ETV Bharat / entertainment

Prosenjit Chatterjee: বিশ্বকর্মা পুজোর সকালে ঘুড়ির লড়াইয়ে হাজির টিম 'দশম অবতার' - New Film Dawshom Awbotaar

Prosenjit Chatterjee's New Film Dawshom Awbotaar: বিশ্বকর্মা পুজোর সকালে ঘুড়ির লড়াইয়ে মাতলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সঙ্গে দেখা গেল 'দশম অবতার' ছবির বাকি টিমকেও ৷ ক্যামেরাবন্দি হলেন সৃজিত মুখোপাধ্য়ায়, জয়া আহসান এবং অনির্বাণ ভট্টাচার্যও ৷

Pic Prosenjit Chatterjee Insta
ঘুড়ি ওড়ানোয় মাতল টিম দশম অবতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 4:18 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির কাছে এই দিনটা হল ঘুড়ি ওড়ানোর দিন ৷ বাংলার আকাশ এদিন ঢাকা পড়ে যায় মোমবাতি চাঁদিয়াল আর পেটকাটির দাপাদাপিতে ৷ কার ঘুড়ি কে কাটবে তা নিয়েই চলে রেশারেশি ৷ আর এই পুজোর সকালেই ঘুড়ি ওড়ানোর খেলায় মেতে উঠলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ অবশ্য় তিনি একা নন ৷ সঙ্গে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী জয়া আহসানও ৷ ধরে ফেলেছেন তো? হ্যাঁ ঠিক পুরো 'দশম অবতার' টিমই এদিন মেতে উঠল এই খেলায় ৷

সোমবার ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে সকলের প্রিয় বুম্বাদা লেখেন, "দশম অবতার টিমের তরফ থেকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। ঘুড়ির লড়াই, জমাটি আড্ডায় ভালো কাটুক দিনটা।" বুম্বাদা এদিন ক্যামেরার সামনে ধরা দিলেন নীল রঙের পঞ্জাবিতে ৷ অনির্বাণের পরণে ছিল জিন্স আর হালকা সবুজ শার্ট ৷ আর সৃজিতকে দেখা গেল বেগুনি টি শার্ট আর ডেনিমে ৷ অন্যদিকে জয়াও ক্যামেরাবন্দি হলেন বেশ ঝলমলে পোশাকে ৷

মুখের হাসিই বলে দিল ঠিক কতটা নস্টালজিক হয়ে পড়েছেন তাঁরা ৷ আসলে ঘুড়ির সঙ্গে যে জড়িয়ে থাকে প্রত্যেকের ছেলেবেলা ৷ আগামী দুর্গা পুজোয় 'দশম অবতার' ছবি নিয়ে হাজির হতে চলেছে টিম সৃজিত ৷ 'বাইশে শ্রাবণ' এবং 'ভিঞ্চিদা' ছবির আগের গল্প উঠে আসবে এই কাহিনিতে ৷ তাই এটি আসলে সিক্যুয়াল নয় বরং প্রিক্যুয়াল ৷ আর ছবিতে হাতে হাত মিলিয়ে কাজ করবে বিজয় পোদ্দার এবং প্রবীর রায় চৌধুরী ৷

আরও পড়ুন: 'ঘুরে দাঁড়াতে বাংলা ছবির একটা শোলে দরকার', দাবি রজতাভর

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক ও পোস্টার ৷ যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের লুক তো রীতিমতো নজর কেড়েছে সকলের ৷ বিজয় পোদ্দার ও প্রবীর রায়চৌধুরীকে যদিও সকলে আগেই দেখেছেন তবে এই প্রবীরের বয়স আরেকটু কম ৷ সব মিলিয়ে এই ছবিটি পর্দায় দেখার জন্য় এখন বেশ মুখিয়ে রয়েছেন সকলে ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির কাছে এই দিনটা হল ঘুড়ি ওড়ানোর দিন ৷ বাংলার আকাশ এদিন ঢাকা পড়ে যায় মোমবাতি চাঁদিয়াল আর পেটকাটির দাপাদাপিতে ৷ কার ঘুড়ি কে কাটবে তা নিয়েই চলে রেশারেশি ৷ আর এই পুজোর সকালেই ঘুড়ি ওড়ানোর খেলায় মেতে উঠলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ অবশ্য় তিনি একা নন ৷ সঙ্গে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী জয়া আহসানও ৷ ধরে ফেলেছেন তো? হ্যাঁ ঠিক পুরো 'দশম অবতার' টিমই এদিন মেতে উঠল এই খেলায় ৷

সোমবার ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে সকলের প্রিয় বুম্বাদা লেখেন, "দশম অবতার টিমের তরফ থেকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। ঘুড়ির লড়াই, জমাটি আড্ডায় ভালো কাটুক দিনটা।" বুম্বাদা এদিন ক্যামেরার সামনে ধরা দিলেন নীল রঙের পঞ্জাবিতে ৷ অনির্বাণের পরণে ছিল জিন্স আর হালকা সবুজ শার্ট ৷ আর সৃজিতকে দেখা গেল বেগুনি টি শার্ট আর ডেনিমে ৷ অন্যদিকে জয়াও ক্যামেরাবন্দি হলেন বেশ ঝলমলে পোশাকে ৷

মুখের হাসিই বলে দিল ঠিক কতটা নস্টালজিক হয়ে পড়েছেন তাঁরা ৷ আসলে ঘুড়ির সঙ্গে যে জড়িয়ে থাকে প্রত্যেকের ছেলেবেলা ৷ আগামী দুর্গা পুজোয় 'দশম অবতার' ছবি নিয়ে হাজির হতে চলেছে টিম সৃজিত ৷ 'বাইশে শ্রাবণ' এবং 'ভিঞ্চিদা' ছবির আগের গল্প উঠে আসবে এই কাহিনিতে ৷ তাই এটি আসলে সিক্যুয়াল নয় বরং প্রিক্যুয়াল ৷ আর ছবিতে হাতে হাত মিলিয়ে কাজ করবে বিজয় পোদ্দার এবং প্রবীর রায় চৌধুরী ৷

আরও পড়ুন: 'ঘুরে দাঁড়াতে বাংলা ছবির একটা শোলে দরকার', দাবি রজতাভর

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক ও পোস্টার ৷ যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের লুক তো রীতিমতো নজর কেড়েছে সকলের ৷ বিজয় পোদ্দার ও প্রবীর রায়চৌধুরীকে যদিও সকলে আগেই দেখেছেন তবে এই প্রবীরের বয়স আরেকটু কম ৷ সব মিলিয়ে এই ছবিটি পর্দায় দেখার জন্য় এখন বেশ মুখিয়ে রয়েছেন সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.