ETV Bharat / entertainment

Prosenjit Chatterjee : মুম্বইতে 'ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023'-এর মঞ্চে বুম্বাদা-রাজকুমার - ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023

'ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023'-এর মঞ্চে হাজির রাজকুমার রাও এবং প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee in Mumbai)৷

Etv Bharat
ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023 এর মঞ্চে হাজির রাজকুমার বুম্বা
author img

By

Published : Mar 27, 2023, 12:20 PM IST

মুম্বই, 27 মার্চ: মুম্বইতে অনুষ্ঠিত হল 'ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023' । আসরে হাজির ছিলেন বলিউডের খ্যাতনামা তারকারা । বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও হাজির ছিলেন অনুষ্ঠানে। গতকাল সেই অনুষ্ঠানের মঞ্চে নিজের উপস্থিতির ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বাংলার সকলের প্রিয় বুম্বাদা । তাঁর সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে বলি তারকা রাজকুমার রাওকেও (Prosenjit Chatterjee in Mumbai)।

মুম্বইতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এত ঘনঘন যাতায়াতের কারণটা আজ আর অজানা নয় কারও । অনেকেই জানেন, এপ্রিলের প্রথমেই আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’ । বিক্রমাদিত্য মোটওয়ানি ও সৌমিক সেনের 'জুবিলি' সিরিজে অভিনয় করেছেন প্রসেনজিৎ । এই সিরিজে প্রসেনজিৎ ধরা দিয়েছেন নতুন অবতারে । চোখে দামি চশমা ও পরনে স্যুট ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একেবারে অন্য ইমেজে ধরা দেবেন তিনি এই সিরিজে । অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বিরাওয়ের মতো অভিনেতারাও কাজ করেছেন এই সিরিজে । এপ্রিল মাসে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে ‘জুবিলি’ । সম্প্রতি মুক্তি পেয়েছে 'জুবিলি'র ট্রেলার । 7 এবং 14 এপ্রিল দুটি ভাগে মুক্তি পাবে 'জুবিলি' ।

অন্যদিকে, অতনু ঘোষ পরিচালিত 'শেষপাতা' ছবির ট্রেলারও হাজির । শুভমুক্তি 14 এপ্রিল । 'শেষ পাতা'-র গল্প মূলত চারটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । বাল্মীকি নামের একজন অহংকারী নন-কনফর্মিস্ট ফিকশন লেখকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আট বা নয়ের দশকে অপ্রচলিত থিমের বাংলা চলচ্চিত্র সার্কিটে জনপ্রিয় ছিল ওই লেখক । তবে কিছু ঘটনার কঠোর পরিবর্তন তার জীবনের গতিপথ একেবারে বদলে দেয় । এই ছবিতে রয়েছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য-সহ আরও অনেকে । এর পাশাপাশি শুভ্রজিৎ মিত্রর আসন্ন বাংলা ছবি 'দেবী চৌধুরানী'-তেও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ইতিমধ্যেই এই ছবির জন্য নিজের সবরকমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি ।
আরও পড়ুন: জন্মদিনে ফিরে দেখা রাম চরণের তিনটি সুপারহিট ব্লকবাস্টার

মুম্বই, 27 মার্চ: মুম্বইতে অনুষ্ঠিত হল 'ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023' । আসরে হাজির ছিলেন বলিউডের খ্যাতনামা তারকারা । বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও হাজির ছিলেন অনুষ্ঠানে। গতকাল সেই অনুষ্ঠানের মঞ্চে নিজের উপস্থিতির ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বাংলার সকলের প্রিয় বুম্বাদা । তাঁর সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে বলি তারকা রাজকুমার রাওকেও (Prosenjit Chatterjee in Mumbai)।

মুম্বইতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এত ঘনঘন যাতায়াতের কারণটা আজ আর অজানা নয় কারও । অনেকেই জানেন, এপ্রিলের প্রথমেই আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’ । বিক্রমাদিত্য মোটওয়ানি ও সৌমিক সেনের 'জুবিলি' সিরিজে অভিনয় করেছেন প্রসেনজিৎ । এই সিরিজে প্রসেনজিৎ ধরা দিয়েছেন নতুন অবতারে । চোখে দামি চশমা ও পরনে স্যুট ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একেবারে অন্য ইমেজে ধরা দেবেন তিনি এই সিরিজে । অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বিরাওয়ের মতো অভিনেতারাও কাজ করেছেন এই সিরিজে । এপ্রিল মাসে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে ‘জুবিলি’ । সম্প্রতি মুক্তি পেয়েছে 'জুবিলি'র ট্রেলার । 7 এবং 14 এপ্রিল দুটি ভাগে মুক্তি পাবে 'জুবিলি' ।

অন্যদিকে, অতনু ঘোষ পরিচালিত 'শেষপাতা' ছবির ট্রেলারও হাজির । শুভমুক্তি 14 এপ্রিল । 'শেষ পাতা'-র গল্প মূলত চারটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । বাল্মীকি নামের একজন অহংকারী নন-কনফর্মিস্ট ফিকশন লেখকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আট বা নয়ের দশকে অপ্রচলিত থিমের বাংলা চলচ্চিত্র সার্কিটে জনপ্রিয় ছিল ওই লেখক । তবে কিছু ঘটনার কঠোর পরিবর্তন তার জীবনের গতিপথ একেবারে বদলে দেয় । এই ছবিতে রয়েছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য-সহ আরও অনেকে । এর পাশাপাশি শুভ্রজিৎ মিত্রর আসন্ন বাংলা ছবি 'দেবী চৌধুরানী'-তেও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ইতিমধ্যেই এই ছবির জন্য নিজের সবরকমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি ।
আরও পড়ুন: জন্মদিনে ফিরে দেখা রাম চরণের তিনটি সুপারহিট ব্লকবাস্টার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.