতায় যে ছবির প্রচারে আসতেই হত রণবীর সিং-আলিয়া ভাটদের তা বলাই বাহুল্য ৷ তাছাড়া ছবিতে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর মতো বাঙালি অভিনেতা অভিনেত্রীরাও ৷ আর তাই সোমবার ছবির 'ঢিন্ডোরা বাজে রে' গান মুক্তির জন্য় তিলোত্তমায় হাজির হলেন আলিয়া-রণবীর ৷ কলকাতাকে বেশ অন্য়রকমভাবে ভালোবাসা জানালেন এই তারকা জুটি ৷ কীভাবে ? জানা গেল তাঁদের নতুন রিলস ভিডিয়োতে ৷

সম্প্রতি ধর্ম প্রোডাকশনের তরফে একটি রিলস শেয়ার করা হয়েছে অনুরাগীদের জন্য ৷ আলিয়া আর রণবীরকে সেখানে দেখা গিয়েছে হলুদ ট্যাক্সির ঘেরাটোপের ঠিক মাঝখানে ৷ হাত দিয়ে 'লাভ সাইন' তৈরি করে অনুরাগীদের ভালোবাসা জানিয়েছেন তাঁরা ৷ কলকাতার একটি ঐতিহ্য হল হলুদ ট্যাক্সি ৷ সেই ট্যাক্সির মাধ্যমেও এদিন কলকাতাবাসীকে ভালোবাসা জানালেন রণবীর-আলিয়া ৷ সারি সারি ট্যাক্সিকে দাঁড় করিয়ে সাজানো হল হৃদয়ের আকারে ৷ আর তার ঠিক মাঝে দাঁড়ালেন পর্দার রকি আর রানি ৷

তাঁদের এই নতুন রিলস বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের ৷ কেউ লিখেছেন, 'দারুণ হার্ট ভাইবস ৷' আবার কেউ লিখেছেন, 'ভীষণ ভালো লাগল' ৷ কেউ আবার ছবি নিয়ে এত প্রচারে মোটেই খুশি নয় ৷ তাঁদের মতে, 'একটু বেশিই প্রচার হয়ে যাচ্ছে না ৷ যদিও ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড ৷ বিশেষত প্রিয় রণবীর বোল্ড দৃশ্যে দেখার জন্য মুুখিয়ে আছি ৷' কেউ আবার লিখেছেন, 'ওয়াও কুল ৷'

আরও পড়ুন: শাবানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক টোটা, শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া

করণের ছবির নিয়ম মেনেই এই ছবিতে তারকার হাট দেখতে চলেছেন অনুরাগীরা ৷ থাকছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনের মতো একাধিক পরিচিত তারকারা ৷ ছবির প্রি বুকিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ আগামী 28 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷

কলকাতা, 25 জুলাই: করণ জোহরের ছবিতে এবার উঠে আসতে চলেছে এক বাঙালি পরিবারের কাহিনি ৷ করণের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মূল ভিত্তি বাঙালি এবং শিখ পরিবারের দ্বন্দ্ব ৷ আর তাই কলকাতায় যে ছবির প্রচারে আসতেই হত রণবীর সিং-আলিয়া ভাটদের তা বলাই বাহুল্য ৷ তাছাড়া ছবিতে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর মতো বাঙালি অভিনেতা অভিনেত্রীরাও ৷ আর তাই সোমবার ছবির 'ঢিন্ডোরা বাজে রে' গান মুক্তির জন্য় তিলোত্তমায় হাজির হলেন আলিয়া-রণবীর ৷ কলকাতাকে বেশ অন্য়রকমভাবে ভালোবাসা জানালেন এই তারকা জুটি ৷ কীভাবে ? জানা গেল তাঁদের নতুন রিলস ভিডিয়োতে ৷

সম্প্রতি ধর্ম প্রোডাকশনের তরফে একটি রিলস শেয়ার করা হয়েছে অনুরাগীদের জন্য ৷ আলিয়া আর রণবীরকে সেখানে দেখা গিয়েছে হলুদ ট্যাক্সির ঘেরাটোপের ঠিক মাঝখানে ৷ হাত দিয়ে 'লাভ সাইন' তৈরি করে অনুরাগীদের ভালোবাসা জানিয়েছেন তাঁরা ৷ কলকাতার একটি ঐতিহ্য হল হলুদ ট্যাক্সি ৷ সেই ট্যাক্সির মাধ্যমেও এদিন কলকাতাবাসীকে ভালোবাসা জানালেন রণবীর-আলিয়া ৷ সারি সারি ট্যাক্সিকে দাঁড় করিয়ে সাজানো হল হৃদয়ের আকারে ৷ আর তার ঠিক মাঝে দাঁড়ালেন পর্দার রকি আর রানি ৷

তাঁদের এই নতুন রিলস বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের ৷ কেউ লিখেছেন, 'দারুণ হার্ট ভাইবস ৷' আবার কেউ লিখেছেন, 'ভীষণ ভালো লাগল' ৷ কেউ আবার ছবি নিয়ে এত প্রচারে মোটেই খুশি নয় ৷ তাঁদের মতে, 'একটু বেশিই প্রচার হয়ে যাচ্ছে না ৷ যদিও ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড ৷ বিশেষত প্রিয় রণবীর বোল্ড দৃশ্যে দেখার জন্য মুুখিয়ে আছি ৷' কেউ আবার লিখেছেন, 'ওয়াও কুল ৷'

আরও পড়ুন: শাবানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক টোটা, শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া

করণের ছবির নিয়ম মেনেই এই ছবিতে তারকার হাট দেখতে চলেছেন অনুরাগীরা ৷ থাকছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনের মতো একাধিক পরিচিত তারকারা ৷ ছবির প্রি বুকিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ আগামী 28 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.