ETV Bharat / entertainment

Raj-Subhashree Vacation Pics: ছেলেকে নিয়ে খোশমেজাজে রাজ-শুভশ্রী, দেখুন জুটির 'ছুটির ডায়েরি' - মায়ের সঙ্গে পোজ দিতে ব্যস্ত ইউভান

ছেলেকে নিয়ে খোশমেজাজে ছুটি কাটাচ্ছেন রাজ-শুভশ্রী ৷ ছোট্ট ইউভানবাবু কখনও ব্যস্ত জিরাফকে খাবার খাওয়াতে আবার কখনও ব্যস্ত মায়ের সঙ্গে পোজ দিতে ৷

Raj Subhashree Vacation Pics with yuvaan
ছেলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রাজ শুভশ্রী
author img

By

Published : Jul 18, 2023, 11:44 AM IST

হায়দরাবাদ, 18 জুলাই: প্রায়শই কাজের ফাঁকে ছেলেকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন রাজ-শুভশ্রী ৷ বিশেষত শুভশ্রী তো প্রায়শই তাঁর ছেলের সঙ্গে নানান মজার ভিডিয়ো শেয়ার করেই থাকেন ৷ এবার ফের একবার তাঁকে দেখা গেল খোশমেজাজে ৷ ছেলেকে সঙ্গে নিয়ে ঠিক কোথায় ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি তা অবশ্য় খোলসা করেননি তাঁরা ৷ তবে তিন মূর্তি রিলস আর ছবি এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ বিশেষত ছোট্ট ইউভানের কর্মকাণ্ড দেখে তো বেশ মজা পাচ্ছে নেটপাড়া ৷ মঙ্গলবার সকালেও রাজের হাত ধরে সামনে এল একটি নতুন ভিডিয়ো ৷

Raj Subhashree Vacation Pics
ইউভানের সঙ্গে সেলফি

সোমবার বাবার সঙ্গে বালুতটে হেঁটে বেড়াতে দেখা গিয়েছিল এই খুদে 'সুপারস্টার'কে ৷ আবার কখনও মায়ের সঙ্গে বসে ক্যামেরার জন্য কেতাবি ঢঙে পোজও দিয়েছিলেন ইউভান ৷ যতই হোক বাঙালি বলে কথা ! খাবার দাবারের ছবিও শেয়ার করতে ভোলেননি অভিনেত্রী ৷ পানীয়ের গ্লাস হাতে কীভাবে মেতে উঠেছে গোটা পরিবার তারও একটি ঝলক এদিন শেয়ার করেছিলেন তিনি ৷

Raj Subhashree Vacation Pics
মায়ের সঙ্গে পোজ দিতে ব্যস্ত ইউভান

আর মঙ্গলবারের ভিডিয়োতে কী কাণ্ড ঘটালেন সোশালের এই খুদে সেনসেশন? এর আগের ছুটিতে হাতির পিঠে চড়ে তাঁর সাফারির ভিডিয়ো বেশ নজর কেড়েছিল অনুরাগীদের ৷ আর মঙ্গলবার সকালে রাজ যে রিলসটি শেয়ার করলেন তাতে ইউভানবাবু মেতে উঠলেন জিরাফ নিয়ে ৷ চিড়িয়াখানায় বেড়ার ওপারে থাকা একটি জিরাফকে নিজে হাতে খাবার খাইয়ে দিলেন জুনিয়র রাজ ৷ সঙ্গে ছিলেন শুভশ্রীও ৷ আর সেই ভিডিয়োই ক্য়ামেরা বন্দি করে সোশালে শেয়ার করেছেন পরিচালক ৷

