ETV Bharat / entertainment

Ranbir Remembers Father Rishi : 'বাবা যদি দেখে যেতে পারতেন...', 'শামশেরা' নিয়ে আবেগী রণবীর - বাবা যদি দেখে যেতে পারতেন শামশেরা নিয়ে আবেগী রণবীর

নতুন ছবি শামশেরা-র ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ এবার ছবি নিয়ে মুখ খুলতে বাবাকে স্মরণ করলেন ঋষি পুত্র রণবীর কাপুর (Ranbir Kapoor on Rishi Kapoor)৷ রণবীর বলেন, "আমি সত্যিই কামনা করছি, আমার বাবা যদি বেঁচে থাকতেন এই ছবিটি দেখার জন্য ৷...আমি আশা করি যে কোথাও কোথাও তিনি ঠিক দেখছেন এবং তিনি আমাকে নিয়ে গর্বিত। "

Ranbir Remembers Father Rishi
'বাবা যদি দেখে যেতে পারতেন...', 'শামশেরা' নিয়ে আবেগী রণবীর
author img

By

Published : Jun 24, 2022, 2:22 PM IST

নয়াদিল্লি, 24 জুন : শুক্রবারই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের আসন্ন ছবি 'শামশেরা'র ট্রেলার ৷ হিন্দি ছবির পুরনো সুপারহিট ফর্মুলা মেনেই এগোচ্ছে এই ছবির গল্প ৷ 'দুষ্টের দমন শিষ্টের পালন' এবং সঙ্গে প্রেমের হালকা গরম মশলা ৷ একটা সময় পর্যন্ত বিগ বাজেট হিন্দি ছবির এটাই ছিল এটাই ছিল রেসিপি ৷ ফের একবার সেই নায়ক নির্ভর ছবির নস্টালজিয়াকেই ফিরিয়ে আনতে চলেছে রণবীরের নতুন ছবি 'শামশেরা' ৷ সম্প্রতি রণবীর জানিয়েছেন তাঁর বাবা অর্থাৎ প্রয়াত অভিনেতা ঋষি কাপুর বেঁচে থাকলেও খুব পছন্দ করতেন এই অ্যাকশন এন্টারটেইনার ৷

রণবীর বলেন, "আমি সত্যিই আশা করছি, বাবা যদি ছবিমুক্তি দেখে যেতে পারতেন (Ranbir Kapoor on Rishi Kapoor) ৷ তিনি সবসময় তাঁর সমালোচনার বিষয়ে সৎ থেকেছেন ৷ বিশেষ করে আমার কাজ নিয়ে যদি তিনি কিছু পছন্দ করেন বা না পছন্দ করেন । তাই এটা ভীষণ দুঃখজনক যে উনি এটা দেখে যেতে পারলেন না ৷ কিন্তু আমি সত্যিই উচ্ছ্বসিত যে আমি এরকম একটি ছবি করতে পেরেছি এবং আমি আশা করি যে কোথাও কোথাও তিনি ঠিক দেখছেন এবং তিনি আমাকে নিয়ে গর্বিত। "

আরও পড়ুন : ডাকাত-সর্দারের বেশে ফের ছক ভাঙলেন রণবীর, সামনে এল বহু প্রতীক্ষিত 'শামশেরা'-র ট্রেলার

করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে একজন ডাকাত সর্দারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর ৷ তিনি এমন এক ডাকাত যিনি কর্মে ডাকাত হলেও ধর্মে স্বাধীন ৷ পরাধীন ভারতের পটভূমিতে তৈরি এই গল্পে এই ডাকাত সর্দার শামশেরা আপনাকে মনে করিয়ে দিতেও পারে স্বদেশী ডাকাতদের কথা ৷ আগামী 22 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ৷

নয়াদিল্লি, 24 জুন : শুক্রবারই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের আসন্ন ছবি 'শামশেরা'র ট্রেলার ৷ হিন্দি ছবির পুরনো সুপারহিট ফর্মুলা মেনেই এগোচ্ছে এই ছবির গল্প ৷ 'দুষ্টের দমন শিষ্টের পালন' এবং সঙ্গে প্রেমের হালকা গরম মশলা ৷ একটা সময় পর্যন্ত বিগ বাজেট হিন্দি ছবির এটাই ছিল এটাই ছিল রেসিপি ৷ ফের একবার সেই নায়ক নির্ভর ছবির নস্টালজিয়াকেই ফিরিয়ে আনতে চলেছে রণবীরের নতুন ছবি 'শামশেরা' ৷ সম্প্রতি রণবীর জানিয়েছেন তাঁর বাবা অর্থাৎ প্রয়াত অভিনেতা ঋষি কাপুর বেঁচে থাকলেও খুব পছন্দ করতেন এই অ্যাকশন এন্টারটেইনার ৷

রণবীর বলেন, "আমি সত্যিই আশা করছি, বাবা যদি ছবিমুক্তি দেখে যেতে পারতেন (Ranbir Kapoor on Rishi Kapoor) ৷ তিনি সবসময় তাঁর সমালোচনার বিষয়ে সৎ থেকেছেন ৷ বিশেষ করে আমার কাজ নিয়ে যদি তিনি কিছু পছন্দ করেন বা না পছন্দ করেন । তাই এটা ভীষণ দুঃখজনক যে উনি এটা দেখে যেতে পারলেন না ৷ কিন্তু আমি সত্যিই উচ্ছ্বসিত যে আমি এরকম একটি ছবি করতে পেরেছি এবং আমি আশা করি যে কোথাও কোথাও তিনি ঠিক দেখছেন এবং তিনি আমাকে নিয়ে গর্বিত। "

আরও পড়ুন : ডাকাত-সর্দারের বেশে ফের ছক ভাঙলেন রণবীর, সামনে এল বহু প্রতীক্ষিত 'শামশেরা'-র ট্রেলার

করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে একজন ডাকাত সর্দারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর ৷ তিনি এমন এক ডাকাত যিনি কর্মে ডাকাত হলেও ধর্মে স্বাধীন ৷ পরাধীন ভারতের পটভূমিতে তৈরি এই গল্পে এই ডাকাত সর্দার শামশেরা আপনাকে মনে করিয়ে দিতেও পারে স্বদেশী ডাকাতদের কথা ৷ আগামী 22 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.