ETV Bharat / entertainment

Prabhas First Look: প্রকাশ্যে এল প্রভাসের 'প্রজেক্ট কে' ছবির লুক, 'আদিপুরুষ' দুঃস্বপ্নের অবসান হবে ? - Prabhas First Look

আগেই নির্মাতারা 'প্রজেক্ট কে' ছবি থেকে দীপিকা পাড়ুকোনের লুক সামনে এনেছিলেন ৷ বুধবার সামনে এল ছবির কেন্দ্রীয় চরিত্র প্রভাসের প্রথম লুক ৷

Prabhas first look Form Project K
মুক্তি পেল প্রভাসের লুক
author img

By

Published : Jul 19, 2023, 7:13 PM IST

হায়দরাবাদ, 19 জুলাই: কয়েকদিন আগেই 'প্রজেক্ট কে' নির্মাতারা সামনে এনেছেন দীপিকা পাড়ুকোনের লুকের প্রথম ঝলক ৷ আর তা দেখার পর থেকেই প্রভাসের লুক কেমন হতে চলেছে তা জানার আগ্রহ তুঙ্গে উঠেছে ৷ এবার অপেক্ষার পালা শেষ ৷ বুধবার প্রভাসের লুকও সামনে আনলেন নির্মাতারা ৷ 'আদিপুরুষ' ছবির বিপুল ব্যর্থতার পর 'সালার' ছবির হাত ধরে আবারও কিছুটা কামব্যাক করেছেন অভিনেতা ৷ এই ছবির টিজার দেখে বেশ ভালো লেগেছে অনুরাগীদের ৷ এবার তাঁর 'প্রজেক্ট কে' ছবির জন্য় অপেক্ষা করে রয়েছেন সকলে ৷

বৈজয়ন্তী ফিল্মস প্রযোজিত এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো বর্ষীয়ান অভিনেতার ৷ অনেকেই আশা করছেন এই ছবির হাত ধরে ঠিকই কামব্যাক করবেন তাঁদের প্রিয় সুপারস্টার ৷ বিগ বাজেট এই ছবিটির কাহিনির মূলত কল্প বিজ্ঞান নির্ভর ৷ আগামী 20 জুলাই মার্কিন মুলুকে কমিককনে মুক্তি পেতে চলেছে ছবির প্রথম ঝলক ৷ তার আগেই সামনে এল প্রভাসের লুক ৷ ফ্যানেরা বেশ খুশি তাঁর এই নতুন লুক নিয়ে ৷

আগামী বছর পর্দায় আসতে চলেছে নাগ অশ্বিনের এই ম্যাগনাম ওপাস ৷ প্রায় 600 কোটি বাজেটে তৈরি হতে চলেছে এই সাই-ফাই(কল্প বিজ্ঞান নির্ভর) থ্রিলারটি ৷ যা আগামী দিনে অন্য়তম দৃষ্টান্ত মূলক ছবি হয়ে উঠতেই পারে ৷ কিন্তু সম্প্রতি বিগ বাজেট ছবিকে যেভাবে ধরাশায়ী হতে দেখেছেন অনুরাগীরা তাতে শুধু বাজেট আর ভিএফএক্সের জাদুকরির ওপর ভরসা রাখা কঠিন হয়ে পড়েছে ৷

আরও পড়ুন: 41 এ প্রিয়াঙ্কা, ভালোবাসা উজাড় করে দিলেন নিক

নাগ অশ্বিন পরিচালিত এই ছবি যে প্রভাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য় ৷ এর আগে এই ধরনের ছবিতে খুব বেশি কাজ করেননি প্রভাস ৷ তাই তাঁর জন্য় এটা একেবারে নতুন একটি অভিজ্ঞতা হতে চলেছে ৷ ছবির কাহিনি অবশ্য় এখনও সামনে আসেনি ৷ এই ছবির শুটিংয়ের অনেকটাই হয়েছে হায়দরাবাদে ৷

হায়দরাবাদ, 19 জুলাই: কয়েকদিন আগেই 'প্রজেক্ট কে' নির্মাতারা সামনে এনেছেন দীপিকা পাড়ুকোনের লুকের প্রথম ঝলক ৷ আর তা দেখার পর থেকেই প্রভাসের লুক কেমন হতে চলেছে তা জানার আগ্রহ তুঙ্গে উঠেছে ৷ এবার অপেক্ষার পালা শেষ ৷ বুধবার প্রভাসের লুকও সামনে আনলেন নির্মাতারা ৷ 'আদিপুরুষ' ছবির বিপুল ব্যর্থতার পর 'সালার' ছবির হাত ধরে আবারও কিছুটা কামব্যাক করেছেন অভিনেতা ৷ এই ছবির টিজার দেখে বেশ ভালো লেগেছে অনুরাগীদের ৷ এবার তাঁর 'প্রজেক্ট কে' ছবির জন্য় অপেক্ষা করে রয়েছেন সকলে ৷

বৈজয়ন্তী ফিল্মস প্রযোজিত এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো বর্ষীয়ান অভিনেতার ৷ অনেকেই আশা করছেন এই ছবির হাত ধরে ঠিকই কামব্যাক করবেন তাঁদের প্রিয় সুপারস্টার ৷ বিগ বাজেট এই ছবিটির কাহিনির মূলত কল্প বিজ্ঞান নির্ভর ৷ আগামী 20 জুলাই মার্কিন মুলুকে কমিককনে মুক্তি পেতে চলেছে ছবির প্রথম ঝলক ৷ তার আগেই সামনে এল প্রভাসের লুক ৷ ফ্যানেরা বেশ খুশি তাঁর এই নতুন লুক নিয়ে ৷

আগামী বছর পর্দায় আসতে চলেছে নাগ অশ্বিনের এই ম্যাগনাম ওপাস ৷ প্রায় 600 কোটি বাজেটে তৈরি হতে চলেছে এই সাই-ফাই(কল্প বিজ্ঞান নির্ভর) থ্রিলারটি ৷ যা আগামী দিনে অন্য়তম দৃষ্টান্ত মূলক ছবি হয়ে উঠতেই পারে ৷ কিন্তু সম্প্রতি বিগ বাজেট ছবিকে যেভাবে ধরাশায়ী হতে দেখেছেন অনুরাগীরা তাতে শুধু বাজেট আর ভিএফএক্সের জাদুকরির ওপর ভরসা রাখা কঠিন হয়ে পড়েছে ৷

আরও পড়ুন: 41 এ প্রিয়াঙ্কা, ভালোবাসা উজাড় করে দিলেন নিক

নাগ অশ্বিন পরিচালিত এই ছবি যে প্রভাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য় ৷ এর আগে এই ধরনের ছবিতে খুব বেশি কাজ করেননি প্রভাস ৷ তাই তাঁর জন্য় এটা একেবারে নতুন একটি অভিজ্ঞতা হতে চলেছে ৷ ছবির কাহিনি অবশ্য় এখনও সামনে আসেনি ৷ এই ছবির শুটিংয়ের অনেকটাই হয়েছে হায়দরাবাদে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.