ETV Bharat / entertainment

প্রশান্ত নীলের সালারে অভিনয়ের অফার প্রায় ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস, কেন ? - প্রশান্ত নীল

প্রভাস জানিয়েছেন যে, তিনি প্রশান্ত নীলের সঙ্গে কাজ করার সুযোগ প্রায় ফিরিয়ে দিয়েছিলেন । তাঁদের দু'জনের ছবি সালার 22 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷

Prabhas
প্রভাস ও প্রশান্ত নীল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 7:18 PM IST

Updated : Dec 20, 2023, 7:54 PM IST

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: প্রভাস এবং প্রশান্ত নীল একসঙ্গে কাজ করবেন না বলে একরকম ঠিকই করে ফেলেছিলেন ৷ তাঁদের আসন্ন ছবি সালারের প্রযোজকের হস্তক্ষেপেই আবারও জুটি বাঁধেন তাঁরা ৷ বাহুবলীর স্মরণীয় সাফল্যের পরে তাঁর প্যান-ইন্ডিয়া সুপারস্টারডমের জন্য পরিচিত প্রভাস ৷ আর প্রশান্ত ব্লকবাস্টার কেজিএফ: চ্যাপ্টার 1 ও 2-এ তাঁর পরিচালনার জন্য প্রশংসিত ৷ কাজেই এমন হাই-প্রোফাইল দুই জনের জুটি বেঁধে কাজ করাটা প্রত্যাশার অতীত ছিল । প্রভাস সম্প্রতি প্রকাশ করেছেন যে, তিনি প্রায় প্রত্যাখ্যান করে দিয়েছিলেন সালারে অভিনয়ের অফার ৷

সালার মুক্তির আগে ছবির নির্মাতারা প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, প্রশান্ত নীল এবং এসএস রাজামৌলীর মধ্যে এক ঘণ্টার একটি কথোপকথন উন্মোচন করেছেন । এই আলোচনায় রাজামৌলী প্রভাসকে জিজ্ঞেস করেন যে, তিনি প্রশান্তের মতো একজন বিশিষ্ট পরিচালকের সঙ্গে কাজ করে কতটা সন্তুষ্ট হয়েছেন ৷

প্রভাসের কথায়, "প্রশান্ত একটি হট প্রপার্টি ছিল ৷" বাহুবলী স্টার যেখানেই গিয়েছেন, সেখানেই কেজিএফের প্রশংসা ছাড়া আর কিছুই শোনা যায়নি তাঁর মুখে ৷ ফিল্মটি দেখে তিনি বুঝেছিলেন যে, কাজের প্রতি একটা লোভ কাজ করে প্রশান্তের ৷ সালারের শুরুটা বর্ণনা করতে গিয়ে প্রভাস বলেন যে, তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করে তাঁকে ফোন করেছিলেন প্রশান্ত ৷ তাঁরা দেখা করলেও দু'জনের কেউই একসঙ্গে কাজ করার বিষয়টি সে দিন উত্থাপন করেননি ৷

প্রভাসের কথায়, প্রশান্ত ভদ্রলোক, যিনি তাঁর অভিনেতাদের সমাদর করেন ৷ কোনও প্রজেক্টে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে ব্যক্তিগতভাবে সেই অভিনেতার সঙ্গে বন্ধন তৈরি করাটা তাঁর জন্য গুরুত্বপূর্ণ । তাঁদের প্রথম সাক্ষাতের পরে দুজনের কেউই একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেননি ৷ প্রভাস জানান, "সৌভাগ্যবশত প্রযোজক আমাদের সাহায্য করেছিলেন । আমরা একে অপরকে পছন্দ করেছি ৷ কিন্তু প্রথম সাক্ষাতের পরে ফোন করিনি । হঠাৎ একদিন প্রমোদ (প্রভাসের খুড়তুতো ভাই) ফোন পান যে, প্রশান্ত আমার একটি চলচ্চিত্র পরিচালনা করতে চান ।"

সেই ফোনের পর প্রভাস এবং প্রমোদ সারা দিন ধরে প্রশান্তের দেওয়া অফারটি প্রত্যাখ্যান করার বিষয়ে চিন্তাভাবনা করেছিলেন । তাঁরা জানতেন, প্রশান্তের সঙ্গে ছবিটি একটি বড় প্রজেক্ট হবে । এ দিকে, প্রভাস ইতিমধ্যেই আদিপুরুষ এবং কল্কি 2098 এডি-র মতো দুটি বড় চলচ্চিত্রের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন ৷ তাঁরা মনে করেছিলেন যে, আঁটোসাঁটো শিডিউলে প্রশান্তের সঙ্গে চলচ্চিত্রে কাজ করা কঠিন হবে ।

প্রভাস স্বীকার করে নিয়েছেন যে, "আমি পরের দিন চিন্তায় ছিলাম, ভক্তরা যদি জানতে পারেন যে, আমি প্রশান্ত নীলকে না বলেছি, তাহলে তাঁরা আমাকে মেরে ফেলবেন ৷" আপাতদৃষ্টিতে, তাঁর ভক্তদের অপ্রতিরোধ্য সমর্থন শেষ পর্যন্ত প্রভাসকে প্রশান্ত নীলের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিতে বাধ্য করে ৷

সালারের শুটিঙের জন্য প্রভাস 112 দিন অবিরাম পরিশ্রম করেন প্রভাস ৷ 2021 সালের 29 জানুয়ারি এই ছবির শুটিং শুরু হয়েছিল ৷ সালার: পার্ট 1 – সিজফায়ার হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় 22 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় হয়রানির শিকার কনেরা, তাই 'মেহেন্দি লগাকে না রাখনা...!'
  2. সালার বনাম ডাঙ্কি অগ্রিম বুকিং: দৌড় শুরু শাহরুখের ফিল্মের, আপাতত টেক্কা প্রভাসের ছবিকে
  3. ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ-প্রভাস, গান-ট্রেলার মুক্তি পেল একইদিনে

