ETV Bharat / entertainment

Ram Charan Meets US Fans: অস্কারের আগে মার্কিন ভক্তদের সঙ্গে আলাপচারিতা রাম চরণের

2023 সালের অস্কার অনুষ্ঠানের আগে লস অ্যাঞ্জেলেসে তাঁর মার্কিন ভক্তদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন আরআরআর (RRR in Oscar) অভিনেতা রাম চরণ (Ram Charan Meets US Fans)। একটি মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে যোগ দেন তিনি ৷

Ram Charan ETV Bharat
রাম চরণ
author img

By

Published : Mar 12, 2023, 2:08 PM IST

হায়দরাবাদ, 12 মার্চ: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (RRR in Oscar) অনুষ্ঠানের প্রাক্কালে লস অ্যাঞ্জেলেসে একটি মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে যোগ দিলেন আরআরআর স্টার রাম চরণ (Ram Charan Meets US Fans)৷ তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ বরাবর জনগণের সঙ্গে মিশে থাকা মানুষটি তাঁর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টা সময় কাটালেন ৷ একে একে কথা বললেন প্রত্যেকের সঙ্গে ৷

আরআরআর খ্যাত অভিনেতা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscar 2023) অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ তাঁর অ্যাকশন ড্রামা আরআরআর-এর গান নাতু নাতু গোল্ডেন গ্লোবে দুর্দান্ত জয়ের পরে অস্কারের আসরে 'সেরা মৌলিক গান' বিভাগে মনোনীত হয়েছে । শুধু তাই নয়, এই গানের সরাসরি সম্প্রচার হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে ৷

মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে রাম চরণের পোশাক ছিল একেবারে সাদামাটা ৷ বুকের কাছে সবুজ প্যাচ সেলাই করা একটি সাদা শার্ট ও সবুজ রঙের প্যান্ট পরেছিলেন তিনি । সঙ্গে ছিল সাদা জুতো আর কালো ফ্রেমের বেগুনি রঙের রোদচশমা ৷ তাঁর মার্কিন ভক্তদের শুভেচ্ছা জানান আরআরআর স্টার ৷ সবার সঙ্গে তেলুগু এবং ইংরেজি মিশিয়ে কথাবার্তা বলেন । তিনি বলেন, "আমি আপনাদের সবার সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করতে চেয়েছিলাম ৷"

  • "నేను ఇక్కడ కూర్చొని మాట్లాడడం కాదు. I Want to Give My Time to You & Meet You All Personally. I Will Come to Your Tables" ❤️#GlobalStar @AlwaysRamCharan garu’s Love towards his fans 🙏🏻👍

    Charan garu spent two and half hours with Fans & mark a life time spl moments to them ❤️ pic.twitter.com/DHFq3B5XD6

    — SivaCherry (@sivacherry9) March 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরআরআর মুক্তির পর থেকে বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকদের দরবারে হাজির হয়েছেন রাম চরণ (Ram Charan)৷ আরআরআর-এর প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ঘোরা থেকে শুরু করে, পুরষ্কার অনুষ্ঠানে যোগদান করা, স্থানীয় মিডিয়ার সঙ্গে আলাপচারিতা এবং বিভিন্ন টক শোতে উপস্থিত থেকেছেন রাম চরণ ৷

আরও পড়ুন: রামচরণ বা জুনিয়র এনটিআর নয় ! অস্কারের মঞ্চে নাতু নাতু'তে কে কোমর দোলাবে জানেন ?

12 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ আর এ বার অস্কারের আসরে ভারতের নাম উজ্জ্বল করেছে এসএস রাজামৌলীর আরআরআর ৷ যে কোনও চলচ্চিত্র নির্মাতার জন্য সাফল্যের শিখর হিসাবে বিবেচিত হয় অস্কার পুরস্কার । যদিও ভারতীয় এবং ভারতীয় থিম-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পূর্বে অস্কার ঘরে তুলেছে ৷ নাতু নাতু হল প্রথম "মেড ইন ইন্ডিয়া" ফিল্ম যার সামনে রয়েছে সেরা গানের বিভাগে অস্কার জয়ের সুযোগ ।

হায়দরাবাদ, 12 মার্চ: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (RRR in Oscar) অনুষ্ঠানের প্রাক্কালে লস অ্যাঞ্জেলেসে একটি মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে যোগ দিলেন আরআরআর স্টার রাম চরণ (Ram Charan Meets US Fans)৷ তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ বরাবর জনগণের সঙ্গে মিশে থাকা মানুষটি তাঁর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টা সময় কাটালেন ৷ একে একে কথা বললেন প্রত্যেকের সঙ্গে ৷

আরআরআর খ্যাত অভিনেতা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscar 2023) অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ তাঁর অ্যাকশন ড্রামা আরআরআর-এর গান নাতু নাতু গোল্ডেন গ্লোবে দুর্দান্ত জয়ের পরে অস্কারের আসরে 'সেরা মৌলিক গান' বিভাগে মনোনীত হয়েছে । শুধু তাই নয়, এই গানের সরাসরি সম্প্রচার হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে ৷

মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে রাম চরণের পোশাক ছিল একেবারে সাদামাটা ৷ বুকের কাছে সবুজ প্যাচ সেলাই করা একটি সাদা শার্ট ও সবুজ রঙের প্যান্ট পরেছিলেন তিনি । সঙ্গে ছিল সাদা জুতো আর কালো ফ্রেমের বেগুনি রঙের রোদচশমা ৷ তাঁর মার্কিন ভক্তদের শুভেচ্ছা জানান আরআরআর স্টার ৷ সবার সঙ্গে তেলুগু এবং ইংরেজি মিশিয়ে কথাবার্তা বলেন । তিনি বলেন, "আমি আপনাদের সবার সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করতে চেয়েছিলাম ৷"

  • "నేను ఇక్కడ కూర్చొని మాట్లాడడం కాదు. I Want to Give My Time to You & Meet You All Personally. I Will Come to Your Tables" ❤️#GlobalStar @AlwaysRamCharan garu’s Love towards his fans 🙏🏻👍

    Charan garu spent two and half hours with Fans & mark a life time spl moments to them ❤️ pic.twitter.com/DHFq3B5XD6

    — SivaCherry (@sivacherry9) March 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরআরআর মুক্তির পর থেকে বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকদের দরবারে হাজির হয়েছেন রাম চরণ (Ram Charan)৷ আরআরআর-এর প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ঘোরা থেকে শুরু করে, পুরষ্কার অনুষ্ঠানে যোগদান করা, স্থানীয় মিডিয়ার সঙ্গে আলাপচারিতা এবং বিভিন্ন টক শোতে উপস্থিত থেকেছেন রাম চরণ ৷

আরও পড়ুন: রামচরণ বা জুনিয়র এনটিআর নয় ! অস্কারের মঞ্চে নাতু নাতু'তে কে কোমর দোলাবে জানেন ?

12 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ আর এ বার অস্কারের আসরে ভারতের নাম উজ্জ্বল করেছে এসএস রাজামৌলীর আরআরআর ৷ যে কোনও চলচ্চিত্র নির্মাতার জন্য সাফল্যের শিখর হিসাবে বিবেচিত হয় অস্কার পুরস্কার । যদিও ভারতীয় এবং ভারতীয় থিম-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পূর্বে অস্কার ঘরে তুলেছে ৷ নাতু নাতু হল প্রথম "মেড ইন ইন্ডিয়া" ফিল্ম যার সামনে রয়েছে সেরা গানের বিভাগে অস্কার জয়ের সুযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.