কলকাতা, 5 অগস্ট: বড় পর্দায় মুক্তি পেয়েছে বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'কুলপি'। এক বামনের ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি । ছবিটি প্রথমে নন্দনে জায়গা না-পাওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পরিচালক । আবেদন করেন প্রতিবাদের । পরিচালকের সেই পোস্টের সমর্থনে ইমোজি লেপে দেন ছবির প্রযোজক বিডি সৃজন । এরপর ইটিভি ভারতের তরফে বর্ষালির সঙ্গে যোগাযোগ করি আমরা ৷ তাঁর বক্তব্যও (ভিডিয়ো আকারে ) প্রকাশিত হয় ।
ঠিক এরপরের দিন পরিচালক সুখবর দেন সামাজিক মাধ্যমে । তিনি জানান, নন্দন-2 এ দুপুর 2 টোর শো-টাইম পেয়েছে 'কুলপি'। সেই খবর ফের প্রকাশ করে ইটিভি ভারত । এই পর্যন্ত সব ঠিকই ছিল । এরপর বৃহস্পতিবার গভীর রাতে ইটিভি ভারতের সাংবাদিককে ফোন করে অশ্রাব্য গালিগালাজ করেন ছবির প্রযোজক বিডি সৃজন। খবরে লেখা হয়েছে, "অবশেষে নন্দনে সুযোগ পেল 'কুলপি'(Dwarfs Love Story Kulpi) ৷ নন্দন প্রেক্ষাগৃহে তাঁর ছবি দেখানোর সুযোগ দেওয়া হয়নি বলে কিছুটা ক্ষুব্ধই হয়েছিলেন পরিচালক বর্ষালি চট্টোপাধ্যায় ৷ আক্ষেপের সুরে তিনি জানিয়েছিলেন, গায়ে বর্তমান রং নেই, তাই হয়ত নন্দনে কুলপি সুযোগ পায়নি ৷ বর্ষালির এই ক্ষোভ সামনে আসতে না-আসতেই এবার নড়েচড়ে বসে নন্দন কর্তৃপক্ষ।"
আরও পড়ুন: 'হত্যামঞ্চ' নিয়ে ইটিভি ভারতের আড্ডায় ব্যোমকেশ সত্যবতী
এই কথায় আপত্তি তুলেছেন প্রযোজক । তাঁর কথায়, "আমরা নন্দন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে জায়গা পেয়েছি । বর্ষালির ক্ষোভের কারণে নয়।" এই কথা জানাতে গিয়ে ইটিভি ভারতের প্রতি অশ্রাব্য ভাষায় ক্ষোভ উগরে দেন তিনি। হুমকিও দেন ৷ যে ঘটনা অত্যন্ত অপ্রীতিকর। উল্লেখ্য, পরিচালকের সোশাল মিডিয়া পোস্টে পরের পর ইমোজি লেপে দেন তিনি। প্রশ্ন হল, তাহলে কেন এমন আচরণ সংবাদ মাধ্যমের প্রতি ? ইটিভি ভারত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।