ETV Bharat / entertainment

জাঁকজমক ছাড়াই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণদীপ-লিন - বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণদীপ লিন

Randeep Hooda wedding: বান্ধবী লিন লাইশরামের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন 'সরবজিৎ' খ্যাত অভিনেতা রণদীপ হুডা ৷ ইম্ফলে আগামিকাল অর্থাৎ 29 নভেম্বর ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে বসছে বিয়ের আসর ৷

Etv Bharat
বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণদীপ-লিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 9:37 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: তিনদিন আগেই নিজের বিয়ের কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা রণদীপ হুডা ৷ মণিপুরের ইম্ফলে বসছে বিয়ের আসর ৷ তবে আর পাঁচটা বলিউডি তারকাদের বিয়ের মতোই, এই বিয়ে হতে চলেছে কাছের পরিবার-পরিজনদের নিয়েই ৷ পাত্রী অভিনেত্রী লিন লাইশমার ৷ বিয়ের আগে হবু পাত্র-পাত্রী দেখা গিয়েছে ইম্ফলের এক মন্দিরে ভগবানের আশীর্বাদ নিতে ৷ সেখানেই অভিনেতা স্পষ্টত জানিয়েছেন, তাঁর বিয়েতে থাকবে না কোনও রকম বলিউডি জাঁকজমক ৷

রণদীপ এবং লিন বিয়ের আগে ভগবানের আশীর্বাদ নিতে গিয়েছিলেন ইম্ফল পূর্ব জেলার হেইঙ্গাং-এ শ্রী গোবিন্দাজি মন্দিরে ৷ হবু-দম্পতিদের দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে ৷ প্রার্থনার পর বেরিয়ে এসে অভিনেতা বলেন, "আমি আমাদের সুখী দাম্পত্য জীবন, মণিপুর ও পৃথিবীর সর্বত্র শান্তি প্রার্থনা করেছি ৷ আশা করছি ঈশ্বরের কাছে মন থেকে যা প্রার্থনা করেছি তা পাব।"

এরপরেই তাঁর বিয়েতে বলিউড তারকাদের কেউ উপস্থিত থাকবেন কি না, জানতে চাইলে রণদীপ বলেন, "এখানে শুধুমাত্র আমরাই থাকব ৷" এরপর প্রি-ওয়েডিং সেরেমনি নিয়ে তিনি জানান, ভীষণ উপভোগ করছি ৷ পরিবারের সকলে আনন্দে মেতে উঠেছে ৷

শনিবার ইন্সটাগ্রাম পোস্টে বিয়ের কার্ড শেয়ার করেন রণদীপ ৷ তিনি লেখেন,"মহাভারতে যেমন অর্জুন মণিপুরের রাজকন্যা-যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, তেমনই আমরা পরিবার ও বন্ধুদের আশীবার্দ নিয়ে বিয়ে করতে চলেছি ৷ সকলের সঙ্গে খুশির এই খবর ভাগ করে নিতে ভালো লাগছে ৷ আমরা বিয়ে করতে চলেছি 29 নভেম্বর ৷ মুম্বইয়ে হবে রিসেপশন ৷ নতুন এই জার্নিতে আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই ৷ সকলের কাছে ঋণী ও কৃতজ্ঞ৷" পাত্রীর পরিচিতি দিতে গেলে বলতে হয়, লিনকে দেখা গিয়েছে 'মেরি কম', 'রঙ্গুন'-এর মতো ছবিতে ৷ তিনি 2007 সালে 'ওম শান্তি ওম' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন ৷ এবার তিনি হতে চলেছেন রণদীপের ঘরনী ৷

আরও পড়ুন:

1. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

2. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

3. বিয়ের রাত কাটতেই না কাটতেই হাসপাতালে পরমপত্নী, কী হল পিয়ার ?

হায়দরাবাদ, 28 নভেম্বর: তিনদিন আগেই নিজের বিয়ের কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা রণদীপ হুডা ৷ মণিপুরের ইম্ফলে বসছে বিয়ের আসর ৷ তবে আর পাঁচটা বলিউডি তারকাদের বিয়ের মতোই, এই বিয়ে হতে চলেছে কাছের পরিবার-পরিজনদের নিয়েই ৷ পাত্রী অভিনেত্রী লিন লাইশমার ৷ বিয়ের আগে হবু পাত্র-পাত্রী দেখা গিয়েছে ইম্ফলের এক মন্দিরে ভগবানের আশীর্বাদ নিতে ৷ সেখানেই অভিনেতা স্পষ্টত জানিয়েছেন, তাঁর বিয়েতে থাকবে না কোনও রকম বলিউডি জাঁকজমক ৷

রণদীপ এবং লিন বিয়ের আগে ভগবানের আশীর্বাদ নিতে গিয়েছিলেন ইম্ফল পূর্ব জেলার হেইঙ্গাং-এ শ্রী গোবিন্দাজি মন্দিরে ৷ হবু-দম্পতিদের দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে ৷ প্রার্থনার পর বেরিয়ে এসে অভিনেতা বলেন, "আমি আমাদের সুখী দাম্পত্য জীবন, মণিপুর ও পৃথিবীর সর্বত্র শান্তি প্রার্থনা করেছি ৷ আশা করছি ঈশ্বরের কাছে মন থেকে যা প্রার্থনা করেছি তা পাব।"

এরপরেই তাঁর বিয়েতে বলিউড তারকাদের কেউ উপস্থিত থাকবেন কি না, জানতে চাইলে রণদীপ বলেন, "এখানে শুধুমাত্র আমরাই থাকব ৷" এরপর প্রি-ওয়েডিং সেরেমনি নিয়ে তিনি জানান, ভীষণ উপভোগ করছি ৷ পরিবারের সকলে আনন্দে মেতে উঠেছে ৷

শনিবার ইন্সটাগ্রাম পোস্টে বিয়ের কার্ড শেয়ার করেন রণদীপ ৷ তিনি লেখেন,"মহাভারতে যেমন অর্জুন মণিপুরের রাজকন্যা-যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, তেমনই আমরা পরিবার ও বন্ধুদের আশীবার্দ নিয়ে বিয়ে করতে চলেছি ৷ সকলের সঙ্গে খুশির এই খবর ভাগ করে নিতে ভালো লাগছে ৷ আমরা বিয়ে করতে চলেছি 29 নভেম্বর ৷ মুম্বইয়ে হবে রিসেপশন ৷ নতুন এই জার্নিতে আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই ৷ সকলের কাছে ঋণী ও কৃতজ্ঞ৷" পাত্রীর পরিচিতি দিতে গেলে বলতে হয়, লিনকে দেখা গিয়েছে 'মেরি কম', 'রঙ্গুন'-এর মতো ছবিতে ৷ তিনি 2007 সালে 'ওম শান্তি ওম' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন ৷ এবার তিনি হতে চলেছেন রণদীপের ঘরনী ৷

আরও পড়ুন:

1. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

2. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

3. বিয়ের রাত কাটতেই না কাটতেই হাসপাতালে পরমপত্নী, কী হল পিয়ার ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.