ETV Bharat / entertainment

ক্রিসমাসের আগে বন্ধুদের নিয়ে উৎসব নিকইয়াঙ্কার, আদুরে ছবিতে মাত নেটপাড়া - বন্ধুদের নিয়ে উৎসব উদযাপন নিকইয়াঙ্কার

Priyanka Shares Pics from her Family Life: ক্রিসমাসের আগেই বন্ধুদের নিয়ে উৎসব উদযাপন নিকইয়াঙ্কার ৷ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী নিজেই ৷

Priyanka Chopra beams in sneak peek from her life 'lately'
নিকইয়াঙ্কার ডিনার ডেটের আদুরে ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 5:13 PM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: সোশাল মিডিয়ায় বরাবরই ট্রেন্ডে থাকতে ভালোবাসেন হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর অভিনয়ের নানান ঝলক তো বটেই, পাশাপাশি তিনি শেয়ার করেন পারিবারিক জীবনের টুকরো ছবিও ৷ সামনেই ক্রিসমাস ৷ সেলেবরা এখন মেতে উঠেছেন তাঁদের প্রি-ক্রিসমাস উদযাপন নিয়ে ৷ এরই মাঝে স্বামী নিক জোনাস ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ঝলক সোশালে শেয়ার করলেন অভিনেত্রী ৷ শনিবার তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা ৷

ছবিতে ক্রিসমাসের কয়েকদিন আগেই সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গেল তাঁকে ৷ একটি ছবিতে স্বামীর সঙ্গে বেশ ঘনিষ্ট মুহূর্তে দেখা গেল অভিনেত্রীকে ৷ তাঁদের এই আদুরে ছবি বেশ মন কেড়েছে অনুরাগীদের ৷ নিক এদিন নিজেকে সাজিয়েছিলেন ক্যাজুয়াল পোশাকে ৷ ঝলমলে কালো ব্লেজারে বেশ নজর কাড়লেন তিনি ৷ পাশাপাশি প্রিয়াঙ্কার পরণে ছিল সাদা রঙের পোশাক ৷ নিকইয়াঙ্কার কালো-সাদার এই কম্বিনেশন তাঁদের রসায়নের মতোই মিষ্টি ৷ এমনটাই লিখেছেন নেটপাড়ার অনুরাগীরা ৷ কেউ আবার লিখেছেন, "এই ছবিটা আমার মন কেড়ে নিয়েছে ৷ সত্যি মানুষ যখন তাঁর ভালোবাসার মানুষটিকে কাছে পায় সে এমনই বাচ্চা হয়ে যায় ৷"

অন্য আরেকটি ছবিতে দেখা গেল অভিনেত্রীর কন্যা মালতীকেও ৷ আপন মনে গাড়ি নিয়ে খেলায় মত্ত সে ৷ এর আগেই তাঁর ক্রিসমাসের প্রস্তুতি পর্বের কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি ৷ অবশ্য সব ধরনের উৎসব নিয়েই মেতে উঠতে দেখা যায় দ্য দেশি গার্ল-কে ৷ কখনও নিকের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন তিনি কখনও বা তাঁকে দেখা যায় ক্রিসমাসের আলোর মালায় ঘর সাজাতে ৷ উৎসব সাবার এই তত্ত্বেই বিশ্বাস রেখেছেন অভিনেত্রী ৷

যে রাঁধে সে চুলও বাঁধে বাংলার এই প্রবাদ হয়তোবা জানা নেই অভিনেত্রীর ৷ তবে তাঁর ক্ষেত্রে এই প্রবাদটি যে সুন্দরভাবে খাটে তা বলাই বাহুল্য ৷ তিনি যেমন মা হিসাবে সংসার সামলান মন দিয়ে তেমনই কর্মক্ষেত্রেও সকলের মন কাড়ছেন সমান দক্ষতার সঙ্গে ৷ রুশো ব্রাদার্সের সিরিজ 'সিটাডেল'-এ কয়েক দিন আগেই চমৎকার অভিনয় করেছেন তিনি ৷ এছাড়া কাজ করেছেন 'লাভ এগেইন' ছবিতেও ৷ আগামিদিনে ফরহান আখতারের হিন্দি ছবি 'জি লে জরা'-তেও দেখা যাবে তাঁকে ৷ ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷

আরও পড়ুন:

