ETV Bharat / entertainment

Priyanka Chopra: কেন পরিণীতির বিয়েতে এলেন না প্রিয়াঙ্কা? জানালেন অভিনেত্রীর মা - কেন বোনের বিয়েতে গরহাজির প্রিয়াঙ্কা

Madhu Chopra reveals why priyanka skipped wedding: কেন বোনের বিয়েতে দেখা গেল না প্রিয়াঙ্কা চোপড়াকে? সোমবারও রাঘব-পরিণীতির ছবি সোশালে আসতেই কমেন্টবক্সে তাঁদের ভালোবাসা জানান নায়িকা ৷ তাহলে কেন সশরীরে তাঁকে দেখা গেল না উদয়পুরে? এবার এই নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার মা ৷

Madhu Chopra reveals reason behind desi girl giving Ragneeti wedding a miss
গরহাজির প্রিয়াঙ্কা কারণ জানালেন মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 3:35 PM IST

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: রবিবার থেকেই খবরের শিরোনামে রয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ৷ ফের একবার রাজনৈতিক জগতের সঙ্গে মেলবন্ধন ঘটেছে বিনোদন জগতের ৷ বিয়েতে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের তারকারা ৷ যেমন ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ তেমনই দেখা মিলল হরভজন সিংহ এবং সানিয়া মির্জারও ৷ তবে যাঁকে নিয়ে জল্পনা ছিল সবথেকে বেশি সেই প্রিয়াঙ্কা অর্থাৎ পরিণীতির মিমিদিদিই আসতে পারেননি এই বিবাহের অনুষ্ঠানে ৷ পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে এবার তার কারণ জানালেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷

সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎজিদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কার মাকে ৷ প্রিয়াঙ্কা হয়তো বা বিয়েতে উপস্থিত থাকবেন না এই নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই ৷ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রিয়াঙ্কার মা বলেন, "ও কাজে ব্যস্ত রয়েছে ৷" এদিন আরও বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হন তিনি ৷ বিয়ের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "দারুণ অনুষ্ঠান হয়েছে ৷ ওরা আগে থেকেই বলে দিয়েছিল, কোনও উপহার নয় শুধুই আশির্বাদ চাই ৷"

এরই মাঝে প্রিয়াঙ্কাকেও একটি ইনস্টা স্টোরি শেয়ার করতে দেখা গিয়েছে ৷ সেই সেলফিতে কন্যা মালতির সঙ্গে সুইমিং পুলে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি ৷ যদিও প্রিয়াঙ্কা না-এলেও তিনি শুরু থেকেই সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ৷ নবদম্পতিকে বিয়ের ঠিক আগেই শুভেচ্ছা বার্তা পাঠান অভিনেত্রী ৷ আর সোমবারও পরিণীতি এবং রাঘবের ছবি সামনে আসতেই কমেন্ট বক্সে প্রতিক্রিয়া দেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, "আমার আশিবার্দ সবসময় তোমাদের সঙ্গে আছে ৷"

আরও পড়ুন: 'শুরু পথ চলা...' ছবিতে দেখে নিন রাগনীতির বিয়ের মন ভালো করা মুহূর্ত

অভিনেত্রীকে হয়তো দেখা গেল না তবে তারকা মহলের অনেকেই উপস্থিত ছিলেন এই বিবাহের অনুষ্ঠানে ৷ ছিলেন ভাগ্যশ্রী এবং শৈলেশ লোধার মতো বিনোদন জগতের কলাকুশলীরাও ৷

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: রবিবার থেকেই খবরের শিরোনামে রয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ৷ ফের একবার রাজনৈতিক জগতের সঙ্গে মেলবন্ধন ঘটেছে বিনোদন জগতের ৷ বিয়েতে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের তারকারা ৷ যেমন ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ তেমনই দেখা মিলল হরভজন সিংহ এবং সানিয়া মির্জারও ৷ তবে যাঁকে নিয়ে জল্পনা ছিল সবথেকে বেশি সেই প্রিয়াঙ্কা অর্থাৎ পরিণীতির মিমিদিদিই আসতে পারেননি এই বিবাহের অনুষ্ঠানে ৷ পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে এবার তার কারণ জানালেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷

সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎজিদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কার মাকে ৷ প্রিয়াঙ্কা হয়তো বা বিয়েতে উপস্থিত থাকবেন না এই নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই ৷ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রিয়াঙ্কার মা বলেন, "ও কাজে ব্যস্ত রয়েছে ৷" এদিন আরও বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হন তিনি ৷ বিয়ের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "দারুণ অনুষ্ঠান হয়েছে ৷ ওরা আগে থেকেই বলে দিয়েছিল, কোনও উপহার নয় শুধুই আশির্বাদ চাই ৷"

এরই মাঝে প্রিয়াঙ্কাকেও একটি ইনস্টা স্টোরি শেয়ার করতে দেখা গিয়েছে ৷ সেই সেলফিতে কন্যা মালতির সঙ্গে সুইমিং পুলে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি ৷ যদিও প্রিয়াঙ্কা না-এলেও তিনি শুরু থেকেই সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ৷ নবদম্পতিকে বিয়ের ঠিক আগেই শুভেচ্ছা বার্তা পাঠান অভিনেত্রী ৷ আর সোমবারও পরিণীতি এবং রাঘবের ছবি সামনে আসতেই কমেন্ট বক্সে প্রতিক্রিয়া দেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, "আমার আশিবার্দ সবসময় তোমাদের সঙ্গে আছে ৷"

আরও পড়ুন: 'শুরু পথ চলা...' ছবিতে দেখে নিন রাগনীতির বিয়ের মন ভালো করা মুহূর্ত

অভিনেত্রীকে হয়তো দেখা গেল না তবে তারকা মহলের অনেকেই উপস্থিত ছিলেন এই বিবাহের অনুষ্ঠানে ৷ ছিলেন ভাগ্যশ্রী এবং শৈলেশ লোধার মতো বিনোদন জগতের কলাকুশলীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.