Raj Subhashree Vacation Pics
জিরাফকে খাবার দিচ্ছেন ইউভানবাবু

আরও পড়ুন: 'গর্ভবতী নই, তাই বিয়ের তাড়া নেই', নেটিজেনের প্রশ্নে জবাব তাপসীর

আগামী দিনে রাজের হাত ধরে ওয়েবে মুক্তি পেতে চলেছে নতুন সিরিজ 'আবার প্রলয়' ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন পরিচালক ৷ আগামী 19 জুলাই মুক্তি পেতে চলেছে সিরিজের ট্রেলার ৷ ইতিমধ্য়েই টিজার নিয়ে যথেষ্ট হইচই শুরু হয়ে গিয়েছে নানা মহলে ৷ সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাকেও ৷

হায়দরাবাদ, 18 জুলাই: প্রায়শই কাজের ফাঁকে ছেলেকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন রাজ-শুভশ্রী ৷ বিশেষত শুভশ্রী তো প্রায়শই তাঁর ছেলের সঙ্গে নানান মজার ভিডিয়ো শেয়ার করেই থাকেন ৷ এবার ফের একবার তাঁকে দেখা গেল খোশমেজাজে ৷ ছেলেকে সঙ্গে নিয়ে ঠিক কোথায় ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি তা অবশ্য় খোলসা করেননি তাঁরা ৷ তবে তিন মূর্তি রিলস আর ছবি এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ বিশেষত ছোট্ট ইউভানের কর্মকাণ্ড দেখে তো বেশ মজা পাচ্ছে নেটপাড়া ৷ মঙ্গলবার সকালেও রাজের হাত ধরে সামনে এল একটি নতুন ভিডিয়ো ৷

Raj Subhashree Vacation Pics
ইউভানের সঙ্গে সেলফি

সোমবার বাবার সঙ্গে বালুতটে হেঁটে বেড়াতে দেখা গিয়েছিল এই খুদে 'সুপারস্টার'কে ৷ আবার কখনও মায়ের সঙ্গে বসে ক্যামেরার জন্য কেতাবি ঢঙে পোজও দিয়েছিলেন ইউভান ৷ যতই হোক বাঙালি বলে কথা ! খাবার দাবারের ছবিও শেয়ার করতে ভোলেননি অভিনেত্রী ৷ পানীয়ের গ্লাস হাতে কীভাবে মেতে উঠেছে গোটা পরিবার তারও একটি ঝলক এদিন শেয়ার করেছিলেন তিনি ৷

Raj Subhashree Vacation Pics
মায়ের সঙ্গে পোজ দিতে ব্যস্ত ইউভান

আর মঙ্গলবারের ভিডিয়োতে কী কাণ্ড ঘটালেন সোশালের এই খুদে সেনসেশন? এর আগের ছুটিতে হাতির পিঠে চড়ে তাঁর সাফারির ভিডিয়ো বেশ নজর কেড়েছিল অনুরাগীদের ৷ আর মঙ্গলবার সকালে রাজ যে রিলসটি শেয়ার করলেন তাতে ইউভানবাবু মেতে উঠলেন জিরাফ নিয়ে ৷ চিড়িয়াখানায় বেড়ার ওপারে থাকা একটি জিরাফকে নিজে হাতে খাবার খাইয়ে দিলেন জুনিয়র রাজ ৷ সঙ্গে ছিলেন শুভশ্রীও ৷ আর সেই ভিডিয়োই ক্য়ামেরা বন্দি করে সোশালে শেয়ার করেছেন পরিচালক ৷

Raj Subhashree Vacation Pics
জিরাফকে খাবার দিচ্ছেন ইউভানবাবু

আরও পড়ুন: 'গর্ভবতী নই, তাই বিয়ের তাড়া নেই', নেটিজেনের প্রশ্নে জবাব তাপসীর

আগামী দিনে রাজের হাত ধরে ওয়েবে মুক্তি পেতে চলেছে নতুন সিরিজ 'আবার প্রলয়' ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন পরিচালক ৷ আগামী 19 জুলাই মুক্তি পেতে চলেছে সিরিজের ট্রেলার ৷ ইতিমধ্য়েই টিজার নিয়ে যথেষ্ট হইচই শুরু হয়ে গিয়েছে নানা মহলে ৷ সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.