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: প্রভাস এবং প্রশান্ত নীল একসঙ্গে কাজ করবেন না বলে একরকম ঠিকই করে ফেলেছিলেন ৷ তাঁদের আসন্ন ছবি সালারের প্রযোজকের হস্তক্ষেপেই আবারও জুটি বাঁধেন তাঁরা ৷ বাহুবলীর স্মরণীয় সাফল্যের পরে তাঁর প্যান-ইন্ডিয়া সুপারস্টারডমের জন্য পরিচিত প্রভাস ৷ আর প্রশান্ত ব্লকবাস্টার কেজিএফ: চ্যাপ্টার 1 ও 2-এ তাঁর পরিচালনার জন্য প্রশংসিত ৷ কাজেই এমন হাই-প্রোফাইল দুই জনের জুটি বেঁধে কাজ করাটা প্রত্যাশার অতীত ছিল । প্রভাস সম্প্রতি প্রকাশ করেছেন যে, তিনি প্রায় প্রত্যাখ্যান করে দিয়েছিলেন সালারে অভিনয়ের অফার ৷

সালার মুক্তির আগে ছবির নির্মাতারা প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, প্রশান্ত নীল এবং এসএস রাজামৌলীর মধ্যে এক ঘণ্টার একটি কথোপকথন উন্মোচন করেছেন । এই আলোচনায় রাজামৌলী প্রভাসকে জিজ্ঞেস করেন যে, তিনি প্রশান্তের মতো একজন বিশিষ্ট পরিচালকের সঙ্গে কাজ করে কতটা সন্তুষ্ট হয়েছেন ৷

প্রভাসের কথায়, "প্রশান্ত একটি হট প্রপার্টি ছিল ৷" বাহুবলী স্টার যেখানেই গিয়েছেন, সেখানেই কেজিএফের প্রশংসা ছাড়া আর কিছুই শোনা যায়নি তাঁর মুখে ৷ ফিল্মটি দেখে তিনি বুঝেছিলেন যে, কাজের প্রতি একটা লোভ কাজ করে প্রশান্তের ৷ সালারের শুরুটা বর্ণনা করতে গিয়ে প্রভাস বলেন যে, তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করে তাঁকে ফোন করেছিলেন প্রশান্ত ৷ তাঁরা দেখা করলেও দু'জনের কেউই একসঙ্গে কাজ করার বিষয়টি সে দিন উত্থাপন করেননি ৷

প্রভাসের কথায়, প্রশান্ত ভদ্রলোক, যিনি তাঁর অভিনেতাদের সমাদর করেন ৷ কোনও প্রজেক্টে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে ব্যক্তিগতভাবে সেই অভিনেতার সঙ্গে বন্ধন তৈরি করাটা তাঁর জন্য গুরুত্বপূর্ণ । তাঁদের প্রথম সাক্ষাতের পরে দুজনের কেউই একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেননি ৷ প্রভাস জানান, "সৌভাগ্যবশত প্রযোজক আমাদের সাহায্য করেছিলেন । আমরা একে অপরকে পছন্দ করেছি ৷ কিন্তু প্রথম সাক্ষাতের পরে ফোন করিনি । হঠাৎ একদিন প্রমোদ (প্রভাসের খুড়তুতো ভাই) ফোন পান যে, প্রশান্ত আমার একটি চলচ্চিত্র পরিচালনা করতে চান ।"

সেই ফোনের পর প্রভাস এবং প্রমোদ সারা দিন ধরে প্রশান্তের দেওয়া অফারটি প্রত্যাখ্যান করার বিষয়ে চিন্তাভাবনা করেছিলেন । তাঁরা জানতেন, প্রশান্তের সঙ্গে ছবিটি একটি বড় প্রজেক্ট হবে । এ দিকে, প্রভাস ইতিমধ্যেই আদিপুরুষ এবং কল্কি 2098 এডি-র মতো দুটি বড় চলচ্চিত্রের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন ৷ তাঁরা মনে করেছিলেন যে, আঁটোসাঁটো শিডিউলে প্রশান্তের সঙ্গে চলচ্চিত্রে কাজ করা কঠিন হবে ।

প্রভাস স্বীকার করে নিয়েছেন যে, "আমি পরের দিন চিন্তায় ছিলাম, ভক্তরা যদি জানতে পারেন যে, আমি প্রশান্ত নীলকে না বলেছি, তাহলে তাঁরা আমাকে মেরে ফেলবেন ৷" আপাতদৃষ্টিতে, তাঁর ভক্তদের অপ্রতিরোধ্য সমর্থন শেষ পর্যন্ত প্রভাসকে প্রশান্ত নীলের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিতে বাধ্য করে ৷

সালারের শুটিঙের জন্য প্রভাস 112 দিন অবিরাম পরিশ্রম করেন প্রভাস ৷ 2021 সালের 29 জানুয়ারি এই ছবির শুটিং শুরু হয়েছিল ৷ সালার: পার্ট 1 – সিজফায়ার হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় 22 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় হয়রানির শিকার কনেরা, তাই 'মেহেন্দি লগাকে না রাখনা...!'
  2. সালার বনাম ডাঙ্কি অগ্রিম বুকিং: দৌড় শুরু শাহরুখের ফিল্মের, আপাতত টেক্কা প্রভাসের ছবিকে
  3. ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ-প্রভাস, গান-ট্রেলার মুক্তি পেল একইদিনে
Last Updated : Dec 20, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.