ETV Bharat / entertainment

Debojyoti Mishra: গানে গানে যাত্রা শুরু দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার - গানে গানে যাত্রা শুরু দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার

পণ্ডিত দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার পথ চলা শুরু হল । তোমায় গান শোনাব এই রবীন্দ্র সঙ্গীতের শতবর্ষ উদযাপন করা হয় এ দিন (Debojyoti Mishra Production House Starts its Journey)। গানটিতে কণ্ঠ দিলেন বিখ্যাত গায়িকা জোনাকি মুখোপাধ্যায় ৷

Debojyoti Mishra Production house
যাত্রা শুরু দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার, গানে গানে হল শুভ সূচণা
author img

By

Published : Aug 17, 2022, 1:22 PM IST

কলকাতা, 17 অগস্ট: গানে গানে পথ চলা শুরু হল পণ্ডিত দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার (Debojyoti Mishra Production House Starts its Journey)। রবি ঠাকুরের অন্যতম জনপ্রিয় গান 'তোমায় গান শোনাব'-এর শতবর্ষ উদযাপন করা হয় এ দিন । বিশিষ্ট সুরকার-যন্ত্রসংগীত শিল্পী দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত আয়োজনে, সঙ্গীত শিল্পী জোনাকি মুখোপাধ্যায়ের কণ্ঠে, টাইমস মিউজিক থেকে মুক্তি পেল এই রবীন্দ্র সঙ্গীত । এ দিন এই গান প্রকাশের বিশেষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে 'মাই স্ট্যাম্প' প্রকাশ করা হয় ।

জোনাকি মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র-সহ মঙ্গলবার সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী-সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় । উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর 1923 সালের 13 মার্চ গানটি রচনা করেন । স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর । গানটি 'পিলু' রাগে আধারিত । তাল দাদরা । প্রেম পর্যায় এবং উপপর্যায়ের গান হল 'তোমায় গান শোনাব'। শান্তিনিকেতন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গানটি ।

Debojyoti Mishra
পণ্ডিত দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার পথ চলা শুরু হল

শিল্পী জোনাকি মুখোপাধ্যায় বলেন, "আমার গানের মিউজিক ভিডিয়োতে ফেলে আসা ছেলেবেলার কথা ধরা পড়েছে । ভালো লাগছে যে গানটার শতবর্ষে আমার গানটা প্রকাশ করতে পারলাম এই ভেবে ।" দেবজ্যোতি মিশ্র বলেন," এ গান আমার কাছে এক বাঁধন হারা প্রেমের গান । বিশু পাগল এখানে যেন শুধু নন্দিনীর জন্য নয় । রাণুর জন্য ভানু গাইছেন এ গান । এমন একটি গানের শতবর্ষে এই বিশেষ মাই স্ট্যাম্পটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যাবে সময়ের কাছে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বেআইনি আর্থিক লেনদেনের মামলায় চার্জশিটে জ্যাকলিনের নাম

অন্যদিকে অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন, "নিঃসন্দেহে বলা যায় রবীন্দ্রনাথের গানের কাছে আমরা বারেবারে নিজেদের প্রয়োজনে আশ্রয় নিই । এটা সত্যিই খুব অন্যরকম এক উপলক্ষ, যেখানে এমন একটা কিংবদন্তি হয়ে যাওয়া গানের শতবর্ষ পালন করলাম । আর দেবজ্যোতি মিশ্রকেও অনেক শুভেচ্ছা এই গানের মাধ্যমে ওঁর প্রোডাকশন হাউজের যাত্রা শুরু করার জন্য ।"

কলকাতা, 17 অগস্ট: গানে গানে পথ চলা শুরু হল পণ্ডিত দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার (Debojyoti Mishra Production House Starts its Journey)। রবি ঠাকুরের অন্যতম জনপ্রিয় গান 'তোমায় গান শোনাব'-এর শতবর্ষ উদযাপন করা হয় এ দিন । বিশিষ্ট সুরকার-যন্ত্রসংগীত শিল্পী দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত আয়োজনে, সঙ্গীত শিল্পী জোনাকি মুখোপাধ্যায়ের কণ্ঠে, টাইমস মিউজিক থেকে মুক্তি পেল এই রবীন্দ্র সঙ্গীত । এ দিন এই গান প্রকাশের বিশেষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে 'মাই স্ট্যাম্প' প্রকাশ করা হয় ।

জোনাকি মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র-সহ মঙ্গলবার সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী-সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় । উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর 1923 সালের 13 মার্চ গানটি রচনা করেন । স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর । গানটি 'পিলু' রাগে আধারিত । তাল দাদরা । প্রেম পর্যায় এবং উপপর্যায়ের গান হল 'তোমায় গান শোনাব'। শান্তিনিকেতন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গানটি ।

Debojyoti Mishra
পণ্ডিত দেবজ্যোতি মিশ্রর প্রযোজনা সংস্থার পথ চলা শুরু হল

শিল্পী জোনাকি মুখোপাধ্যায় বলেন, "আমার গানের মিউজিক ভিডিয়োতে ফেলে আসা ছেলেবেলার কথা ধরা পড়েছে । ভালো লাগছে যে গানটার শতবর্ষে আমার গানটা প্রকাশ করতে পারলাম এই ভেবে ।" দেবজ্যোতি মিশ্র বলেন," এ গান আমার কাছে এক বাঁধন হারা প্রেমের গান । বিশু পাগল এখানে যেন শুধু নন্দিনীর জন্য নয় । রাণুর জন্য ভানু গাইছেন এ গান । এমন একটি গানের শতবর্ষে এই বিশেষ মাই স্ট্যাম্পটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যাবে সময়ের কাছে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বেআইনি আর্থিক লেনদেনের মামলায় চার্জশিটে জ্যাকলিনের নাম

অন্যদিকে অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন, "নিঃসন্দেহে বলা যায় রবীন্দ্রনাথের গানের কাছে আমরা বারেবারে নিজেদের প্রয়োজনে আশ্রয় নিই । এটা সত্যিই খুব অন্যরকম এক উপলক্ষ, যেখানে এমন একটা কিংবদন্তি হয়ে যাওয়া গানের শতবর্ষ পালন করলাম । আর দেবজ্যোতি মিশ্রকেও অনেক শুভেচ্ছা এই গানের মাধ্যমে ওঁর প্রোডাকশন হাউজের যাত্রা শুরু করার জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.