মুম্বই, 30 মে: রানি মুখোপাধ্য়ায়কে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে ৷ তাঁর এই ছবি বেশ প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে ৷ একজন মায়ের লড়াইকে যেভাবে ফুটিয়ে তুলেছিলেন রানি শাহরুখ খানও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ৷ এবার তাঁর সিনেমা সংক্রান্ত মতাদর্শ নিয়ে মুখ খুললেন রানি ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে রানি জানিয়েছেন মহিলাদের পর্দায় সঠিকভাবে তুলে ধরাই তাঁর একমাত্র লক্ষ্য় ৷
রানির কথায়, "অভিনেত্রী হিসাবে আপনার কাছে ছবির অর্থ এবং চরিত্রের অর্থ সবসময় বদলাতে থাকবে ৷ তা আরও বিকশিত হবে ৷ কিন্তু একটা বিষয় আমার জন্য তখনও সত্যি ছিল, যা আজও সত্যি; তা হল আমি ছবিতে নারীকে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম ৷ নারী হল একটি পরিবার এবং সমাজের মেরুদণ্ড ৷ আর একজন অভিনেত্রী হিসাবে আমি মনে করি, সমাজের কাছে এবং গোটা দেশের কাছে সেটা তুলে ধরা আমার দায়িত্ব ৷
রানি আরও বলেন, "সিনেমা মানুষের মনে একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে । শুধু তাই নয় দেশ জুড়ে এই কথা হোক সেই প্রভাবও ফেলতে পারে ছবি ৷ তাই আমি কেরিয়ারের শুরুর দিকেই এই নিয়ে সচেতন হয়েছিলাম ৷ আমার মনে হয়েছিল যেভাবে পর্দায় মেয়েদের দেখানো হয় তাতে পরিবর্তন আনা দরকার ৷"
রানির মতে, তিনি যখনই ছবি বেছেছেন এই কথা মাথায় রেখেই নির্বাচন করেছেন ৷ তাঁর মতে, কাহিনিতে নারী চরিত্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে ৷ তিনি স্বাধীনচেতা, সাহসী, দয়ালু এবং আবার একইসঙ্গে বহুমুখী প্রতিভার অধিকারিনী হবেন ৷ সেই ধরনের চরিত্রই রানি করতে চান ৷ এই নিয়ে বলতে গিয়ে নিজের ছবির উদাহরণও টেনে এনেছেন তিনি ৷
আরও পড়ুন: চেন্নাইয়ের জয়ে উচ্ছ্বসিত ফিল্মি দুনিয়া, ভালোবাসায় ভরালেন তারকারা
তিনি বলেন, "আপনি যদি 'ব্ল্যাক', 'বীর জারা', 'মরদানি সিরিজ', 'যুবা', 'নো ওয়ান কিলড জেসিকা', 'হিচকি' বা এমনকী আমার সাম্প্রতিক ছবি 'মিসেস চ্যাটার্জী বনাম নরওয়ে'র মতো ছবিগুলি দেখেন, দেখবেন যে চরিত্রগুলিকে আমি ফুটিয়ে তুলেছি সেই মেয়েরা গল্পের কেন্দ্রবিন্দু ৷ তাঁরাই সেই প্রধান চরিত্র (এখানে রানি ব্যবহার করেছেন Sheroes শব্দটি) যাঁদের মানুষ তাঁদের মতো করেই ভালোবাসা দিয়েছেন ৷"