  1. গ্লোবাল বক্সঅফিসে 'সালার' ঢুকে পড়ল 175 কোটির ঘরে, অনেকটা পিছনে শাহরুখের 'ডাঙ্কি'
  2. 'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
  3. হারিয়ে যেতে বসা 'গম্ভীরা'র কথা এবার বড় পর্দায়, খরাজ-সৌরভদের হাত ধরে আসছে 'নানা হে'

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: সোশাল মিডিয়ায় বরাবরই ট্রেন্ডে থাকতে ভালোবাসেন হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর অভিনয়ের নানান ঝলক তো বটেই, পাশাপাশি তিনি শেয়ার করেন পারিবারিক জীবনের টুকরো ছবিও ৷ সামনেই ক্রিসমাস ৷ সেলেবরা এখন মেতে উঠেছেন তাঁদের প্রি-ক্রিসমাস উদযাপন নিয়ে ৷ এরই মাঝে স্বামী নিক জোনাস ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ঝলক সোশালে শেয়ার করলেন অভিনেত্রী ৷ শনিবার তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা ৷

ছবিতে ক্রিসমাসের কয়েকদিন আগেই সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গেল তাঁকে ৷ একটি ছবিতে স্বামীর সঙ্গে বেশ ঘনিষ্ট মুহূর্তে দেখা গেল অভিনেত্রীকে ৷ তাঁদের এই আদুরে ছবি বেশ মন কেড়েছে অনুরাগীদের ৷ নিক এদিন নিজেকে সাজিয়েছিলেন ক্যাজুয়াল পোশাকে ৷ ঝলমলে কালো ব্লেজারে বেশ নজর কাড়লেন তিনি ৷ পাশাপাশি প্রিয়াঙ্কার পরণে ছিল সাদা রঙের পোশাক ৷ নিকইয়াঙ্কার কালো-সাদার এই কম্বিনেশন তাঁদের রসায়নের মতোই মিষ্টি ৷ এমনটাই লিখেছেন নেটপাড়ার অনুরাগীরা ৷ কেউ আবার লিখেছেন, "এই ছবিটা আমার মন কেড়ে নিয়েছে ৷ সত্যি মানুষ যখন তাঁর ভালোবাসার মানুষটিকে কাছে পায় সে এমনই বাচ্চা হয়ে যায় ৷"

অন্য আরেকটি ছবিতে দেখা গেল অভিনেত্রীর কন্যা মালতীকেও ৷ আপন মনে গাড়ি নিয়ে খেলায় মত্ত সে ৷ এর আগেই তাঁর ক্রিসমাসের প্রস্তুতি পর্বের কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি ৷ অবশ্য সব ধরনের উৎসব নিয়েই মেতে উঠতে দেখা যায় দ্য দেশি গার্ল-কে ৷ কখনও নিকের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন তিনি কখনও বা তাঁকে দেখা যায় ক্রিসমাসের আলোর মালায় ঘর সাজাতে ৷ উৎসব সাবার এই তত্ত্বেই বিশ্বাস রেখেছেন অভিনেত্রী ৷

যে রাঁধে সে চুলও বাঁধে বাংলার এই প্রবাদ হয়তোবা জানা নেই অভিনেত্রীর ৷ তবে তাঁর ক্ষেত্রে এই প্রবাদটি যে সুন্দরভাবে খাটে তা বলাই বাহুল্য ৷ তিনি যেমন মা হিসাবে সংসার সামলান মন দিয়ে তেমনই কর্মক্ষেত্রেও সকলের মন কাড়ছেন সমান দক্ষতার সঙ্গে ৷ রুশো ব্রাদার্সের সিরিজ 'সিটাডেল'-এ কয়েক দিন আগেই চমৎকার অভিনয় করেছেন তিনি ৷ এছাড়া কাজ করেছেন 'লাভ এগেইন' ছবিতেও ৷ আগামিদিনে ফরহান আখতারের হিন্দি ছবি 'জি লে জরা'-তেও দেখা যাবে তাঁকে ৷ ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ৷

আরও পড়ুন:

  1. গ্লোবাল বক্সঅফিসে 'সালার' ঢুকে পড়ল 175 কোটির ঘরে, অনেকটা পিছনে শাহরুখের 'ডাঙ্কি'
  2. 'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
  3. হারিয়ে যেতে বসা 'গম্ভীরা'র কথা এবার বড় পর্দায়, খরাজ-সৌরভদের হাত ধরে আসছে 'নানা হে'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.