ETV Bharat / entertainment

Raju Srivastava Health Update সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে রাজুর, জানালেন শেখর সুমন

বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের অবস্থা এখনও আশঙ্কাজনক । এদিন তাঁর অবস্থার কথা জানিয়ে একটি টুইট করেছেন অভিনেতা শেখর সুমন (Raju Srivastava health deteriorates once again)৷

author img

By

Published : Aug 18, 2022, 4:40 PM IST

Raju Srivastava Health Update
সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে রাজু শ্রীবাস্তবের জানালেন শেখর সুমন

নয়া দিল্লি, 18 অগস্ট: বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের চেতনা এখনও ফেরেনি (Raju Srivastava health deteriorates once again)। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখনও যথেষ্ট আশঙ্কাজনক । হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন আগেই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি ৷ ধীরে ধীরে অবশ্য় চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছিলেন তিনি ৷ অ্যাঞ্জিওগ্রাফির পর তাঁর জ্ঞান ফিরতে সময় লাগবে জানালেও পরিবারের তরফে জানানো হয় তাঁর অবস্থা স্থিতিশীল ৷

চিকিৎসকরা জানিয়েছেন, কৌতুক অভিনেতার মস্তিষ্কে আঘাতের চিহ্ন রয়েছে ৷ তবে তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক । গত 13 অগস্ট রাজুর এমআরআই করা হয় । এমআরআই রিপোর্টে মাথায় বেশ কিছু আঘাতের দাগ দেখা গিয়েছে । বিখ্যাত অভিনেতা শেখর সুমন এদিন টুইট করেছেন রাজুর অবস্থা সম্পর্কে ৷ তিনি লেখেন, "রাজুর স্বাস্থ্য সম্পর্কে আজকের আপডেট হল তিনি স্থিতিশীল । যদিও তিনি এখনও অজ্ঞান । তাঁর সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে । তাঁর দ্রুত আরোগ্যের জন্য় প্রার্থনা করি।"

  • Today's update on Raju's health is that he is stable.Still unconscious but stable.Will take a week to recover.Prayers for a quick recovery🙏har har mahadev.

    — Shekhar Suman (@shekharsuman7) August 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত এই কমেডিয়ান কয়েকদিন আগেই দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ হোটেলের ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: ভাইরাল শাহিদ মীরার নাচের ভিডিয়ো, রোমান্টিক রসায়নে মুগ্ধ নেটপাড়া

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) 'ম্যায়নে প্যায়ার কিয়া' (1989), 'বাজিগর' (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে ৷

নয়া দিল্লি, 18 অগস্ট: বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের চেতনা এখনও ফেরেনি (Raju Srivastava health deteriorates once again)। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখনও যথেষ্ট আশঙ্কাজনক । হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন আগেই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি ৷ ধীরে ধীরে অবশ্য় চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছিলেন তিনি ৷ অ্যাঞ্জিওগ্রাফির পর তাঁর জ্ঞান ফিরতে সময় লাগবে জানালেও পরিবারের তরফে জানানো হয় তাঁর অবস্থা স্থিতিশীল ৷

চিকিৎসকরা জানিয়েছেন, কৌতুক অভিনেতার মস্তিষ্কে আঘাতের চিহ্ন রয়েছে ৷ তবে তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক । গত 13 অগস্ট রাজুর এমআরআই করা হয় । এমআরআই রিপোর্টে মাথায় বেশ কিছু আঘাতের দাগ দেখা গিয়েছে । বিখ্যাত অভিনেতা শেখর সুমন এদিন টুইট করেছেন রাজুর অবস্থা সম্পর্কে ৷ তিনি লেখেন, "রাজুর স্বাস্থ্য সম্পর্কে আজকের আপডেট হল তিনি স্থিতিশীল । যদিও তিনি এখনও অজ্ঞান । তাঁর সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে । তাঁর দ্রুত আরোগ্যের জন্য় প্রার্থনা করি।"

  • Today's update on Raju's health is that he is stable.Still unconscious but stable.Will take a week to recover.Prayers for a quick recovery🙏har har mahadev.

    — Shekhar Suman (@shekharsuman7) August 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত এই কমেডিয়ান কয়েকদিন আগেই দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ হোটেলের ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: ভাইরাল শাহিদ মীরার নাচের ভিডিয়ো, রোমান্টিক রসায়নে মুগ্ধ নেটপাড়া

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) 'ম্যায়নে প্যায়ার কিয়া' (1989), 'বাজিগর' (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.