ETV Bharat / entertainment

Ram Charan popular than SRK: জনপ্রিয়তায় শাহরুখকে পিছনে ফেলে 'নাম্বর ওয়ান' রামচরণ - অস্কার অনুষ্ঠান

রামচরণের জনপ্রিয়তাই আইএমবি (IMDb)-র পপুলার ভারতীয় তারকা (Popular Indian Celebrities)-র তালিকার এক নম্বরে নিয়ে এসেছে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট (Ali Bhatt) ৷

Ram Charan tops IMDb's list
একনম্বরে অভিনেতা রামচরণ
author img

By

Published : Mar 21, 2023, 8:49 PM IST

হায়দরাবাদ, 21 মার্চ: স্থানীয় সুপারস্টার থেকে আজ তিনি আন্তর্জাতিক স্টার ৷ তেলেগু ছবির সুপারহিরো রামচরণ (Ram Charan) আজ বিশ্বের সিনেমপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে ৷ অস্কার মঞ্চে 'নাতু নাতু'-র সেরার সেরা সম্মান পাওয়ার পর থেকেই এমন কোনও একটা দিন যায়নি যেদিন সোশাল মিডিয়ায় ট্রেন্ড করেননি অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর (Jr. NTR) ৷ রামচরণের এই জনপ্রিয়তাই তাঁকে আইএমবি (IMDb)-র পপুলার ভারতীয় তারকার (Popular Indian Celebrities) তালিকার এক নম্বরে নিয়ে এসেছে ৷

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আইএমবি এক সমীক্ষা শুরু করে ৷ যেখানে সিনেমা, ছোটপর্দা বা অনান্য তারকাদের মধ্যে বিশ্ব দরবারেও জনপ্রিয় কারা, তা তুলে ধরা হয় ৷ এই সপ্তাহে সেই তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন অভিনেতা রামচরণ (Ram Charan has topped the list) ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট (Ali Bhatt) ৷

তালিকা থেকে জানা গিয়েছে, চতুর্থ স্থান ধরে রেখেছেন অভিনেত্রী নিমরত কৌর ও পঞ্চমস্থানে রয়েছেন প্রিয়া বন্দ্যোপাধ্যায় ৷ রামচরণের কো-স্টার জুনিয়র এনটিআর তালিকার ছয় নম্বরে রয়েছেন ৷ এছাড়াও তালিকায় রয়েছেন শাহরুখ খান, রাশি খান্না ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ সেরা জনপ্রিয় তারকার খেতাব জেতার পরেই সেই খুশি সোশাল দুনিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন রামচরণের স্ত্রী, উপাসনা-ও ৷ ইন্সটাগ্রামে স্টোরি শেয়ার করে লিখেছেন, "সম্প্রতি আমার জীবনেও এক নম্বরে ট্রেন্ড করছেন রামচরণ ৷" উল্লেখ্য রামচরণ-উপাসনা খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন ৷ 2012 জুলাইতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷

আরও পড়ুন: ছবির তৃতীয় গানে গলা দিলেন সলমন, রোমান্স জমল পূজার সঙ্গে

পাশাপাশি, 'অস্কার' অনুষ্ঠান থেকে দেশে ফিরে কাজে মন দিয়েছেন অভিনেতা রামচরণ ৷ ফিরেছেন 'আরসি15' (RC15)-র শুটিং ফ্লোরে ৷ শঙ্কর পরিচালিত এই ছবিতে রামচরণের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীকে৷

হায়দরাবাদ, 21 মার্চ: স্থানীয় সুপারস্টার থেকে আজ তিনি আন্তর্জাতিক স্টার ৷ তেলেগু ছবির সুপারহিরো রামচরণ (Ram Charan) আজ বিশ্বের সিনেমপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে ৷ অস্কার মঞ্চে 'নাতু নাতু'-র সেরার সেরা সম্মান পাওয়ার পর থেকেই এমন কোনও একটা দিন যায়নি যেদিন সোশাল মিডিয়ায় ট্রেন্ড করেননি অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর (Jr. NTR) ৷ রামচরণের এই জনপ্রিয়তাই তাঁকে আইএমবি (IMDb)-র পপুলার ভারতীয় তারকার (Popular Indian Celebrities) তালিকার এক নম্বরে নিয়ে এসেছে ৷

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আইএমবি এক সমীক্ষা শুরু করে ৷ যেখানে সিনেমা, ছোটপর্দা বা অনান্য তারকাদের মধ্যে বিশ্ব দরবারেও জনপ্রিয় কারা, তা তুলে ধরা হয় ৷ এই সপ্তাহে সেই তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন অভিনেতা রামচরণ (Ram Charan has topped the list) ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট (Ali Bhatt) ৷

তালিকা থেকে জানা গিয়েছে, চতুর্থ স্থান ধরে রেখেছেন অভিনেত্রী নিমরত কৌর ও পঞ্চমস্থানে রয়েছেন প্রিয়া বন্দ্যোপাধ্যায় ৷ রামচরণের কো-স্টার জুনিয়র এনটিআর তালিকার ছয় নম্বরে রয়েছেন ৷ এছাড়াও তালিকায় রয়েছেন শাহরুখ খান, রাশি খান্না ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ সেরা জনপ্রিয় তারকার খেতাব জেতার পরেই সেই খুশি সোশাল দুনিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন রামচরণের স্ত্রী, উপাসনা-ও ৷ ইন্সটাগ্রামে স্টোরি শেয়ার করে লিখেছেন, "সম্প্রতি আমার জীবনেও এক নম্বরে ট্রেন্ড করছেন রামচরণ ৷" উল্লেখ্য রামচরণ-উপাসনা খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন ৷ 2012 জুলাইতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷

আরও পড়ুন: ছবির তৃতীয় গানে গলা দিলেন সলমন, রোমান্স জমল পূজার সঙ্গে

পাশাপাশি, 'অস্কার' অনুষ্ঠান থেকে দেশে ফিরে কাজে মন দিয়েছেন অভিনেতা রামচরণ ৷ ফিরেছেন 'আরসি15' (RC15)-র শুটিং ফ্লোরে ৷ শঙ্কর পরিচালিত এই ছবিতে রামচরণের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীকে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.