ETV Bharat / entertainment

Ram Charan First Child: কন্যা সন্তানের বাবা হলেন সুপারস্টার রাম চরণ - Ram Charan First Child

বাবা হলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ৷ মঙ্গলবার জন্ম হল তাঁদের প্রথম কন্যা সন্তানের ৷

Ram Charan First Child
বাবা হলেন রাম চরণ
author img

By

Published : Jun 20, 2023, 9:32 AM IST

Updated : Jun 20, 2023, 10:04 AM IST

হায়দরাবাদ, 20 জুন: বাবা হলেন 'আরআরআর' স্টার তথা চিরঞ্জিবী পুত্র রাম চরণ ৷ খবর অনুযায়ী, মঙ্গলবার ভোর রাতে পরিবারের এই নতুন সদস্যকে স্বাগত জানালেন রাম চরণ-উপাসনা ৷ অ্যাপেলো হাসপাতালের তরফে জারি করা একটি মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে কন্যা সন্তানের বাবা হয়েছেন এই দক্ষিণী সুপারস্টার ৷

হায়দরাবাদের এই বেসরকারি হাসপাতালের তরফে জারি করা মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, 20 জুন জুবিলি হিলসের অ্যাপেলো হাসপাতালে প্রথম কন্য়াসন্তানের মা হয়েছেন উপাসনা কামিনেনি ৷ মা এবং শিশু দু'জনেই বর্তমানে ভালো রয়েছে ৷ এই খবরে রীতিমতো উল্লসিত বিনোদন দুনিয়া ৷ রাকুলপ্রীত সিং তো ইতিমধ্য়েই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে ৷ তিনি লিখেছেন, "দারুণ খবর, অভিনন্দন উপসনা-রাম চরণ ৷ ওর জীবন আনন্দ এবং ভালোবাসায় ভরে উঠুক ৷"

2012 সালের জুন মাসে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন রাম চরণ-উপাসনা ৷ কয়েকদিন আগেই বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে একটি সুন্দর অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন এই সুপারস্টার ৷ গত বছর ডিসেম্বরে এই তারকা জুটি সোশাল মিডিয়া পোস্টের মাধ্য়মে জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি তাঁদের দুনিয়ায় এক নতুন সদস্য়কে স্বাগত জানাতে চলেছেন তাঁরা ৷ এবার শেষ হল সেই অপেক্ষা ৷

Ram Charan First Child
বাবা হলেন অভিনেতা রাম চরণ

আরও পড়ুন: 80 লক্ষ টাকা প্রতারণার শিকার রশ্মিকা, বহিষ্কার অভিযুক্ত ম্যানেজার

অভিনয়ের কথা বলতে গেলে অভিনেতা এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবির কাজ নিয়ে ৷ আগামী ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানির সঙ্গে ৷ কয়েকদিন আগেই সামনে এসেছে ছবির নাম ৷ এস শঙ্কর পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে তিনটি ভাষায় ৷ তেলেগু, তামিল এবং হিন্দি ভাষায় 'গেমচেঞ্জার' ছবিটি মুক্তি পেতে চলেছে ঠিকই যদিও এর মুক্তির দিন এখনও সামনে আসেনি ৷ তবে জানা গিয়েছে ছবিতে অন্যান্য় চরিত্রে অভিনয় করতে চলেছেন এসজে সূর্য, জয়রাম, অঞ্জলি এবং শ্রীকান্তের মতো অভিনেতা অভিনেত্রীরা ।

হায়দরাবাদ, 20 জুন: বাবা হলেন 'আরআরআর' স্টার তথা চিরঞ্জিবী পুত্র রাম চরণ ৷ খবর অনুযায়ী, মঙ্গলবার ভোর রাতে পরিবারের এই নতুন সদস্যকে স্বাগত জানালেন রাম চরণ-উপাসনা ৷ অ্যাপেলো হাসপাতালের তরফে জারি করা একটি মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে কন্যা সন্তানের বাবা হয়েছেন এই দক্ষিণী সুপারস্টার ৷

হায়দরাবাদের এই বেসরকারি হাসপাতালের তরফে জারি করা মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, 20 জুন জুবিলি হিলসের অ্যাপেলো হাসপাতালে প্রথম কন্য়াসন্তানের মা হয়েছেন উপাসনা কামিনেনি ৷ মা এবং শিশু দু'জনেই বর্তমানে ভালো রয়েছে ৷ এই খবরে রীতিমতো উল্লসিত বিনোদন দুনিয়া ৷ রাকুলপ্রীত সিং তো ইতিমধ্য়েই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে ৷ তিনি লিখেছেন, "দারুণ খবর, অভিনন্দন উপসনা-রাম চরণ ৷ ওর জীবন আনন্দ এবং ভালোবাসায় ভরে উঠুক ৷"

2012 সালের জুন মাসে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন রাম চরণ-উপাসনা ৷ কয়েকদিন আগেই বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে একটি সুন্দর অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন এই সুপারস্টার ৷ গত বছর ডিসেম্বরে এই তারকা জুটি সোশাল মিডিয়া পোস্টের মাধ্য়মে জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি তাঁদের দুনিয়ায় এক নতুন সদস্য়কে স্বাগত জানাতে চলেছেন তাঁরা ৷ এবার শেষ হল সেই অপেক্ষা ৷

Ram Charan First Child
বাবা হলেন অভিনেতা রাম চরণ

আরও পড়ুন: 80 লক্ষ টাকা প্রতারণার শিকার রশ্মিকা, বহিষ্কার অভিযুক্ত ম্যানেজার

অভিনয়ের কথা বলতে গেলে অভিনেতা এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবির কাজ নিয়ে ৷ আগামী ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানির সঙ্গে ৷ কয়েকদিন আগেই সামনে এসেছে ছবির নাম ৷ এস শঙ্কর পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে তিনটি ভাষায় ৷ তেলেগু, তামিল এবং হিন্দি ভাষায় 'গেমচেঞ্জার' ছবিটি মুক্তি পেতে চলেছে ঠিকই যদিও এর মুক্তির দিন এখনও সামনে আসেনি ৷ তবে জানা গিয়েছে ছবিতে অন্যান্য় চরিত্রে অভিনয় করতে চলেছেন এসজে সূর্য, জয়রাম, অঞ্জলি এবং শ্রীকান্তের মতো অভিনেতা অভিনেত্রীরা ।

Last Updated : Jun 20, 2023, 10:04 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.