ETV Bharat / entertainment

খেলার সঙ্গী পেল ইউভান, বৃহস্পতিতে রাজ-শুভশ্রীর ঘরে এল নতুন অতিথি

Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি৷ সোশাল মিডিয়ায় জানালেন বাবা রাজ চক্রবর্তী ৷

Etv Bharat
দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 4:36 PM IST

Updated : Nov 30, 2023, 5:00 PM IST

কলকাতা, 30 নভেম্বর: বৃহস্পতিবার রাজ-শুভশ্রীর ঘরে এল লক্ষ্মী ৷ পুত্রের পর ঘরে এল কন্য সন্তান ৷ শুভশ্রী-রাজের কোল আলো করে এল 'লিটল প্রিন্সেস' ৷ বৃহস্পতিবার বিকেলে নিজের সোশাল হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে নিলেন পরিচালক রাজ চক্রবর্তী ৷

রাজ এদিন পোস্টে লেখেন, "আমার ঘরে নতুন সদস্যকে ঘিরে সকলেই উচ্ছ্বসিত-আনন্দিত ৷ আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাই আমাদের কন্যা সন্তানের জন্য ৷" খুশির খবর সামনে আসতেই ভেসে আসে শুভেচ্ছা বন্যা ৷

বৃহস্পতিবার স্বামী রাজের সঙ্গে শুভশ্রী একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে ভালোবাসার ইমোজি ছাড়া বিশেষ কিছুই লেখেননি তিনি ৷ তবে রাজ-শুভশ্রীর মুখের হাসিই যেন বলে দিচ্ছিল সব কথা ৷ এদিন হাসপাতালে যাওয়ার আগে শুভশ্রীকে দেখা গিয়েছে, দু'দিকে চুল বিনুনী করে একটি ঢিলেঢালা ফ্লোরাল ছোট পোশাকে ৷ অন্যদিকে, রাজের পরনে ছিল ডেনিম জিন্স ও সাদা রঙের টি-শার্ট ৷ ছবিতে দেখা যায় রাজ ও অন্তঃসত্ত্বা শুভশ্রী দুজনেই বেবিবাম্পের দিকে আঙুল তুলে রয়েছেন ৷

  • Our home has been blessed with a sweet little bundle of Love. We're extremely overjoyed! Seeking only love & blessings for our little princess.

    — Raj chakrabarty (@iamrajchoco) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভশ্রীর কাছের বন্ধুরা যেমন দেবলীনা কুমার, দেবচন্দ্রিমা এই পোস্টের পর কমেন্ট সেকশনে ভালোবাসা জানিয়েছেন ৷ তবে শ্রাবন্তী ও কাছের বন্ধু ফলক রশিদ খানের মন্তব্য দেখে সকলেই অনুমান করে নেন খুব শীঘ্রই সু-খবর দিতে চলেছেন হবু বাবা-মা ৷ শ্রাবন্তী মন্তব্য করেন, "ওয়েটিং-ওয়েটিং" অর্থাৎ শুভ সময় আসন্ন বলে ৷ উচ্ছ্বসিত ফলক বলেছেন, "খুব তাড়াতাড়ি আসো ৷ দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, মা-ও সুস্থ থাকুক এই প্রার্থণা করি ভগবানের কাছে ৷"

এই ছবি প্রকাশ্যে আসতেই ইউভানের মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "ছানার অপেক্ষায় রইলাম ৷" আবার কেউ লিখেছেন, "দুগ্গা-দুগ্গা ৷" কেউ লিখেছেন, " যাও আর ছোট্ট একটা পুতুল নিয়ে ফিরে আসো ৷" অবশেষে খেলার সাথী হিসাবে ছোট্ট বোনকে পেলেন তিন বছরের দাদা ইউভান ৷

আরও পড়ুন

1. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

2. রূপকথার মতো বিয়ে...সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ-লিনা

3. চলচ্চিত্র উৎসবের 'থিম সং' লিখলেন মমতা-শ্রীজাত, গাইলেন অরিজিৎ

কলকাতা, 30 নভেম্বর: বৃহস্পতিবার রাজ-শুভশ্রীর ঘরে এল লক্ষ্মী ৷ পুত্রের পর ঘরে এল কন্য সন্তান ৷ শুভশ্রী-রাজের কোল আলো করে এল 'লিটল প্রিন্সেস' ৷ বৃহস্পতিবার বিকেলে নিজের সোশাল হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে নিলেন পরিচালক রাজ চক্রবর্তী ৷

রাজ এদিন পোস্টে লেখেন, "আমার ঘরে নতুন সদস্যকে ঘিরে সকলেই উচ্ছ্বসিত-আনন্দিত ৷ আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাই আমাদের কন্যা সন্তানের জন্য ৷" খুশির খবর সামনে আসতেই ভেসে আসে শুভেচ্ছা বন্যা ৷

বৃহস্পতিবার স্বামী রাজের সঙ্গে শুভশ্রী একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে ভালোবাসার ইমোজি ছাড়া বিশেষ কিছুই লেখেননি তিনি ৷ তবে রাজ-শুভশ্রীর মুখের হাসিই যেন বলে দিচ্ছিল সব কথা ৷ এদিন হাসপাতালে যাওয়ার আগে শুভশ্রীকে দেখা গিয়েছে, দু'দিকে চুল বিনুনী করে একটি ঢিলেঢালা ফ্লোরাল ছোট পোশাকে ৷ অন্যদিকে, রাজের পরনে ছিল ডেনিম জিন্স ও সাদা রঙের টি-শার্ট ৷ ছবিতে দেখা যায় রাজ ও অন্তঃসত্ত্বা শুভশ্রী দুজনেই বেবিবাম্পের দিকে আঙুল তুলে রয়েছেন ৷

  • Our home has been blessed with a sweet little bundle of Love. We're extremely overjoyed! Seeking only love & blessings for our little princess.

    — Raj chakrabarty (@iamrajchoco) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভশ্রীর কাছের বন্ধুরা যেমন দেবলীনা কুমার, দেবচন্দ্রিমা এই পোস্টের পর কমেন্ট সেকশনে ভালোবাসা জানিয়েছেন ৷ তবে শ্রাবন্তী ও কাছের বন্ধু ফলক রশিদ খানের মন্তব্য দেখে সকলেই অনুমান করে নেন খুব শীঘ্রই সু-খবর দিতে চলেছেন হবু বাবা-মা ৷ শ্রাবন্তী মন্তব্য করেন, "ওয়েটিং-ওয়েটিং" অর্থাৎ শুভ সময় আসন্ন বলে ৷ উচ্ছ্বসিত ফলক বলেছেন, "খুব তাড়াতাড়ি আসো ৷ দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, মা-ও সুস্থ থাকুক এই প্রার্থণা করি ভগবানের কাছে ৷"

এই ছবি প্রকাশ্যে আসতেই ইউভানের মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "ছানার অপেক্ষায় রইলাম ৷" আবার কেউ লিখেছেন, "দুগ্গা-দুগ্গা ৷" কেউ লিখেছেন, " যাও আর ছোট্ট একটা পুতুল নিয়ে ফিরে আসো ৷" অবশেষে খেলার সাথী হিসাবে ছোট্ট বোনকে পেলেন তিন বছরের দাদা ইউভান ৷

আরও পড়ুন

1. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

2. রূপকথার মতো বিয়ে...সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ-লিনা

3. চলচ্চিত্র উৎসবের 'থিম সং' লিখলেন মমতা-শ্রীজাত, গাইলেন অরিজিৎ

Last Updated : Nov 30, 2023, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.