কলকাতা, 15 মে: হনসল মেহেতা পরিচালিত ওটিটি প্রজেক্ট 'স্কুপ' নিয়ে চর্চা চলেছে অনেকদিন ধরেই ৷ এবার সামনে এল প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের এই নতুন প্রজক্টের ট্রেলার ৷ টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজ সংবাদমাধ্যম এবং আন্ডার ওয়ার্ল্ডের সংযোগসূত্রের একটি কাহিনিকে তুলে ধরবে ৷ এই সংযোগের শরিক না-হয়েও বিশেষ একটি কারণে জড়িয়ে পড়ে অনেকগুলি জীবন ৷ সিরিজে সিনিয়র ক্রাইম জার্নালিস্ট জয়দেব সেনের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷
গল্পের শুরু হয় জাগৃতি পাঠক নামের এক ক্রাইম জার্নালিস্টকে কেন্দ্র করে ৷ এই চরিত্রে অভিনয় করেছেন করিশ্মা তান্না ৷ জাগৃতির উল্কার গতিতে উত্থান অনেকেরই মাথাব্যথার কারণ হয়ে উঠে ৷ এমনকী অপরাধ জগতের সঙ্গেও তাঁর সংযোগ মারাত্মক ৷ ছোটা রাজন পর্যন্ত তাঁকে ইন্টারভিউ দিতে তৈরি ৷ ফলত অন্য় জার্নালিস্টদের সঙ্গে তার রেশারেশ চলতেই থাকে ৷ এরই মাঝে খুন হতে হয় ক্রাইম জার্নালিস্ট জয়দেব সেন ৷ জাগৃতিও জড়িয়ে পড়ে এই ঘটনায় ৷ কী হবে এরপর জানা যাবে 'স্কুপ' দেখলেই ৷ লেখিকা জিগনা ভোরার লেখা 'বিহাইন্ড বারস ইন বাইকুল্লা' অবলম্বনে নির্মিত এই সিরিজ ৷
নেটফ্লিক্সে 'স্কুপ' মুক্তি পেতে চলেছে আগামী 2 জুন ৷ প্রসেনজিৎ এবং করিশ্মা ছাড়াও হনসল মেহেতার এই প্রজেক্টে রয়েছেন মহম্মদ জিসান আয়ুব, হারমান বাওয়েজা, দেবেন বোজানির মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ট্রেলারে গল্প টানাপোড়েন বেশ মন টেনেছে অনুরাগীদের ৷ 'স্কুপ'-এর কাহিনি লিখেছেন ম্রুন্ময়ী লাগু ওয়াইকুল এবং মিরাট ত্রিবেদী ৷ সম্পাদনা করবেন অমিতেশ মুখোপাধ্য়ায় এবং সুরের দায়িত্বে রয়েছেন অচিন্ত্য থাক্কর ৷ আর 'স্কুপ' প্রযোজনা করছে ম্য়াচ বক্স শটস ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে জুবিলি ওয়েব সিরিজের হাত ধরে ওটিটিতে পা রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ এই ওটিটি প্রজেক্টে যথেষ্ট প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় ৷ সিরিজটি পরিচালনা করেছিলেন বিক্রমাদিত্য় মোতওয়ানি ৷ এই ওয়েবসিরিজে তুলে ধরা হয়েছিল ভারতীয় সিনেমার রূপোলি ইতিহাসের একটি কাল্পনিক অধ্য়ায় ৷
আরও পড়ুন: রোম্যান্টিক মেজাজে ভিকি সারা, মুক্তি পেল 'জরা হাটকে জরা বাঁচকে'র ট্রেলার