ETV Bharat / entertainment

Krishna Raj Banglow Decoration : বিয়ের জল্পনার মাঝেই আলোর মালায় সেজে উঠল রণবীরের মুম্বইয়ের বাংলো - Krishna Raj Banglow Decorated with Lights

রণবীর-আলিয়ার বিয়ের জল্পনার মাঝেই আলোর মালায় সেজে উঠল কৃষ্ণরাজ বাংলো (Krishna Raj Banglow Decorated with Lights )৷ যদিও বাড়িটিতে এখনও কাজ চলছে তবে জল্পনা অনুযায়ী, বিয়ের পর এখানে এসেই উঠবেন এই বলি যুগল ৷

Krishna Raj Banglow Decoration
বিয়ের জল্পনার মাঝেই আলোর মালায় সেজে উঠল রণবীরের মুম্বইয়ের বাংলো
author img

By

Published : Apr 12, 2022, 10:33 AM IST

মুম্বই, 12 এপ্রিল : রণবীর-আলিয়ার বিবাহ নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া ৷ পরিবারের তরফে যদিও এখনও কেউ সেভাবে মুখ খোলেননি ৷ তবে এরই মাঝে মুম্বইয়ে রণবীরের কৃষ্ণ রাজ বাংলোর ডেকোরেশন দেখে অনেকেই মনে করছেন বিয়ের জন্য়ই নতুন করে আলোর মালায় সেজে উঠেছে এই বাড়িটি (Krishna Raj Banglow Decorated with Lights)৷

মুম্বইয়ের চেম্বুরে অবস্থিত এই হাইরাইজটিকে নতুন করে সাজানো হয়েছে গোলাপী, বেগুনী এবং সোনালী আলোর মালায় ৷ যদিও বাড়িটিতে এখনও কাজ চলছে তবে জল্পনা অনুযায়ী, বিয়ের পর এখানে এসেই উঠবেন এই বলি যুগল ৷ এর আগে সোমবার রণবীরের বাড়ির সামনে একটি গাড়িকেও দেখা গিয়েছে যাতে ভর্তি ছিল সব্য়সাচীর ডিজাইনার বিয়ের পোশাক ৷

আরও পড়ুন : আলিয়া-রণবীরের বিয়ের আবহে সামনে এল তাঁদের নতুন ছবির পোস্টার

সুত্র বলছে, আরকে হাউসে চারদিন ধরে চলবে বিয়ের আচার অনুষ্ঠান ৷ যা শুরু হতে চলেছে 13 এপ্রিল ৷ এবং 15 এপ্রিল চারহাত এক হতে চলেছে আলিয়া-রণবীরের ৷ যদিও এক্ষেত্রে শিলমোহর পড়া এখনও বাকি ৷ 2018 সালে প্রথমবার একসঙ্গে সোনম কাপুরের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৷ অবশ্য রণবীর যে ছোটবেলার ক্রাশ একথাও আগেই স্বীকার করে নিয়েছিলেন আলিয়া ৷ কাজের কথা বলতে গেলে আগামীতে তাঁদের একসঙ্গেই পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷

মুম্বই, 12 এপ্রিল : রণবীর-আলিয়ার বিবাহ নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া ৷ পরিবারের তরফে যদিও এখনও কেউ সেভাবে মুখ খোলেননি ৷ তবে এরই মাঝে মুম্বইয়ে রণবীরের কৃষ্ণ রাজ বাংলোর ডেকোরেশন দেখে অনেকেই মনে করছেন বিয়ের জন্য়ই নতুন করে আলোর মালায় সেজে উঠেছে এই বাড়িটি (Krishna Raj Banglow Decorated with Lights)৷

মুম্বইয়ের চেম্বুরে অবস্থিত এই হাইরাইজটিকে নতুন করে সাজানো হয়েছে গোলাপী, বেগুনী এবং সোনালী আলোর মালায় ৷ যদিও বাড়িটিতে এখনও কাজ চলছে তবে জল্পনা অনুযায়ী, বিয়ের পর এখানে এসেই উঠবেন এই বলি যুগল ৷ এর আগে সোমবার রণবীরের বাড়ির সামনে একটি গাড়িকেও দেখা গিয়েছে যাতে ভর্তি ছিল সব্য়সাচীর ডিজাইনার বিয়ের পোশাক ৷

আরও পড়ুন : আলিয়া-রণবীরের বিয়ের আবহে সামনে এল তাঁদের নতুন ছবির পোস্টার

সুত্র বলছে, আরকে হাউসে চারদিন ধরে চলবে বিয়ের আচার অনুষ্ঠান ৷ যা শুরু হতে চলেছে 13 এপ্রিল ৷ এবং 15 এপ্রিল চারহাত এক হতে চলেছে আলিয়া-রণবীরের ৷ যদিও এক্ষেত্রে শিলমোহর পড়া এখনও বাকি ৷ 2018 সালে প্রথমবার একসঙ্গে সোনম কাপুরের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৷ অবশ্য রণবীর যে ছোটবেলার ক্রাশ একথাও আগেই স্বীকার করে নিয়েছিলেন আলিয়া ৷ কাজের কথা বলতে গেলে আগামীতে তাঁদের একসঙ্গেই পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.